Connect with us

ঢালিউড

জয়ার নিজের নামে সিনেমা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জয়া আর শারমিন

‘জয়া আর শারমিন’ সিনেমার পোস্টার (ছবি: অ্যাপলবক্স ফিল্মস)

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের অপেক্ষা ফুরালো। তার নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’-এর পোস্টার উন্মোচন হলো। এতে তাকে দেখা যাবে জয়া চরিত্রে। শারমিনের ভূমিকায় আছেন থিয়েটারের নাট্যশিল্পী মহসিনা আক্তার।

জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দুই জন নারীর অচেনা ভুবন নিয়ে সাজানো হয়েছে এই সিনেমা। তার কথায়, ‘এটি আমাদের অন্তর্জগতের ঘাত, প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির দলিল।’

জয়ার আশা, ‘ছোট আকারের এই সিনেমা দর্শকদের অনুভূতিকে নাড়া দেবে।’

জয়া আহসান

‘জয়া আর শারমিন’ সিনেমায় জয়া আহসান (ছবি: আতা মোহাম্মদ আদনান)

২০২০ সালের ২০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড পেজে দর্শকদের জন্য পাঁচটি স্থিরচিত্র শেয়ার করেছিলেন জয়া। শুটিংয়ের সময় তোলা সেসব ছবি ছিলো তার নতুন সিনেমার আগমনী বার্তা। তবে তখন নাম জানাননি তিনি। এরপর কেটে গেছে প্রায় দুই বছর। অবশেষে গতকাল (৮ সেপ্টেম্বর) জানা গেলো এর নাম।

জয়া আহসান

জয়া আহসান (ছবি: ইনস্টাগ্রাম)

করোনা মহামারির ভয় ও শঙ্কার অস্থিরতার সময় ১৫ দিনে সিনেমাটির শুটিং করেন জয়া। শুরুতে শর্টফিল্ম বানানোর পরিকল্পনা থাকলেও পরে সেটি সিনেমা হয়ে গেলো! জীবনের খণ্ড খণ্ড না-বলা অনুভূতি রয়েছে এতে। জয়া তখন বলেছিলেন, ‘সিনেমা অনেক সময় সিনেমা হয়ে ওঠে, বানাতে হয় না! এটি সম্ভবত এমন একটি প্রজেক্ট। আশায় থাকলাম, কী করলাম সেটা দেখার জন্য! এত কম মানুষ নিয়ে একটা সিনেমার শুটিং করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সঙ্গে সুন্দর অভিজ্ঞতা হলো।’

জয়া আহসান

‘জয়া আর শারমিন’ সিনেমায় জয়া আহসান (ছবি: আতা মোহাম্মদ আদনান)

ফেসবুকে ‘জয়া আর শারমিন’ পেজে পোস্টার শেয়ার করে বলা হয়েছে, ‘‘এই সিনেমা জয়া আর শারমিনের ব্যক্তিজীবনের আনন্দ, বিষাদ এবং ঘাত-প্রতিঘাতগুলোকে খতিয়ে দেখে। আমাদের সিনেমাটি মূলত দুই নারীর বন্ধুত্বের গল্প বলে এবং তাদের অব্যক্ত অনুভূতির জয়গান গায়।’’

জয়া আহসান

‘জয়া আর শারমিন’ সিনেমায় জয়া আহসান (ছবি: আতা মোহাম্মদ আদনান)

‘জয়া আর শারমিন’ পিপলু আর খানের প্রথম কাহিনিচিত্র। তার সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছেন নুসরাত ইসলাম মাটি। পোস্টার ডিজাইন করেছেন সাবিনা ইয়াসমিন। সংগীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র। পোশাক পরিকল্পনায় আনিকা জাহিন।

‘জয়া আর শারমিন’ সিনেমায় আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। এটি যৌথভাবে প্রযোজনা করেছে অ্যাপলবক্স ফিল্মস, সি-তে সিনেমা এবং আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া।

সিনেমাওয়ালা প্রচ্ছদ