Connect with us

আলাপচারিতা

‘নিজেই যদি না চলতে পারি বউকে কীভাবে চালাবো’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তানজিম হাসান অনিক

তানজিম হাসান অনিক (ছবি-কাজী সাজ্জাদ)

তানজিম হাসান অনিক সংগীতশিল্পী ও র‌্যাপার হিসেবে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালো লাগা ছিলো তার। নাটকীয়ভাবে একদিন হঠাৎ অভিনয়ে নাম লেখান। এখন ছোট পর্দার অন্যরকম বিনোদনের সমার্থক হয়ে উঠেছেন অনিক। বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’সহ কয়েকটি নাটকের শুটিং করছেন তিনি। সিনেমাওয়ালা নিউজের আলাপচারিতায় ক্যারিয়ারসহ নানান বিষয়ে কথা বলেছেন এই তরুণ।

সিনেমাওয়ালা নিউজ: ছোটবেলায় দুষ্টু ছিলেন নাকি শান্ত?
তানজিম হাসান অনিক: ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম।

সিনেমাওয়ালা নিউজ: অভিনয়ে কীভাবে এলেন?
তানজিম হাসান অনিক: আমি তো সংগীতশিল্পী ছিলাম। আমার দাদি আমাকে প্রায়ই বলতেন, ‘তুই যেহেতু সিনেমায় কাজ করতে চাস, তাহলে ভিলেনের মতো হেঁটে এসে দেখা আমাকে। তোকে নায়কে মানাবে না, তোকে ভিলেন ভালো লাগবে।’ তখন থেকে প্রতিদিন অনুশীলন করতাম। সেখান থেকে একটা আগ্রহ জাগে। তারপর অনেক ঘটনা।

একদিন মন চাইলো, অভিনয়টা করে দেখি কেমন লাগে। আমার এলাকায় পরিচালক রুবেল হাসান ভাই থাকতেন। তাকে বললাম, ভাই আমি তো অভিনয় করতে চাই। আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে? এরপর রুবেল ভাই আমাকে ২০ দিন পর ফোন দিয়ে বলেন, ‘একটা চরিত্র আছে, শিহাব শাহীন পরিচালক। তুমি তাহলে এসে পড়ো।’ আমি খুব উচ্ছ্বসিত হয়ে গেলাম। তবে সত্যি বলতে তখনও শিহাব শাহীনকে চিনতাম না! এমনকি অন্য অভিনয়শিল্পী যারা ছিলেন, তাদেরও চিনতাম না। কারণ আমি নাটকের বাইরের মানুষ ছিলাম। সেখান থেকেই আমার অভিনয়ের শুরু।
তানজিম হাসান অনিক

তানজিম হাসান অনিক (ছবি-কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: আপনার লক্ষ্য কী?
তানজিম হাসান অনিক: যতদিন বেঁচে আছি, নানান রকম চরিত্রে অভিনয় করে যাবো। এটাই লক্ষ্য।

সিনেমাওয়ালা নিউজ: ব্ল্যাকস্মোক নামটি কীভাবে পেলেন?
তানজিম হাসান অনিক: ব্ল্যাকস্মোক হচ্ছে আমার মঞ্চের নাম। যতো র‌্যাপার আছে তাদের প্রত্যেকেরই একটি করে মঞ্চের নাম থাকে। তাই ভাবলাম, আমি যেহেতু কালো তাই ব্ল্যাক শব্দটি নির্বাচন করি। আগে স্মোক নামের একটি গেম খেলতাম। সেখান থেকে স্মোক শব্দটি নিয়ে ব্ল্যাকের সঙ্গে জুড়ে দিয়ে বানাই ‘ব্ল্যাকস্মোক’। ব্ল্যাকস্মোক মানে হলো সমাজের জন্য কালো বা বিষাক্ত ধোঁয়া।

তানজিম হাসান অনিক

তানজিম হাসান অনিক (ছবি-কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: পড়াশোনা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?
তানজিম হাসান অনিক: পড়াশোনা করে যাচ্ছি। কারণ সার্টিফিকেট লাগে। তাছাড়া দিন শেষে পড়াশোনা ছাড়া তো কোথাও কিছু করা যায় না। প্রতিটি অঙ্গনে বা যেখানেই যাই না কেনো, শিক্ষাটা লাগবে।

সিনেমাওয়ালা নিউজ: আপনি ম্যারেড নাকি সিঙ্গেল?
তানজিম হাসান অনিক: সিঙ্গেল।

তানজিম হাসান অনিক

তানজিম হাসান অনিক (ছবি-কাজী সাজ্জাদ)

সিনেমাওয়ালা নিউজ: তাহলে বিয়ে করছেন কবে?
তানজিম হাসান অনিক: ক্যারিয়ারটা দাঁড় করাই, নিজে দাঁড়াই। নিজেই যদি না চলতে পারি তাহলে বউকে কী করে চালাবো!

সিনেমাওয়ালা নিউজ: দর্শকদের উদ্দেশে কিছু বলুন।
তানজিম হাসান অনিক: একটা কথাই বলতে চাই, আমি আপনাদের অনেক ভালোবাসি। আপনারা আমাকে যেমন ভালোবাসেন, আমি আপনাদের তার চেয়েও বেশি ভালোবাসি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ