বলিউড
প্রভাসের ‘আদিপুরুষ’: ৫০ ফুট লম্বা পোস্টার, নিরাপত্তায় ২৫০ পুলিশ ও ২০০ দেহরক্ষী

‘আদিপুরুষ’ সিনেমায় কৃতি স্যানন ও প্রভাস (ছবি: টুইটার)
সুপারস্টার প্রভাস হিন্দু দেবতা রামের ভূমিকায় বড় পর্দায় আসছেন ‘আদিপুরুষ’ সিনেমায়। তাই রামের পুণ্যভূমি উত্তর প্রদেশের অযোধ্যায় সরায়ু নদীর তীরে এর ৫০ ফুট লম্বা পোস্টার এবং টিজার উন্মোচিত হলো। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাম কি পায়দি ঘাটে ছিলো এই আয়োজন।
অনুষ্ঠানটি নিয়ে অযোধ্যাবাসীর মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা গেছে। ‘বাহুবলী’র সুবাদে প্রভাস শহরটিতে ব্যাপক জনপ্রিয়। তাই তাকে দেখে উন্মাদনা ছড়িয়ে পড়ে।

‘আদিপুরুষ’ সিনেমার পোস্টার (ছবি: টুইটার)
‘আদিপুরুষ’ সিনেমার আয়োজন দেখতে মুম্বাই ও দিল্লি থেকে সংবাদকর্মীরা অযোধ্যায় যান। বিকেল থেকে তাদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। গোটা আয়োজন নিয়ে এখন তুমুল আলোচনা চলছে। ভারতে এর আগে কোনো সিনেমার ফার্স্ট লুক উন্মোচনের আয়োজন এত বড় পরিসরে হয়নি। অনুষ্ঠানে ছিলেন প্রায় ১০ হাজার দর্শক। তাদের নিরাপত্তায় ২৫০ জন পুলিশ ও ২০০ জন দেহরক্ষী মোতায়েন করা হয়। তাদের নেতৃত্ব দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার।

‘আদিপুরুষ’ সিনেমার দৃশ্য (ছবি: টুইটার)
সরায়ু নদীর ওপর বিশেষভাবে নির্মিত সেতুতে হেঁটে যান সিনেমার কলাকুশলীরা। প্রভাসের সঙ্গে ছিলেন অভিনেত্রী কৃতি স্যানন, পরিচালক ওম রাউত ও প্রযোজক ভূষণ কুমার। পোস্টার উন্মোচনের পর মঞ্চে উপস্থিত হন তারা। এরপর পর্দায় একের পর এক দেখানো হয় টিজারটির হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালাম সংস্করণ।

‘আদিপুরুষ’ সিনেমার পোস্টার (ছবি: টুইটার)
টিজারের প্রথমে দৃশ্যে দেখা যায়, সাগরতলে ধ্যান করছেন রাম। এরপর তিনি রাক্ষস শিকারের জন্য তীর-ধনুক ব্যবহার করেন। রাবণের ভূমিকায় সাইফ আলি খানের দশ মাথা দেখা গেছে। সীতাকে বন্দি করে রাখা রাবণের বিরুদ্ধে বানর সেনা নিয়ে যুদ্ধে নামে রাম। রামায়ণ অবলম্বনে এটি ভালো বনাম মন্দ, ন্যায় বনাম অন্যায়ের কালজয়ী গল্প।

‘আদিপুরুষ’ সিনেমায় সাইফ আলি খান (ছবি: টুইটার)
হিন্দি সংস্করণে প্রভাসের ডাবিং করেছেন অভিনেতা শরদ কেলকার। এসএস রাজামৌলির দুই পর্বের ‘বাহুবলী’তে তিনি একই দায়িত্ব পালন করেন।
সিনেমায় সীতা তথা জানাকি চরিত্রে আছেন কৃতি স্যানন। এছাড়া লক্ষ্মণ চরিত্রে আছেন সানি সিং।

‘আদিপুরুষ’ সিনেমার পোস্টার (ছবি: টুইটার)
২০২৩ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার মধ্যে ‘আদিপুরুষ’ অন্যতম। আগামী বছরের ১২ জানুয়ারি আইম্যাক্স ও থ্রিডিতে পাঁচ ভাষায় মুক্তি পাবে এটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস