ওয়ার্ল্ড সিনেমা
মস্কো ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতলো টঙ্গীর বস্তি জীবন
মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৪৪তম আসরে দুটি পুরস্কার জিতেছে যুবরাজ শামীম পরিচালিত প্রথম সিনেমা ‘আদিম’। মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত সিনেমাগুলোর মধ্যে বাস্তবতা ও মানবতা ফুটিয়ে তোলায় স্পেশাল জুরি প্রাইজ পেয়েছেন তিনি। এর আগে নেটপ্যাক জ্যুরি অ্যাওয়ার্ড ওঠে তার হাতে।
গত ২৬ আগস্ট শুরু হয় মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল। ‘আদিম’ প্রদর্শিত হয়েছে ৩০ আগস্ট। টঙ্গীর একটি বস্তির হরেক রকম মানুষের জীবনে অনুপ্রাণিত এই সিনেমার চিত্রনাট্য। উৎসবে এটি দেখে দর্শকরা মুগ্ধ। মস্কোতে যুবরাজের সঙ্গী ছিলেন নির্বাহী প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামান। তারা সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।
গতকাল (২ সেপ্টেম্বর) সমাপনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা চলচ্চিত্র হিসেবে গোল্ডেন সেন্ট জর্জ অ্যাওয়ার্ড জিতেছে ইরানের বেহরুজ শোয়েইবি পরিচালিত ‘নো প্রায়োর অ্যাপয়েন্টমেন্ট’। সার্বিয়ার সিনিসা স্মেতিচ সেরা পরিচালক হয়েছেন।
৪৪তম মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা
সেরা সিনেমা: নো প্রায়োর অ্যাপয়েন্টমেন্ট (বেহরুজ শোয়েইবি, ইরান)
সেরা পরিচালক: সিনিসা স্মেতিচ (দ্য বেহেডিং অব সেন্ট জন দ্য ব্যাপটিস্ট, সার্বিয়া)
স্পেশাল জুরি প্রাইজ: আদিম (যুবরাজ শামীম, বাংলাদেশ)
সেরা অভিনেত্রী: পেগা আহানগারানি (নো প্রায়োর অ্যাপয়েন্টমেন্ট, ইরান)
সেরা অভিনেতা: কস্তেল কাসকাভাল (দ্য ভয়েস ক্রাইং ইন দ্য ওয়াইল্ডারনেস, রোমানিয়া)
সেরা সিনেমা (রাশিয়ান প্রিমিয়ারস কম্পিটিশন): ইনটেনসিভ কেয়ার (পিটার তোদোরভস্কি)
সেরা ডকুমেন্টারি: দ্য হলি আর্কিপেলাগো (সের্গেই দেবিজেভ, রাশিয়া)
সেরা শর্টফিল্ম: ব্রিজ (হামিদ রেজা গাসেমি, ইরান)
বিশ্ব সিনেমায় অসামান্য অবদানের জন্য পুরস্কার: এদুয়ার্দ আর্তেমিয়েভ
স্পেশাল মেনশন: কাথ (বরিস আকোপভ, রাশিয়া)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস