ঢালিউড
‘দামাল’ ২২ প্রেক্ষাগৃহে, দর্শকরা দেখবে দলেবলে
‘দামাল’ কলাকুশলীরা ছুটছেন তো ছুটছেন! অভিনব কিছু প্রচারণার নজির সৃষ্টি করেছেন তারা। বহুল প্রতীক্ষিত এই সিনেমা মুক্তি পাচ্ছে আজ (২৮ অক্টোবর)। সবাইকে এটি দলেবলে দেখার আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক রায়হান রাফী ও তার কলাকুশলীরা। ইতোমধ্যে এর প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় ‘দামাল’ আজ থেকে উপভোগ করা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সনি স্কয়ার (মিরপুর), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), এসকেএস টাওয়ার (মহাখালী), সামরিক জাদুঘর (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা, শ্যামলী, সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টনমেন্ট), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), নারায়ণগঞ্জের সিনেস্কোপ, যশোরের মণিহার, সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, চট্টগ্রামের সিলভার স্ক্রিন এবং সুগন্ধা, ময়মনসিংহের ছায়াবাণী, রংপুরের শাপলা, খুলনার শঙ্খ এবং লিবার্টি, বগুড়ার মম-ইন, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা ফুটবল দলের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘দামাল’ সিনেমার চিত্রনাট্য। তাই প্রচারণার জন্য প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে সিনেমাটির সহযোগী টিভি চ্যানেল টি-স্পোর্টস ও ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। কয়েকদিন আগে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘দামাল’ সিনেমার অভিনয়শিল্পী এবং ছোট ও বড় পর্দার তারকারা প্রীতি ম্যাচে পেশাদার খেলোয়াড়দের সঙ্গে ফুটবল খেলেছেন।
গত ১০ অক্টোবর ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটির একটি রেস্তোরাঁয় ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হয় ‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলন ও পোস্টার উন্মোচন। এখানে কৃত্রিম ঘাস ও ছোট গোলবারে ফুটবল নিয়ে মেতে ওঠেন সংশ্লিষ্টরা। এছাড়া ফুটবল নিয়ে হুটহাট যেখানে সেখানে সদলবলে ঢুকে চমকে দিয়েছে ‘দামাল’ টিম। কখনো টিভি টক শোর মাঝখানে, কখনোবা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কিংবা শপিং কমপ্লেক্সের সামনে তারা স্লোগানে মুখর হয়েছেন। স্টার সিনেপ্লেক্সের ১৮ বছর পূর্তির কেক কাটার আয়োজনেও দেখা গেছে তাদের।
‘দামাল’ সিনেমার ফুটবল দলের অধিনায়ক মুন্না চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ‘পরাণ’ ও ‘হাওয়া’র পর চলতি বছর এটি তার তৃতীয় সিনেমা। আগের দুটির মতো এবারও বড়সড় সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
গল্পে স্ট্রাইকার দুর্জয়ের ভূমিকায় আছেন সিয়াম আহমেদ। চলতি বছর এটি তার চতুর্থ সিনেমা। এর আগে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘শান’, ‘পাপ পুণ্য’ এবং ‘অপারেশন সুন্দরবন’।
শরিফুল রাজ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছেন ‘পরাণ’ সিনেমায়। আর সিয়াম বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন রায়হান রাফীর পরিচালনায় ‘পোড়ামন ২’ সিনেমায়। এরপর ‘দহন’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেন। তবে শরিফুল রাজ ও সিয়াম এবারই প্রথম একসঙ্গে অভিনয় করলেন।
‘পরাণ’-এর পর ‘দামাল’ সিনেমায় শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম আবার জুটি বেঁধেছেন। এতে আরো অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, সাঈদ বাবু, নাসির উদ্দিন খান, আহসান হাবিব নাসিম, সামিয়া অথৈ, পূজা আনিয়েস ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েস চৌধুরী, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিবা বাশার, ফরহাদ লিমন, টাইগার রবি, আজম খান, দাউদ নূর, ইন্দ্রানী ঘাতক, বৈদ্যনাথ সাহা, কামরুজ্জামান তপু, শেখ মাহবুবুর রহমান, হামিদুর রহমান ও সৈয়দ নাজমুস সাকিব।
‘দামাল’ গল্পটি লিখেছেন ফরিদুর রেজা সাগর। নিজের প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তিনিই সিনেমাটি প্রযোজনা করেছেন। রায়হান রাফীর সঙ্গে মিলে চিত্রনাট্য তৈরি করেছেন নাজিম উদ্দৌলা।
সিনেমাটিতে রয়েছে ‘ঘুরঘুর পোকা’, ‘আমি দুর্জয়’ ও ‘মন পোষ মানে না’ শিরোনামের তিনটি গান। এগুলো গেয়েছেন মমতাজ বেগম, প্রীতম হাসান, দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুল। শব্দ প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন রিপন নাথ। চিত্রগ্রহণে সুমন সরকার। সম্পাদনায় সামির আহমেদ। এছাড়া প্রচারণার অংশ হিসেবে সাজানো ‘দামাল দামাল’ শিরোনামের একটি গান গেয়েছেন সাকিব চৌধুরী ও ঐশী। সবক’টি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত পরিচালনায় আরাফাত মহসিন নিধি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস