Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

আইফেল টাওয়ারের সামনে ‘কোই মিল গ্যায়া’র এই অভিনেত্রীর বাগদান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানির বাগদান (ছবি: ইনস্টাগ্রাম)

ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানির বিয়ের গুঞ্জন হাওয়ায় ঘুরপাক খাচ্ছে কয়েকদিন ধরে। সব জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন তিনি। ব্যবসায়ী সোহেল কাঠুরিয়ার সঙ্গে বাগদান হয়েছে তার। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত পর্যটন স্পট আইফেল টাওয়ারের কাছে ছিলো এই আয়োজন।

বাগদানে তোলা কয়েকটি ছবি শেয়ার করে হানসিকা মোতওয়ানি ক্যাপশনে লিখেছেন, ‘এখন এবং চিরকাল।’

আইফেল টাওয়ারের পাশে সেন নদীর পাড়ে উন্মুক্ত সড়কে মোমবাতি ও গোলাপের পাপড়ি দিয়ে হৃদয় আকৃতি সাজান সোহেল কাঠুরিয়া। এর সঙ্গে ছিলো গোলাপ ফুল দিয়ে লেখা ‘ম্যারি মি’। রাস্তায় হাঁটু গেড়ে বসে হানসিকার দিকে আংটি বাড়িয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি।

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানির বাগদান (ছবি: ইনস্টাগ্রাম)

হানসিকার শেয়ার করা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভক্তরা তাকে অভিনন্দনে সিক্ত করেছেন। তারকাদের মধ্যে অভিনেত্রী আনুশকা শেঠি, অভিনেতা বরুণ ধাওয়ানসহ অনেকে শুভকামনা জানিয়েছেন।

তবে ‘কোই মিল গ্যায়া’র এই অভিনেত্রী বিয়ের ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানাননি।

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানির বাগদান (ছবি: ইনস্টাগ্রাম)

শোনা যাচ্ছে, আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে সুফি নাইট। ৩ নভেম্বর থাকছে সংগীত। সবশেষে ৪ নভেম্বর সকালে গায়ে হলুদ এবং সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ভারতের জয়পুরে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে মালাবদল করবেন হানসিকা ও সোহেল। পোলো ম্যাচ খেলারও পরিকল্পনা আছে তাদের।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন হানসিকা মোতওয়ানি। ‘শাকা লাকা বুম বুম’, ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’, ‘কিউকি সাস ভি কাভি বহু থি, ‘শোন পরী’ টিভি সিরিজে নজর কাড়েন তিনি।

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানির বাগদান (ছবি: ইনস্টাগ্রাম)

হৃতিক রোশনের ‘কোই মিল গ্যায়া’ (২০০৩) সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন হানসিকা মোতওয়ানি। এছাড়া টাবু অভিনীত ‘হাওয়া’ (২০০৩), ‘জাগো’ (২০০৪), ‘হাম কৌন হ্যায়’ (২০০৪) এবং ‘আবরা কা ডাবরা’ (২০০৪)।

হিন্দি ও কন্নড় সিনেমার চেয়ে তেলুগু, তামিল ও মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি কাজ করেছেন হানসিকা মোতওয়ানি। ১৫ বছর বয়সে তেলুগু সিনেমা ‘দেসামুদুরু’র (২০০৭) মাধ্যমে নায়িকা হয়ে বড় পর্দায় আসেন তিনি। এর সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (দক্ষিণ) সেরা নবাগতা পুরস্কার ওঠে তার হাতে।

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানির বাগদান (ছবি: ইনস্টাগ্রাম)

অভিনেতা হিসেবে হিমেশ রেশামিয়ার প্রথম হিন্দি সিনেমা ‘আপ কা সুরুর’-এ (২০০৭) নায়িকা ছিলেন হানসিকা মোতওয়ানি। তিনি এর আগে সব হিন্দি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। হিমেশের বিপরীতে দর্শকদের নজর কাড়েন তিনি।

২০০৮ সালে মুক্তি পায় হানসিকার সবশেষ হিন্দি সিনেমা ‘মানি হ্যায় তো হানি হ্যায়’। তার ৫০তম সিনেমা ‘মহা’ মুক্তি পেয়েছে গত জুলাইয়ে। তিনি এখন দক্ষিণী কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত।

সিনেমাওয়ালা প্রচ্ছদ