Connect with us

গান বাজনা

‘দামাল’ সিনেমার ‘ঘুরঘুর পোকা’য় মিমের সঙ্গে রাজের লুকোচুরি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

দামাল

‘দামাল’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

‘পরাণ’ সিনেমার সফল ত্রয়ী পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আবার নতুন কাজ নিয়ে হাজির। এবার ‘দামাল’ সিনেমার প্রথম গানের জন্য প্রশংসিত হচ্ছেন তারা। এর শিরোনাম ‘ঘুরঘুর পোকা’। এতে রাজ ও মিমের রসায়ন ফুটে উঠেছে। একইসঙ্গে দেখানো হয়েছে ফুটবলের জন্য এক তরুণের নিষ্ঠা ও ত্যাগ।

মমতাজ বেগমের গাওয়া ‘ঘুরঘুর পোকা’ গানের ভিডিওতে মুন্না চরিত্রের রাজকে বেশ কয়েকবার কানে ধরে উঠবস করান মিম। ফুটবলের নেশায় প্রেমিকা এবং পরবর্তী সময়ে নববধূর চোখ ফাঁকি দিয়ে অনুশীলনে চলে যান তিনি। কোচের ভূমিকায় নাসির উদ্দীন খান হাতে বেত নিয়ে খেলোয়াড়দের শাসনের পাশাপাশি বাঁশি নিয়ে গাছে উঠে নজরদারি করেন।

দামাল

‘দামাল’ সিনেমার দৃশ্যে বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

‘ঘুরঘুর পোকা’র সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ‘দুই বছর ধরে সিনেমাটির সঙ্গে ছিলাম। এর সব গান সুর করেছি এবং আবহ সংগীত সাজিয়েছি।’

বিদ্যা সিনহা মিম

‘দামাল’ সিনেমার দৃশ্যে বিদ্যা সিনহা মিম (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

গানটি লিখেছেন রাসেল মাহমুদ। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, এটাই সিনেমার জন্য লেখা তার প্রথম গান। ‘দামাল’-এর জন্য আরও তিনটি গান লিখেছেন তিনি। এগুলো একে একে প্রকাশ হবে।

দামাল

‘দামাল’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘দামাল’ সিনেমার চিত্রনাট্য। গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। নিজের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তিনিই এটি প্রযোজনা করেছেন।

দামাল

‘দামাল’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, কায়েস চৌধুরী, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, নাসির উদ্দিন খান, সামিয়া অথৈ, পূজা এবং সারওয়াত আজাদ বৃষ্টি।

দামাল

‘দামাল’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

রায়হান রাফীর সঙ্গে মিলে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন নাজিম উদ্দৌলা। ২৫ মার্চের কালরাতের গণহত্যা, মুক্তিযুদ্ধ, রাজাকার ও পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম যজ্ঞ, একাত্তরের হাতিয়ার রেডিও, ফুটবল ম্যাচ, খেলোয়াড়দের অনুশীলন, ‘জয় বাংলা’ স্লোগানসহ অনেক কিছুর সম্মিলন রয়েছে এতে।

আগামী ২৮ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘দামাল’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ