Connect with us

ঢালিউড

বিউটি চরিত্রের জন্য কোন ঝুঁকি নিলেন জয়া

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জয়া আহসান

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান (ছবি: ফেসবুক)

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ছোটবেলায় বাবার হাত ধরে ঢাকার কলাবাগান মাঠে একবার সার্কাস দেখতে গিয়েছিলেন। সেই প্রথম এবং শেষ। আর কখনো সামনাসামনি সার্কাস দেখা হয়নি তার। তবে ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিংয়ে সার্কাস ট্রুপের সঙ্গে লম্বা সময় কাটিয়েছেন তিনি। এটি নিজের জন্য অন্যরকম একটি অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই তারকা।

জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান, ফেরদৌস ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

গতকাল (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি মিলনায়তনে ‘বিউটি সার্কাস’-এর মিট দ্য প্রেস অনুষ্ঠানে জয়া উল্লেখ করেন, অনেক রকম ঝুঁকির মধ্যে কাজ করতে হয়েছে। তিনি বলেন, ‘বিউটি চরিত্রের জন্য সার্কাসের খেলা দেখাতে হয়েছে আমাকে। সেসব বেশ ঝুঁকিপূর্ণ ছিলো। চরিত্রের মোহে অন্য কিছু ভাবিনি। অনেকটা না বুঝেই রোলার কোস্টারে চড়ে বসার মতো ছিলো বিষয়টি! পাশাপাশি এক ধরনের রোমাঞ্চ অনুভব করেছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে শুটিংয়ে আমাদের সঙ্গে সার্কাস ট্রুপ ছিলো। তাদের কাছ থেকে শিখে কাজ করেছি আমরা। তারা অকৃপণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।’

ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে ফেরদৌস, জয়া আহসান ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

আবহমান বাংলার সার্কাস শিল্প নিয়ে বাংলাদেশের প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’। এটি পরিচালক মাহমুদ দিদারের প্রথম সিনেমা। তার প্রসঙ্গে জয়া বলেন, ‘আপনারা জানেন, আমি নতুন নির্মাতাদের সঙ্গে যুক্ত হতে স্বাচ্ছন্দ্যবোধ করি। মাহমুদ দিদার তাদেরই একজন। তার শুরুর দিকের ফিকশনের সঙ্গে আমি কোনো না কোনোভাবে যুক্ত ছিলাম। প্রথম থেকে দেখেছি তার আইডিয়া অসাধারণ হয়। সেই ধারাবাহিকতা সিনেমাতে পেয়েছি। মাহমুদ দিদার তার সিনেমায় আমাকে প্রয়োজন মনে করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। সে আমার জন্য অসাধারণ একটি চরিত্র লিখেছে। সেজন্য এই কাজে আমার সম্পৃক্ত হওয়া। অনেক কাঠখড় পুড়িয়ে ও নানান প্রতিকূলতা পেরিয়ে সিনেমাটি আলোর মুখ দেখছে।’

জয়া আহসান

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে শারমিন সুলতানা সুমি, জয়া আহসান ও মাহমুদ দিদার (ছবি: ফেসবুক)

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘বিউটি সার্কাস’। এর মাধ্যমে প্রায় দেড় বছর পর বাংলাদেশের সিনেমা হলে জয়ার নতুন সিনেমা উপভোগ করবে দর্শকরা। ‘গেরিলা’ মুক্তির ১১ বছর পর ফেরদৌসের সঙ্গে তার রসায়ন দেখা যাবে আবার।

শারমিন সুলতানা সুমি ও জয়া আহসান

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে শারমিন সুলতানা সুমি ও জয়া আহসান (ছবি: ফেসবুক)

মিট দ্য প্রেস অনুষ্ঠানে তাদের পাশাপাশি ছিলেন ‘বিউটি সার্কাস’ সিনেমায় রংলাল চরিত্রে অভিনয় করা এবিএম সুমন, ‘বয়ে যাও নক্ষত্র’ গানের সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি, নির্মাতা মাহমুদ দিদার।

জয়া আহসান ও এবিএম সুমন

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান ও এবিএম সুমন (ছবি: ফেসবুক)

‘বিউটি সার্কাস’-এর সরকারি অনুদান পাওয়া এবং এতে অর্থলগ্নির জন্য ইমপ্রেস টেলিফিল্মসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছেন জয়া। গ্রামীণ মেলা কমিটির সভাপতি নবাব রূপদানকারী তৌকীর আহমেদের সঙ্গে অনেকদিন পর কাজ করেছেন তিনি।

জয়া আহসান

‘বিউটি সার্কাস’ সিনেমার মিট দ্য প্রেসে জয়া আহসান (ছবি: ফেসবুক)

সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাহমুদ দিদার নিজেই। এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, প্রয়াত এসএম মহসীন, হুমায়ুন সাধুসহ অনেকে।

ঢালিউড

সালমান শাহের প্রতি শাবনূরের শ্রদ্ধা, ‘ওপারে ভালো থেকো’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাবনূর ও সালমান শাহ (ছবি: ফেসবুক)

দেশীয় সিনেমার বরপুত্র সালমান শাহ সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। মাত্র ৩ বছর ৫ মাস ১২ দিনের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন ক্ষণজন্মা এই তারকা। এরমধ্যে ১৪টিতেই নায়িকা ছিলেন শাবনূর। নায়কের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন এই চিত্রনায়িকা।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৬ বছর বয়সে নিভে যায় সালমান শাহের জীবনপ্রদীপ। আজ (৬ সেপ্টেম্বর) তাঁর ২৮তম মৃত্যুবার্ষিকীতে অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর ফেসবুকে নিজের অ্যাকাউন্ট ও পেজে লিখেছেন, ‘আজ সিনেমার রাজপুত্র সালমান শাহের ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই সিনেমায় বিশাল শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছিলেন সবার প্রিয় নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এই নক্ষত্রের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। ওপারে ভালো থেকো সালমান।’

ফেসবুকে ‘স্বপ্নের পৃথিবী’ সিনেমায় সালমান শাহের একটি মুহূর্তের ছবি ও নিজের একটি স্থিরচিত্র শেয়ার দিয়েছেন শাবনূর। তার মতো আরো অনেকে সোশ্যাল মিডিয়ায় ‘স্বপ্নের নায়ক’কে স্মরণ করেছেন।

‘তোমাকে চাই’ সিনেমায় শাবনূর ও সালমান শাহ (ছবি: সাথী ফিল্মস)

সালমান শাহ ও শাবনূর ‘তুমি আমার’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন। এটি মুক্তি পায় ১৯৯৪ সালের ২২ মে। তাদের বেশিরভাগ সিনেমা ব্যবসায়িক সাফল্য পেয়েছে। নায়কের জীবদ্দশায় এই তালিকা থেকে মুক্তি পেয়েছে ‘সুজন সখী’ (১২ আগস্ট, ১৯৯৪), ‘বিক্ষোভ’ (৯ সেপ্টেম্বর, ১৯৯৪), ‘স্বপ্নের ঠিকানা’ (১১ মে, ১৯৯৫), ‘মহামিলন’ (২২ সেপ্টেম্বর, ১৯৯৫), ‘বিচার হবে’ (২১ ফেব্রুয়ারি, ১৯৯৬), ‘তোমাকে চাই’ (২১ জুন, ১৯৯৬), ‘স্বপ্নের পৃথিবী’ (১২ জুলাই, ১৯৯৬)।

শাবনূর ও সালমান শাহ (ছবি: ফেসবুক)

সালমান শাহের অপমৃত্যুর পর শাবনূরের সঙ্গে তার জুটি গড়া ৬টি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো ‘জীবন সংসার’ (১৮ অক্টোবর, ১৯৯৬), ‘চাওয়া থেকে পাওয়া’ (২০ ডিসেম্বর, ১৯৯৬), ‘প্রেম পিয়াসী’ (১৮ এপ্রিল, ১৯৯৭), ‘স্বপ্নের নায়ক’ (৪ জুলাই, ১৯৯৭), ‘আনন্দ অশ্রু’ (১ আগস্ট, ১৯৯৭) এবং ‘বুকের ভেতর আগুন’ (৫ সেপ্টেম্বর, ১৯৯৭)।

পড়া চালিয়ে যান

ঢালিউড

সালমান শাহ আজও ভক্তদের ‘অন্তরে অন্তরে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সালমান শাহ (ছবি: ফেসবুক)

অমর নায়ক সালমান শাহের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৬ বছর বয়সে নিভে যায় ক্ষণজন্মা এই তারকার জীবনপ্রদীপ। তাঁর মৃত্যুবার্ষিকীতে ভক্তরা শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেন। এবারও ব্যতিক্রম নয়। 

সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেশীয় সিনেমার এই রাজপুত্রের নামে কিছু পেজ আছে। সেগুলোর মধ্যে টিম সালমান শাহ, সালমান শাহ (ইমন) এবং সালমান শাহ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মাসুদ রানা নকীব। টিম সালমান শাহ আজ মিলাদ ও দোয়ার আয়োজন করেছে। ঢাকার তেঁজগাও থানার উল্টো দিকে মসজিদ বায়তুশ শরফে বাদ আসর প্রিয় নায়কের রুহের মাগফিরাত কামনা করবেন ভক্তরা।

সালমান শাহ (ছবি: ফেসবুক)

সালমান শাহ ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট শহরের দাড়িয়াপাড়ায় আবেহায়াত ভবনে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম চৌধুরী শাহরিয়ার ইমন। টেলিভিশনে কয়েকটি নাটকে অভিনয় করে নজর কাড়েন তিনি। ১৯৯৩ সালের ২৫ মার্চ সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। চিত্রনায়িকা মৌসুমীর এটি প্রথম সিনেমা ছিলো। সেই সঙ্গে এর মাধ্যমেই প্লেব্যাকে অভিষেক হয় আগুনের।

সালমান শাহ (ছবি: ফেসবুক)

নব্বই দশকে সাড়া জাগানো ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। দর্শকেরা এখনো এগুলো মুগ্ধ হয়ে দেখেন। ভক্ত-দর্শকের ভালোবাসায় খ্যাতির চূঁড়ায় উঠেছিলেন তিনি। কিন্তু ৩ বছর ৫ মাস ১২ দিনে থেমে যায় তাঁর রুপালি ক্যারিয়ার।

সালমান শাহ (ছবি: ফেসবুক)

২৭টি সিনেমার মধ্যে ১৪টিতে শাবনূরের সঙ্গে জুটি বেঁধেছিলেন সালমান। এছাড়া মৌসুমী, শাহনাজ, লিমা, কাঞ্চি, শাবনাজ, বৃষ্টি ও সোনিয়ার বিপরীতে দেখা গেছে তাকে। ছাত্রনেতা, প্রতিবাদী তরুণ, গ্রামের ছেলেসহ সব চরিত্রেই তার সহজাত অভিনয় দক্ষতা ও চরিত্রের ভেতরে মিশে যাওয়ার গুণ ছিলো দারুণ।

সালমান শাহ (ছবি: ফেসবুক)

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। সিলেটে হযরত শাহজালালের (রা.) মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন স্বপ্নের নায়ক।

পড়া চালিয়ে যান

ঢালিউড

নোয়াখালীতে বন্যাকবলিত এলাকায় বুবলী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নোয়াখালীতে বন্যাকবলিত এলাকায় শবনম বুবলী (ছবি: ফেসবুক)

নোয়াখালীতে বন্যাকবলিত এলাকায় গেলেন চিত্রনায়িকা শবনম বুবলী। নৌকায় চড়ে বানভাসি মানুষের ঘরে ঘরে ত্রাণ বিতরণ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে নিজের অনুভূতি জানিয়েছেন নায়িকা। 

আজ (২৯ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে ফেসবুকে বন্যার্তদের নিয়ে দুটি পোস্ট করেছেন বুবলী। এরমধ্যে একটিতে নোয়াখালীতে তোলা বেশ কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন তিনি। অন্য পোস্টে তার একটি ভিডিওতে দেখা যাচ্ছে- শুকনা খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বোঝাই একটি পিকআপ ভ্যানের সামনে বুবলী। পরে সেটি পৌঁছে যায় নোয়াখালীতে। এরপর নৌকায় চড়ে বন্যাদুর্গতদের দুয়ারে ত্রাণ সহায়তা নিয়ে যান তিনি।

দুটি পোস্টেই বুবলী লিখেছেন, ‘বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরো দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে সবসময় এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে চেষ্টা করি। কারণ এটা আমার মানসিক শান্তি।’

নোয়াখালীতে বন্যাকবলিত এলাকায় শবনম বুবলী (ছবি: ফেসবুক)

বুবলী যোগ করেছেন, ‘সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে। কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে।’

সবার প্রতি বুবলীর অনুরোধ, ‘বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রী পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’

পড়া চালিয়ে যান
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ