Connect with us

বিশ্বসংগীত

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে বর্ষসেরা দল বিটিএস

বিনোদন ডেস্ক

Published

on

বিটিএস ব্যান্ডদল

বিটিএস ব্যান্ডদল (ছবি: ইনস্টাগ্রাম)

ব্ল্যাকপিঙ্ক, সিটি গার্লস, ফু ফাইটারস, ইমাজিন ড্রাগনস, মানেস্কিন, রেড হট চিলি পিপারস এবং সিল্ক সোনিক এর মতো ব্যান্ডগুলোকে হারিয়ে এ বছর “গ্রুপ অব দ্য ইয়ার” পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড “বিটিএস”।

সোমবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। যেখানে অ্যানিটা, ব্ল্যাকপিঙ্ক, লিজো, মানেস্কিন, জ্যাক হার্লো, জে বালভিন, মার্শমেলো এক্স খালিদ এবং প্যানিকের পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের। এছাড়া কেন ব্রাউন দেশের প্রথম পুরুষ গায়ক হিসেবে ভিএমএ’তে পারফর্ম করে ইতিহাস তৈরি গড়েছেন।

জনি ডেপ

জনি ডেপ (ছবি: ইনস্টাগ্রাম)

তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন হলিউড তারকা জনি ডেপ। নভোচারী হয়ে অনুষ্ঠানটির মঞ্চে হাজির হয়েছিলেন তিনি।

এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে এ বছর ‘ভিডিও অব দ্য ইয়ার’সহ তিনটি পুরস্কার জিতেছেন টেইলর সুইফট। তিনিই প্রথম গায়িকা যিনি ক্যারিয়ারে তিনবার ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন।

‘অল টু ওয়েল: দ্য শর্টফিল্ম’র জন্য ভিডিও অব দ্য ইয়ার জিতেছেন এ গায়িকা। তার এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী ছিলেন ডোজা ক্যাট, ড্রেক, এড শিরান, হ্যারি স্টাইল, লিল নাস এক্স-জ্যাক হারলো ও অলিভিয়া রদ্রিগোর মতো শিল্পীরা।

এদিকে, পুরস্কার জয়ের পর সোশ্যাল মিডিয়া মাধ্যমে ভক্তদের একটি সুখবর দেন সুইফট। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে তার নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ প্রকাশ করবেন তিনি।

টেইলর সুইফট

টেইলর সুইফট (ছবি: ইনস্টাগ্রাম)

এমটিভি বার্ষিক মিউজিক ভিডিও অ্যাওয়ার্ডে এ বছর ‘বর্ষসেরা শিল্পী’ হিসেবে পুরস্কার জিতেছেন র‌্যাপার ব্যাড বানি।

এ বছর লিজোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’ বছরের সেরা গান হিসেবে পুরস্কার জিতেছে এবং হ্যারি স্টাইলসের ‘হ্যারিস হাউস’ ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে।

নিকি মিনাজ এবং চিলি পেপারস যথাক্রমে সেরা হিপ-হপ এবং সেরা রকের জন্য পুরস্কার জিতেছেন। এছাড়াও নিকি ‘লোভনীয় ভিডিও ভ্যানগার্ড’ পুরস্কার পেয়েছেন। লিল নাস এক্স এবং জ্যাক হার্লো ইন্ডাস্ট্রি বেবির জন্য ‘সেরা সহযোগিতা’ পুরস্কার জিতেছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ