Connect with us

শুভেচ্ছা

আসিফের ছেলের বিয়েতে তারকাদের মিলনমেলা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সংগীত তারকা আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বৌভাত অনুষ্ঠিত হলো। গতকাল (৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার অফিসার্স ক্লাবের হলরুমে এই আনন্দমুখর অনুষ্ঠানে রণ ও তার স্ত্রী ইসমত শেহরীন ঈশিতাকে অভিনন্দন জানাতে এসেছিলেন কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজকসহ সংগীত-সংশ্লিষ্ট ও ক্রীড়াঙ্গনের তারকারা।

রুনা লায়লা

(বাঁ থেকে) সংগীতশিল্পী নকীব খান ও রুনা লায়লা (ছবি: ফেসবুক)

আসিফ আকবর

(বাঁ থেকে) আসিফ আকবর, কুমার বিশ্বজিৎ, শওকত আলি ইমন, মঈনুল ইসলাম খান ও কনকচাঁপা দম্পতি (ছবি: ফেসবুক)

কণা ও লিজা

কণ্ঠশিল্পী কর্নিয়ার সেলফিতে উপস্থাপক ফারহানা নিশো, কণ্ঠশিল্পী কণা ও লিজা (ছবি: ফেসবুক)

আজিজুল হাকিম

(বাঁ থেকে) জিনাত হাকিম, আজিজুল হাকিম, জুলফিকার রাসেল ও টিনা রাসেল (ছবি: ফেসবুক)

কুমার বিশ্বজিৎ

(বাঁ থেকে) কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা (ছবি: ফেসবুক)

সালমা

(বাঁ থেকে) সাজেদ ফাতেমী, সালমা, নকীব খান ও পার্থ মজুমদার (ছবি: ফেসবুক)

আসিফ আকবর

(বাঁ থেকে) বর-কনের সঙ্গে মঞ্চে সংগীতশিল্পীরা (ছবি: ফেসবুক)

আসিফ আকবর

১৯৬০ সালের ৩ অক্টোবর আসিফ আকবরের বাবা-মায়ের বিয়ে হয়েছিল। তার স্ত্রী সালমা আসিফ মিতু সেই বিষয়টি মাথায় রেখে ঠিক ৬২ বছর পর পরিবারের বড় সন্তান শাফকাত রণ’র বিয়ে দিলেন একই দিনে। ছবিতে বর-কনের সঙ্গে আসিফ আকবরসহ তার সাত ভাইবোন (ছবি: ফেসবুক)

আসিফ আকবর

ভাই-ভাবীর সঙ্গে আসিফের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র (ছবি: ফেসবুক)

আসিফ আকবর

আসিফ আকবরের ছেলে শাফকাত রণ’র বিয়েতে তার কোলে মেয়ে আইদাহ্ আসিফ রঙ্গন (ছবি: ফেসবুক)

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ