Connect with us

বিশ্বসংগীত

অভূতপূর্ব চাহিদার কারণে সুইফটের কনসার্টের টিকিট বিক্রি বাতিল

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

টেলর সুইফট

টেলর সুইফট (ছবি: টুইটার)

পপতারকা টেলর সুইফটের পরিবেশনা কনসার্টে সরাসরি দেখার সুযোগ পেতে চাই টিকিট। কিন্তু সেসব এতো দ্রুত বিক্রি হয়ে যায় যে, সাধারণ দর্শক-শ্রোতাদের বেশিরভাগই কেনার সুযোগ পায় না। তবুও চেষ্টা কে না করে! কিন্তু তার আগামী ট্যুরের টিকিট অভূতপূর্ব চাহিদার বিপরীতে অপর্যাপ্ত থাকায় বিক্রি বন্ধ রেখেছে টিকেটমাস্টার। আজ (১৮ নভেম্বর) খবরটি জানিয়েছে অনলাইন ভিত্তিক এই প্রতিষ্ঠান।

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার আগেই ২০ লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে টিকেটমাস্টার। কিন্তু তুমুল চাহিদার কারণে ওয়েবসাইট ব্যাহত হওয়ায় সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। অনেকে লটারি জিতে আগাম টিকিট কেনার সুযোগ পেলেও ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর কাছাকাছি গিয়ে ওয়েবসাইট সচল না থাকায় খালি হাতে ফিরে হতাশায় পুড়েছেন। ওয়েবসাইট স্বাভাবিক না থাকার কারণ হিসেবে সুইফটের অভাবনীয় জনপ্রিয়তা এবং বট আক্রমণকে দায়ী করেছে টিকেটমাস্টার কর্তৃপক্ষ।

টেলর সুইফট

টেলর সুইফট (ছবি: টুইটার)

জটিলতা সত্ত্বেও টিকিটমাস্টারের দাবি, ২০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। কোনো সংগীতশিল্পীর কনসার্টের এত টিকিট একদিনে বিক্রির রেকর্ড এটাই।

টিকেটমাস্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সবার পক্ষে কনসার্টের টিকিট পাওয়া সম্ভব নয়। তবে আমাদের টিকিট বিক্রির পদ্ধতির উন্নতি করতে হবে। সেদিকেই আমরা মনোযোগ রেখেছি।’

টেলর সুইফট

টেলর সুইফট (ছবি: টুইটার)

সুইফটের গান সরাসরি উপভোগের জন্য আগাম টিকিট কেনার আশায় তার ৩৫ লাখের বেশি ভক্ত টিকেটমাস্টারের ওয়েবসাইটে নিবন্ধন করে। তাদের জন্য টিকিট ছাড়া হয় গত ১৫ নভেম্বর। এছাড়া কনসার্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ক্যাপিটাল ওয়ানের ক্রেডিট কার্ডধারীদের জন্য আগাম টিকিট কেনার সুযোগ রাখা হয়।

টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘মিডনাইটস’ প্রকাশিত হয় গত অক্টোবরে। এর গানগুলো বিলবোর্ড টপচার্টের শীর্ষস্থান থেকে ১০ নম্বর পর্যন্ত জায়গা দখল করে ইতিহাস গড়ে। এমন সাফল্য উদযাপনে যুক্তরাষ্ট্রের ২০টি শহরের ৫২টি স্টেডিয়ামে কনসার্ট করবেন তিনি। আগামী বছরের মার্চে আরিজোনা থেকে শুরু হয়ে আগস্টে লস অ্যাঞ্জেলেস গিয়ে তার ‘দ্য এরাস ট্যুর’ শেষ হবে। প্রতিটি টিকিটের দাম ৪৯ ডলার থেকে ৪৪৯ ডলার। পাঁচ বছর পর এ ধরনের সংগীত সফরে বের হবেন তিনি।

টেলর সুইফট

টেলর সুইফট (ছবি: ইনস্টাগ্রাম)

টিকেটমাস্টার উল্লেখ করে, সাধারণের জন্য উন্মুক্ত করার আগে বট ঠেকাতে আগাম বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু ত্রুটিপূর্ণ প্রক্রিয়া টিকেটমাস্টারকে প্রশ্নবিদ্ধ করেছে। চলতি বছরের শুরুতে এইচবিও’র একটি অনুষ্ঠানে তাদের সমালোচনা করেন ব্রিটিশ কমেডিয়ান জন অলিভার। এছাড়া দুর্বল ব্যবস্থাপনায় ক্রেতাদের বেশি সময় অপেক্ষা করানো এবং টিকিটের চড়া দাম রাখায় টিকেটমাস্টারের সমালোচনা করেছেন মার্কিন রাজনীতিকরা।

২০১০ সালে টিকেটমাস্টার প্রতিষ্ঠানটিকে কিনে নেয় লাইভ নেশন। আমেরিকার অনেক ভেন্যু পরিচালনার পাশাপাশি সংগীতশিল্পীদের ব্যবসায়িক দিক দেখভাল করে থাকে লাইভ নেশন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ