Connect with us

ওটিটি

আসছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

দীপ্ত প্লে

নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ চালু হতে যাচ্ছে। দেশে ও দেশের বাইরে থাকা বাংলা ভাষাভাষি দর্শকদের জন্য হাজারেরও বেশি বাংলা কন্টেন্ট নিয়ে হাজির হচ্ছে এটি। আগামী ২৮ নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। দীপ্ত টিভির প্রতিষ্ঠাতা কাজী মিডিয়া লিমিটেড এই ঘোষণা দিয়েছে।

দীপ্ত টিভির অনুষ্ঠান সবশ্রেণির দর্শকের গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার যুক্ত হতে চলেছে দীপ্ত প্লে। এটি মূলত বিনোদনমূলক অনুষ্ঠান ভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম। সব বয়সী দর্শকের উপযোগী সুস্থধারার অনুষ্ঠান থাকবে এতে।

জানা গেছে, নতুন ধরনের গল্প নিয়ে সাজানো সিনেমা ও সিরিজ থাকছে দীপ্ত প্লে অরিজিনালসে। রোমাঞ্চকর ফিল্ম আর ফ্ল্যাশ ফিল্ম ছাড়াও দীর্ঘ সিরিজ নিয়ে হাজির হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্ম। এছাড়া শর্টফিল্ম এবং আনকোরা সব বিদেশি ডাবিং সিরিয়াল উপভোগ করা যাবে।

সুলতান সুলেমান

‘সুলতান সুলেমান’ সিরিজের অভিনয়শিল্পী হালিত এরগেঞ্চ ও মারিয়েম জারলি (ছবি: দীপ্ত টিভি)

আশা করা হচ্ছে, বাংলায় ডাবিং করা তুর্কি সিরিজ ‌‘সুলতান সুলেমান’ দেখা যাবে দীপ্ত প্লে’তে। এতে তুরস্কের ৬০০ বছরের অটোমান সাম্রাজ্যের অন্যতম সফল শাসক সুলতান সুলেমান চরিত্রে অভিনয় করেন হালিত এরগেঞ্চ। হুররাম সুলতান চরিত্রে দেখা গেছে মারিয়েম জারলিকে।

সুলতান সুলেমান

‘সুলতান সুলেমান’ সিরিজের অভিনয়শিল্পীরা (ছবি: দীপ্ত টিভি)

দীপ্ত প্লে’তে থাকবে দীপ্ত টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান। দীর্ঘ ধারাবাহিক থেকে শুরু করে বিভিন্ন ডাবিং সিরিয়াল যেকোনো সময় দেখা যাবে এতে। সাবস্ক্রিপশনের মাধ্যমে অনুষ্ঠানগুলো টিভির আগেই উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।

গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে। এছাড়া www.deeptoplay.com ভিজিট করে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ