Connect with us

টালিউড

অষ্টমীতে নানান রঙে কলকাতার নায়িকারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী ছিলো গতকাল (৩ অক্টোবর)। সনাতন ধর্মাবলম্বীরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চনার মাধ্যমে দিনটি উদযাপন করেছে। অষ্টমীতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকারা। এজন্য নানান রঙে সেজেছেন তারা। চলুন দেখি ছবিতে।

শ্রাবন্তী

অষ্টমীতে গোলাপি কাতান শাড়িতে শ্রাবন্তী চ্যাটার্জি (ছবি: ইনস্টাগ্রাম)

শুভশ্রী গাঙ্গুলী

অষ্টমীতে বাসন্তী রঙা কাতান শাড়িতে শুভশ্রী গাঙ্গুলী (ছবি: ইনস্টাগ্রাম)

মিমি চক্রবর্তী

অষ্টমীতে কাঞ্জিভরম শাড়িতে মিমি চক্রবর্তী (ছবি: ইনস্টাগ্রাম)

কোয়েল মল্লিক

নীল সিল্কের শাড়িতে কোয়েল মল্লিক (ছবি: ইনস্টাগ্রাম)

নুসরাত জাহান

অষ্টমীতে জাম রঙা বেনারসি শাড়িতে নুসরাত জাহান (ছবি: ইনস্টাগ্রাম)

পাওলি দাম

অষ্টমীতে মিষ্টি রঙা শাড়িতে পাওলি দাম (ছবি: ইনস্টাগ্রাম)

ইশা সাহা

অষ্টমীতে পিচ রঙের সুতি শাড়িতে ইশা সাহা (ছবি: ইনস্টাগ্রাম)

ঋতাভরী চক্রবর্তী

অষ্টমীতে কালো কাতান কাপড়ের আনারকলিতে ঋতাভরী চক্রবর্তী (ছবি: ইনস্টাগ্রাম)

সোহিনী সরকার

অষ্টমীতে লাল বেনারসিতে সোহিনী সরকার (ছবি: ইনস্টাগ্রাম)

তনুশ্রী চক্রবর্তী

অষ্টমীতে অফ হোয়াইট শাড়িতে তনুশ্রী চক্রবর্তী (ছবি: ইনস্টাগ্রাম)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ