Connect with us

বিশ্বসংগীত

র‌্যাপার টেকঅফকে গুলি করে হত্যা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

টেকঅফ

টেকঅফ (ছবি: টুইটার)

আমেরিকান র‌্যাপ দল মিগোসের বিখ্যাত সংগীতশিল্পী টেকঅফ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে একটি পার্টিতে ২৮ বছর বয়সী এই তারকাকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। তাঁর মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় শোকের বন্যা বইছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে (১ নভেম্বর) হিউস্টন পুলিশ বিভাগের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর গায়ের রঙ কালো এবং বয়স আনুমানিক ২০-৩০ বছর। লোকটির মাথায় বা ঘাড়ে গুলি লেগেছে। হ্যারিস কাউন্টি ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্সেসের প্রতিবেদন না পাওয়া এবং পরিবার শনাক্ত না করা পর্যন্ত নিহতের নাম প্রকাশ করবে না পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

টেকঅফ

টেকঅফ (ছবি: টুইটার)

হিউস্টন পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, পার্টিতে আরও দুইজন গুলিতে আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, পার্টিতে পাশা খেলছিলেন টেকঅফ। পাশা খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁর ওপর গুলি চালানো হয়। পার্টিতে ৪০-৫০ জন ছিলেন। তাদের মধ্যে কে গুলি চালিয়েছে নিরাপত্তাকর্মীরা দেখেনি।

টেকঅফ

টেকঅফ (ছবি: টুইটার)

টেকঅফের প্রকৃত নাম কার্শনিক খারি বল। তাঁর একজন প্রতিনিধি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) নিহতের খবর নিশ্চিত করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র ও একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে টেকঅফের নিহত হওয়ার খবর প্রকাশ করেছে আমেরিকান ওয়েবসাইট টিএমজি, ভ্যারাইটি ও হলিউড রিপোর্টার।

মিগোস

(বাঁ থেকে) অফসেট, কোয়াভো ও টেকঅফ (ছবি: টুইটার)

আমেরিকান সংগীত বিষয়ক ম্যাগাজিন রোলিং স্টোনের ওয়েবসাইটে বলা হয়েছে, হিউস্টনের পার্টিতে মিগোসের আরেক সদস্য কোয়াভো ছিলেন। তবে তিনি আঘাত পাননি। তার প্রকৃত নাম কোয়াভিয়াস কিয়েট মার্শাল।

মিগোস

সংগীত পরিবেশনের মুহূর্তে (বাঁ থেকে) কোয়াভো, টেকঅফ ও অফসেট (ছবি: টুইটার)

এছাড়া টেকঅফের কাজিন মিগোসের তৃতীয় সদস্য অফসেট অনুষ্ঠানে যাননি। তার প্রকৃত নাম কিয়ারি কেন্ড্রেল সিফাস।

মিগোস

(বাঁ থেকে) টেকঅফ, কোয়াভো ও অফসেট (ছবি: টুইটার)

আটলান্টার হিপহপ ত্রয়ী দলটির শুরুতে নাম ছিলো পোলো ক্লাব। ২০১০ সালে মিগোস হিসেবে আত্মপ্রকাশের পর জনপ্রিয়তা পেতে থাকেন তারা। ২০১৩ সালে তাদের গান ‘ভেরসাচি’ রিমিক্স করেন কানাডিয়ান র‌্যাপার ড্রেক।  তাদের গান ‘ব্যাড অ্যান্ড বুজি’, ‘মোটর স্পোর্ট’ এবং ‘ওয়াক ইট টক ইট’ ব্যাপক জনপ্রিয়। কানিয়ে ওয়েস্ট, ফ্যারেল উইলিয়ামস, ক্যালভিন হ্যারিস, নিকি মিনাজ, কার্ডি বি’র সঙ্গে গান করেছে ব্যান্ডটি।

মিগোস

গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে (বাঁ থেকে) টেকঅফ, কোয়াভো ও অফসেট এবং কার্ডি বি (ছবি: টুইটার)

অফসেটের সঙ্গে মতের অমিল হওয়ায় চলতি বছর ভেঙে যায় মিগোস। অফসেট ও কার্ডি বি একই ছাদের নিচে থাকেন। তাদের দুই সন্তান আছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ