ওটিটি
দুই বন্ধু হিসেবে সত্য-মিথ্যা খুঁজবেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ

তৌকীর আহমেদ ও জাহিদ হাসান (ছবি: ফেসবুক)
ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। এর নাম ‘কে’। নতুন ইংরেজি বছর জানুয়ারিতে এটি মুক্তি পাবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে। ফলে দীর্ঘ সময় পর তাদের একফ্রেমে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
গতকাল (৬ ডিসেম্বর) ঢাকায় জিপিহাউজের ইনোভেশন ল্যাবে সিরিজটি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। এছাড়া এতে অংশ নেন সিরিজটির অভিনেত্রী সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকা আমিন, পরিচালক গৌতম কৈরী, প্রযোজক শাহরিয়ার শাকিল।

সানজিদা প্রীতি, তানজিকা আমিন, শাহরিয়ার শাকিল, জাহিদ হাসান ও তৌকীর আহমেদ (ছবি: ফেসবুক)
অনুষ্ঠানে তৌকীর আহমেদ বলেন, ‘অনেকদিন পর জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করলাম। রহস্যকেন্দ্রিক গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’

‘কে’ ওয়েব সিরিজের কাটআউট পোস্টার (ছবি: ফেসবুক)
জাহিদ হাসান বলেন, ‘প্রাথমিক প্লট শোনার পর আমার কাছে গল্পটি চমৎকার মনে হয়েছে। এতে সাসপেন্স ও থ্রিল আছে। এছাড়া গৌতম খুবই গোছানো ও আন্তরিক পরিচালক। আমার বিশ্বাস, এটি সবশ্রেণির দর্শকের খুবই ভালো লাগবে।’

তানজিকা আমিন ও তৌকীর আহমেদ (ছবি: ফেসবুক)
‘কে’র গল্প পেশায় লেখক এমন দুই বন্ধুকে ঘিরে। জীবনে জটিলতার মুখোমুখি হতে হতে তারা দেখতে পায়, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য খুঁজে বের করা খুব কঠিন। ওয়েব সিরিজটিতে একটি খুনের রহস্য গল্প তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হবে প্রতারণা, মিথ্যা ও হ্যালুসিনেশন। সেই সঙ্গে খুঁজে বের করা হবে, ‘কে সত্য বলছে আর কে মিথ্যা!’

তৌকীর আহমেদ, গৌতম কৈরী ও জাহিদ হাসান (ছবি: ফেসবুক)
পরিচালক গৌতম কৈরী উল্লেখ করেন, ‘দুই দিকপাল অভিনেতাকে একফ্রেমে আনতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। পারিবারিক আবহে একটি খুনের রহস্য গল্প নিয়ে আমার প্রথম ওয়েব সিরিজ সাজিয়েছি।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস