গান বাজনা
হিন্দি গান গাইতে বলায় চটলেন নচিকেতা

নচিকেতা চক্রবর্তী (ছবি: ফেসবুক)
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, লাইভ শো করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। আর সেখানে উপস্থিত এক দর্শক তার কাছে হিন্দি গান শোনার আবদার করলে তাতেই রেগে আগুন হয়ে যান নচিকেতা। করতে থাকেন কটুক্তি। এমনকী গালাগালিও করেন তিনি।
ভাইরাল ওই ভিডিওতে নচিকেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘কেন বাংলা গানে কি অসুবিধে তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে, যে বাংলা গান শুনব। হাড় গুঁড়ো করে দেবে। এই হল বাঙালি দেখ! বুদ্ধি নেই, বলদ।’
এরপর নতুন গান শুরু করতে গিয়েও থেমে যান তিনি। ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘এখানে কেউ কিছু বলে না বলে পার পেয়ে যাচ্ছে। এটা নচিকেতা রে।’
হিন্দি গান শোনার আবদারে রেগে গেলেও সম্পূর্ণ ভিডিওতে শোনা যাচ্ছে সামনে থাকা জনতা চিৎকার করে সমর্থন করে যাচ্ছেন তাকে।
তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলো। এক ব্যক্তি কমেন্ট করেছেন, ‘এটা একজন শিল্পীর কথা হতে পারে না। সে বাঙালি বলে শুধু বাংলা গানই গাইবেন, এটা আবার কেমন কথা হল। নানা ধরনের গান গাইতে দক্ষতা লাগে। তিনি পারেন না এটা তার ব্যর্থতা। তার এমন আচরণ সমর্থন যোগ্য না। তীব্র ধিক্কার জানাই।’
কেউ আবার গায়কের বলা কথাগুলোর সঙ্গে সহমত হলেও, কথার সঙ্গে থাকা ‘ছাগল’, ‘বলদ’ কথাগুলোর সঙ্গে নয়।
তবে এবারই প্রথম নয়, এর আগেও বাংলা ভাষা নিয়ে নানা ধরনের বিতর্কে জড়িয়েছেন নচিকেতা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস