বলিউড
আমার কিংবা বাবার অঢেল টাকা-পয়সা নেই: জানবী
বলিউডে কয়েক বছর আগে স্বজনপ্রীতি নিয়ে আলোচনা-সমালোচনা জন্ম নেয়। এখনো এটি আলোচ্য বিষয় হিসেবে ঘুরেফিরে আসে।
ধারণা করা হয়, বি-টাউনে তারকাদের সন্তানেরা বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। মা-বাবার টাকা প্রযোজকদের দিয়ে তারা সিনেমা হাতে নেন, এমন অনেক দাবিও রয়েছে।
তারকার সন্তানদের মধ্যে জানভি কাপুরের নামও উচ্চারিত হয়। ক্যারিয়ারের শুরুতে বড় বাজেটের সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
প্রয়াত শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে হওয়ার সুবাদে করণ জোহরের মতো নামজাদা প্রযোজকের হাত ধরে অভিষেক হয়েছে জানভির। এটা তিনি মানছেন। তবে তার দাবি, প্রতিভা আছে বলেই অভিষেকের পরের পথটা পাড়ি দিতে পারছেন এবং এখন তার হাতে বেশ কয়েকটি কাজ আছে।
খোলামেলা এক সাক্ষাৎকারে জানভি স্বীকার করেছেন, মা-বাবার ফিল্মি ব্যাকগ্রাউন্ডের সুবাদে হয়তো শুরুর দিকে দুই-একটি সিনেমায় কাজ করতে পেরেছেন। তবে এখন তার প্রতিভার ওপর নির্মাতাদের বিশ্বাস জন্মেছে বলেই নতুন নতুন কাজ আসছে।
জানভি বলেন, “এখন যে ধরনের সুযোগ পাচ্ছি, তার ভিত্তিতে আমি নিজেই বিষয়টি বিশ্লেষণ করে দেখেছি। আমার প্রথম সিনেমা ‘ধাড়াক’-এ সম্ভবত শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে হওয়ায় আমাকে নিয়ে কৌতূহল ছিলো। হয়তো সেই কৌতূহল আমার দ্বিতীয় সিনেমা (গোস্ট স্টোরিস) পর্যন্ত সুবিধা দিয়েছে। কিন্তু তারপরের কাজগুলো (গুনজন সাক্সেনা: দ্য কারগিল গার্ল, রুহি) তাহলে কীভাবে করলাম? সবাই আমাকে যা দেখার দেখেছে। তাহলে কি আর তারকার সন্তান হিসেবে আমার প্রতি কোনো কৌতূহল থাকার সম্ভাবনা রইলো?”
২৫ বছর বয়সী এই তারকা যোগ করেন, ‘এখন আমি যদি কোনো কাজ পাই, তাহলে অবশ্যই যোগ্যতার ভিত্তিতে নির্মাতারা আমাকে দিচ্ছেন। কারণ তারা জানেন, আমাকে দিয়ে কী কাজ হতে পারে। ব্যাপারটা এমন নয় যে, আমাকে সিনেমায় নেওয়ার জন্য প্রযোজকদের টাকা দিচ্ছি। আমি তেমন ধনী নই, আর আমার বাবার অতো টাকা নেই। নির্মাতারা অবশ্যই আমার ব্যাপারে কোনো না কোনো ইতিবাচক ধারণা রাখেন। কেউই এতো উদার মনের নন যে, তারা তারকাদের সন্তানকে সিনেমায় কাজ দিয়ে নিজেদের টাকা-পয়সা জলে ভাসিয়ে দেবে।’
জানভি কাপুরের নতুন সিনেমা ‘মিলি’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। এটি প্রযোজনা করেছেন তার বাবা। এবারই প্রথম বাবার প্রযোজনায় কাজ করলেন তিনি। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ২০১৯ সালে মুক্তি পাওয়া মালায়লাম সিনেমা ‘হেলেন’-এর হিন্দি রিমেক এটি। এর সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান।
গত ২৯ জুলাই ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হয়েছে আনন্দ এল. রাই প্রযোজিত ও সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত থ্রিলার ধাঁচের সিনেমা ‘গুড লাক জেরি’। এতে জেরি চরিত্রে দেখা গেছে জানভি কাপুরকে। এটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’র হিন্দি রিমেক।
জানভি কাপুরের হাতে এখন আরও আছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ (রাজকুমার রাও) এবং ‘বাওয়াল’ (বরুণ ধাওয়ান)। এবারের দিওয়ালি কাজ করেই কাটছে তার। ‘মিলি’র প্রচারণা করছেন, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র জন্য ক্রিকেট অনুশীলনে ঘাম ঝরাবেন। এছাড়া অন্য শুটিং তো আছেই।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস