ঢালিউড
প্রথমবার বাবার পরিচালনায় ভাবনা

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
ক্যারিয়ারের চতুর্থ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এর নাম ‘যাপিত জীবন’। সরকারি অনুদানে এটি পরিচালনা ও সহ-প্রযোজনা করবেন তার বাবা হাবিবুল ইসলাম হাবিব। এবারই প্রথম বাবার সঙ্গে কাজ করবেন তিনি।
‘যাপিত জীবন’ লিখেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আগামী ২২ নভেম্বর এর শুটিং শুরু হবে। এতে ভাবনার পাশাপাশি অভিনয় করবেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
ভাবনার হাতে এখন আছে ফেরদৌসের সঙ্গে ‘দামপাড়া’ নামের একটি সিনেমা। একাত্তরে চট্টগ্রামের দামপাড়ায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে এসপি শামসুল হকসহ পুলিশ কর্মকর্তাদের বীরত্ব ও আত্মত্যাগের গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। নাট্যকার ও গবেষক আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে চলচ্চিত্রটি নির্মাণ করছেন শুদ্ধমান চৈতন।

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
অনিমেষ আইচের পরিচালনায় ‘ভয়ঙ্কর সুন্দর’ ছিলো ভাবনার প্রথম সিনেমা। এরপর নূরুল আলম আতিকের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘লাল মোরগের ঝুটি’তে অভিনয় করেন তিনি।

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
কয়েকদিন আগে প্রথমবার মঞ্চে অভিনয় করেছেন ভাবনা। এটি সৈয়দ জামিল আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠান স্পর্ধার ‘আমি বীরাঙ্গনা বলছি’। এজন্য তার নির্দেশনায় চারটি ওয়ার্কশপে অংশ নিয়েছেন তিনি। এজন্য গত আড়াই মাস কোনো কাজ হাতে নেননি তিনি।

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে ভাবনার ‘অবসর’ শিরোনামের চিত্রকর্ম। বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে ৫০ জন শিল্পী নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পাচ্ছেন এতে। আগামী ১২ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত থাকছে এই আয়োজন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস