ওটিটি
ইন্তেখাব দিনারের ‘ভিউ কম’ বক্তব্য ভাইরাল
এখন ‘ভিউ’র যুগ। বেশিরভাগ ক্ষেত্রে ‘ভিউ’র মাপকাঠিতে জনপ্রিয়তা বিচার করা হয়ে থাকে। সেই প্রবণতাকে যেন চিমটি কেটে দিলেন অভিনেতা ইন্তেখাব দিনার। যাদের ভিউ কম, সেইসব শিল্পীদের অনুপ্রাণিত করা তার একটি বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গতকাল (৮ অক্টোবর) ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি কার্নিভালে রবিউল ইসলাম রবি পরিচালিত ‘ঊনলৌকিক’-এর সুবাদে ওয়েব সিরিজের সেরা অভিনেতা (সাবস্ক্রাইবার চয়েস) পুরস্কার পান ইন্তেখাব দিনার। ট্রফি গ্রহণের পর তিনি বলেন, “আমি ২৪ বছর ধরে অভিনয় করছি। সারাজীবন অভিনয় করতে চাই। কিন্তু একটা পর্যায়ে এসে খেয়াল করলাম, আস্তে আস্তে আমার কাজ কমে যাচ্ছে। একপর্যায়ে দেখলাম, আমার হাতে কোনো কাজই আসলে নেই। ‘ঊনলৌকিক’ প্রজেক্টটি একজন মৃতপ্রায় অভিনেতাকে আইসিইউ’র টেবিল থেকে পুনরুজ্জীবন দিয়েছে। কাজেই অভিনেতা যারা আছেন, কেউ বিশ্বাস হারাবেন না। তার প্রমাণ আমি। আমার কাজ হারানোর একটি কারণ ছিলো অবশ্য, যেটা পরে খুঁজে পেয়েছি। আমার ভিউ কম। আমার এই পুরস্কারটি উৎসর্গ করছি সেইসব প্রকৃত শিল্পীদের, যাদের ভিউ কম।”
১ মিনিট ২০ সেকেন্ডের বক্তব্যটি নাড়া দিয়েছে অভিনেত্রী জয়া আহসান, তরুণ অভিনেতা খায়রুল বাসারসহ অনেক তারকাকে। ইন্তেখাব দিনারের দেওয়া বক্তব্যটির ভিডিও শেয়ার দিয়েছেন অনেকে। সাধারণ দর্শকদের দৃষ্টিতে, ‘লাখ লাখ ভিউ পাওয়াকে যারা সবকিছু মনে করে, ইন্তেখাব দিনারের কথাগুলো তাদের মুখের ওপর দারুণ এক চপেটাঘাত!’
অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী বলেন, ‘ভিউ কম অ্যাওয়ার্ড! বাহ কী বক্তব্য। অভিনন্দন ইন্তেখাব দিনার। আপনাকে ভালোবাসি।’
অভিনেত্রী তমালিকা কর্মকার বলেন, ‘অভিনন্দন দিনার। তোমার মতো একইসঙ্গে ভালো মানুষ ও ভালো অভিনেতা পাওয়া বিরল। তোমাকে নিয়ে বরাবরই আনন্দিত।’
অভিনেত্রী নাদিয়া আহমেদের কথায়, ইন্তেখাব দিনার, আপনাকে নিয়ে গর্ব করি।’
অভিনেত্রী-লেখক শানারেই দেবী শানুর মতে, দিনার ভাই, আপনাকে টুপিখোলা অভিবাদন। সত্যিকারের অভিনয়শিল্পীর প্রমাণ পাওয়া যায় তার কাজে, চলনে-বলনে। ভিউ সংখ্যায় নয়। আপনি এটা প্রমাণ করেছেন। খুবই অনুপ্রেরণাদায়ক কথা বলেছেন আপনি।’
অভিনেত্রী চিত্রলেখা গুহ বলেন, ’ অভিনন্দ। আমাদের একজন ইন্তেখাব দিনার আছে।’
ইন্তেখাব দিনারের স্ত্রী অভিনেত্রী-নৃত্যশিল্পী বিজরী বরকতউল্লাহ বলেন, আমি তোমাকে নিয়ে গর্বিত বাবু। জীবনের সমস্ত ক্ষেত্রে জয় তোমার প্রাপ্য।’
‘বিশ্বসুন্দরী’ সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরীর মন্তব্য, ‘প্রকৃত অভিনয়শিল্পীরাই টিকে থাকবে বহুদিন মানুষের মনে, এই কথা সবসময় বলি। ভিউ আমাকে কখনোই টানে না। আমি ভালো কাজে বিশ্বাসী। অভিনন্দন ইন্তেখাব দিনার। আপনি আমাদের গর্ব। আপনাকে স্যালুট। আপনার জন্য ভালোবাসা, শুভ কামনা।’
খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’-এ মেজর লুৎফুরের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। খিজির হায়াত খান বলেন, “বাংলাদেশের একজন ভিউবিহীন অভিনেতা যে কিনা ক্যামেরার সামনে সততার সঙ্গে দাঁড়ালে আলো ঝরে। আপনার জন্য আমরা গর্বিত ইন্তেখাব দিনার ভাই। ‘ওরা ৭ জন’ সিনেমায় আপনার সঙ্গে কাজ করা ছিলো আনন্দের। বেঁচে থাকলে আবার হবে।”
রায়হান রাফীর পরিচালনায় মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্পে অনুপ্রাণিত সিনেমা ‘দামাল’-এ দেখা যাবে ইন্তেখাব দিনারকে। রায়হান রাফী বলেন, ‘ইন্তেখাব দিনার ভাই, আমি আপনাকে ভালোবাসি।’
সংগীতশিল্পী আরমীন মুসা লিখেছেন, “এমন সময় আমি ‘ঊনলৌকিক’ দেখেছি যখন আমার কোনো কাজ ছিলো না। সংগীত জীবনের ইতি টেনে অন্য কিছু করার প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম তখন। আমার জীবনে টিভিতে দেখা সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় ছিলো সেটি। আপনি নিজের পুরস্কার উৎসর্গ করলেন আমাদের মতো মানুষদের, যারা আইসিইউতে চলে যাওয়ার পরও ফিরে আসার যারপরনাই চেষ্টা করছে। এমনকি যখন অনুভব করছি আমাদের কেউই চায় না। আপনি আছেন, এজন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ।”
সংগীতশিল্পী আহমেদ রাজীবের মন্তব্য, ‘গান তো ভালা না, ভিউজ লইয়াই থাইকো! শুধু শিল্প নয়; শিল্পী, প্রযোজক থেকে সাংবাদিক সবাই বন্দি ভিউজের নোংরা জেলখানায়। এই অসুস্থতা থেকে মুক্তি আবশ্যক!’
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস