Connect with us

বলিউড

টানা ১৫ রাত ঘুমাননি মানুষি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

মানুষি ছিল্লার

মানুষি ছিল্লার (ছবি: ইনস্টাগ্রাম)

বিশ্বসুন্দরী মানুষি ছিল্লারের জন্য ২০২২ সাল বেশ ঘটনাবহুল। বছরের শুরুতে মুক্তি পেয়েছে বলিউডে তার প্রথম সিনেমা ‘সম্রাট পৃথ্বিরাজ’। এবার ভূ-রাজনৈতিক ধর্মী ‘তেহরান’ সিনেমার কাজ শেষ করলেন তিনি। এতে তার বিপরীতে আছেন জন আব্রাহাম। তারা টানা ১৫ দিন রাতে শুটিং করেছেন।

কয়েক মাস আগে ‘তেহরান’ সিনেমার শুটিং শুরু হয়। স্কটল্যান্ডের গ্লাসগো এবং ভারতের মুম্বাই ও দিল্লিতে এর কাজ করেছেন মানুষি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তৃতীয় ধাপের শুটিং শুরু হয়েছিলো। দিল্লির অলিগলিতে কাজ করতে টানা ১৫ রাত জেগেছিলেন তিনি।

মানুষি ছিল্লার

মানুষি ছিল্লার (ছবি: ইনস্টাগ্রাম)

শুটিংয়ের বিচিত্র অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মানুষি বলেন, “আমি প্রতিটি সিনেমায় কাজের সময় শেখার মধ্য দিয়ে অভিজ্ঞ হওয়ার সুযোগ পেতে চাই। নিজেকে প্রতিনিয়ত দক্ষ ও নির্ভরযোগ্য অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে চাই যেন আমার নৈপুণ্য দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। ‘তেহরান’ এমনই একটি সিনেমা।”

মানুষি ছিল্লার

মানুষি ছিল্লার (ছবি: ইনস্টাগ্রাম)

২৫ বছর বয়সী এই অভিনেত্রী উল্লেখ করেন, ‘সিনেমাটির শুটিংয়ে আমার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে। প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখেছি। শেষ ধাপের শুটিংয়ে কেবল রাতে কাজ করেছি। তাই হয়তো ১৫ রাত নিদ্রাহীন কেটেছে আমার। তবে একজন শিল্পী হিসেবে তৃপ্তি পেয়েছি, কারণ অভিনয় শিল্পকে ভিন্নভাবে বুঝতে পেরেছি। প্রাথমিকভাবে ব্যাপারটা খুবই রোমাঞ্চকর। ক্যারিয়ারে এবারই প্রথম এতো রাত শুটিংয়ে কেটেছে আমার এবং আমি প্রতি রাতেই কাজটা উপভোগ করেছি।’

মানুষি ছিল্লার

জন আব্রাহামের সঙ্গে মানুষি ছিল্লার (ছবি: ইনস্টাগ্রাম)

‘তেহরান’ সিনেমায় কাজের সুযোগ দেওয়ায় পরিচালক অরুণ গোপালান ও প্রযোজক দিনেশ বিজনকে ধন্যবাদ জানিয়েছেন মানুষি। তার কথায়, ‘আমার তেহরান যাত্রায় তাদের সহযোগী ও পরামর্শদাতা হিসেবে পেয়ে আমি আনন্দিত। জনের মতো সহশিল্পী পাওয়া সুখকর ব্যাপার। তিনি পুরোদস্তুর পেশাদার ও বিনয়ী একজন মানুষ। তার সঙ্গে কাজ করে ও শিখতে পেরে আমি আনন্দিত।’

মানুষি ছিল্লার

মানুষি ছিল্লার (ছবি: ইনস্টাগ্রাম)

সত্যি ঘটনা অবলম্বনে সাজানো হয়েছে অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমাটির চিত্রনাট্য। এর মাধ্যমে বিজ্ঞাপন নির্মাতা অরুণ গোপালান বড় পর্দার জন্য প্রথমবার কাজ করলেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ