Connect with us

বলিউড

বলিউডের সেক্স কমেডি ‘খুব অবমাননাকর ও আপত্তিকর’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে (ছবি: ইনস্টাগ্রাম)

ডার্ক-কমেডি থেকে ক্রাইম-থ্রিলার, বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে নিজেকে বিভিন্ন ঘরানার সিনেমায় মেলে ধরতে কখনো কুণ্ঠাবোধ করেননি। এরমধ্যে একটি নির্দিষ্ট ঘরানা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সেটি হলো সেক্স কমেডি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেক্স কমেডি নিয়ে নিজের মনের কথা জানানোর সময় বলিউডে নিজের অভিনীত এই ঘরানার কাজের ব্যাপারে কথা বলেন রাধিকা। বড় বাজেটের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে এই বিষয়টি সামনে আনেন তিনি।

রাধিকা পেছনে ফিরে তাকিয়ে দেখেন, ‘বদলাপুর’ (২০১৫) মুক্তির পর প্রচুর সেক্স কমেডি ঘরানার সিনেমায় কাজের প্রস্তাব এসেছিলো তার দুয়ারে। তিনি দাবি করেন, “সেক্স কমেডিতে আমার অরুচি নেই। যেমন আমার অভিনীত ‘হান্টার’কে সেক্স কমেডিও বলা যেতে পারে।”

রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে (ছবি: ইনস্টাগ্রাম)

৩৭ বছর বয়সী এই তারকা যোগ করেন, ‘আমি মনে করি, একটি সিনেমার নির্দিষ্ট একক ঘরানা থাকে না। কিন্তু অতীতে বলিউডে আমরা যে ধরনের সেক্স কমেডি দেখেছি, সেসব খুবই অবমাননাকর এবং নারীদের জন্য আপত্তিকর। আমি এ ধরনের রসিকতা পছন্দ করি না।’

বড় বাজেটের সিনেমাকে না বলার আরেকটি কারণ জানিয়ে দেরিতে প্রস্তাব দেওয়া এবং শুটিংয়ের তারিখ পরিবর্তন করা নির্মাতাদের খোঁচা দিয়েছেন ‘স্যাক্রেড গেমস’ সিরিজের এই অভিনেত্রী। এরপর আগের প্রসঙ্গে আবার ফিরে এসে তিনি বলেন, ‘নারীদের নিয়ে পুরুষদের মুখে অপ্রীতিকর রসিকতার সিনেমায় কাজের ব্যাপারে আমার আপত্তি নেই। তবে সেজন্য জুতসই গল্পে এসবের প্রয়োজনীয়তা থাকা উচিত।’

রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে (ছবি: ইনস্টাগ্রাম)

সবশেষে রাধিকা বলেন, ‘সিনেমায় রাখতে হবে বলেই যদি সেসব ভাড়ামোর সাফাই গাইতে থাকেন তাহলে আমাকে পাবেন না।’

শহিদ কাপুর অভিনীত ‘বাহ! লাইফ হো তো অ্যায়সি’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করা রাধিকা আপ্তে ওটিটি দুনিয়ায় রাজত্ব করেছেন। পর্দায় রীতিবিরুদ্ধ কিছু চরিত্রে নৈপুণ্য দেখিয়েছেন তিনি।

রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে (ছবি: ইনস্টাগ্রাম)

মঞ্চ থেকে সিনেমায় এসে তারকা খ্যাতির স্বাদ পাওয়ার পর নিজের জীবনযাপন প্রসঙ্গে কথা বলেছেন রাধিকা। তার কথায়, ‘তখনকার চেয়ে এখন আমার টাকা নিঃসন্দেহে বেশি। সেই অর্থে আমার জীবনযাপন বদলেছে। এখন আমি লোকাল ট্রেনে চড়ি না। আমার নিজের গাড়ি আছে। ব্যয়বহুল জীবনধারা বজায় রাখতে সক্ষম হচ্ছি কারণ দুটি ভিন্ন দেশে বসবাস করি আমি। তাই প্রতি মাসে বিমানে উঠি। তবে বিজনেস ক্লাসে বেশি চড়ি না। তাছাড়া দুই হাতে টাকা উড়িয়ে আনন্দ করার মতো মানুষ আমি নই। আমার পুরনো একটা গাড়ি ছিলো। সম্প্রতি এটি ভেঙে গেছে। তাই মা আমাকে আপাতত একটি গাড়ি দিচ্ছেন। আমি একটি নতুন গাড়ি কেনার চেষ্টা করছি। তবে দামি ব্র্যান্ডের কথা ভাবছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি এটিতে বিন্দু দেখতে পাচ্ছি না বা আমি প্রতি মাসে উড়ে যাই তাই আমি সত্যিই ব্যবসায়িকভাবে উড়তে পারি না। আমার জীবনযাপন অতিরঞ্জিত নয়। তাই আগের মতোই আছি।’

রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে (ছবি: ইনস্টাগ্রাম)

নিজেকে না বদলে মাটিতে পা রেখে চলার ব্যাপারে রাধিকা বলেন, ‘জানালার বাইরে তাকিয়ে চারপাশ দেখে চলতে হয়। আমরা বোম্বেতে থাকি। রাস্তাঘাট ভিখারিতে ভরা। আমরা জানি, করোনাকালে কী ঘটেছিলো। চারপাশে সব জায়গায় একই চিত্র। কেউই বলতে পারে না কখন কী ঘটবে এবং কে কোথায় থাকবে। পৃথিবীতে অনেক কিছুই ঘটছে। দেখা গেলো, একদিন মানুষ ভালো আছে তো পরদিন তাদের বাড়িসহ কিছুই নেই। আমি বলছি না যে এমনটাই ঘটবে। তবে চারপাশে চোখ-কান খোলা রেখে চলতে হবে।’

রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে (ছবি: ইনস্টাগ্রাম)

কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘বিক্রম বেদা’য় রাধিকা আপ্তের অভিনয় প্রশংসিত হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান ও হৃতিক রোশন।

এদিকে আগামী ১১ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে রাধিকা আপ্তের নতুন সিনেমা ‘মনিকা, ও মাই ডার্লিং’। বসন বালার পরিচালনায় এতে তাকে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যিনি একটি খুনের রহস্য উন্মোচনের দায়িত্ব পান। এছাড়াও অভিনয় করেছেন হুমা কুরেশি ও রাজকুমার রাও।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ