শুভেচ্ছা
‘বিশ্বকাপ ফুটবল অর্ধেক বেঁচে থাকলো’
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দলটির সমর্থকরা এজন্য বেজায় খুশি। সাধারণ মানুষের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ-অনুভূতি প্রকাশ করেছেন।
বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সবচেয়ে বেশি সমর্থক। গতকাল আরেক কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছেন ব্রাজিল। তবে টিকে থাকলো আর্জেন্টিনা। এজন্য অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘অনেক কষ্টের বিজয় রে ভাই। বিশ্বকাপ ফুটবল অর্ধেক বেঁচে থাকলো।’
আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে জয়ের আনন্দ শেয়ার করেছেন অভিনেত্রী-সংগীতশিল্পীরা। অভিনেত্রী নাদিয়া আহমেদ তাদেরই একজন। তার কথায়, ‘শেষ হাসি আর্জেন্টিনার। মেসি বিশ্বকাপ জয়ে আরেক ধাপ এগিয়ে গেলো।’
অভিনেতা তৌসিফ মাহবুবের কথায়, ‘শান্তি লাগছে।’
কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া লিখেছেন, ‘ইয়েস, জিত্তা গেছি! হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিলো!’
আর্জেন্টিনার জার্সি পরে ফেসবুক রিল শেয়ার করেছেন অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী।
অভিনেত্রী রাশিয়াত রশিদ মিথিলা এবং সংগীতশিল্পী ইমরান মাহমুদুল জনপ্রিয় স্লোগান ‘ভামোস (লেট’স গো) আর্জেন্টিনা’ লিখে জয় উদযাপন করেছেন। ইমরান মাহমুদুলের সঙ্গে তোলা সেলফি শেয়ার করেছেন চিত্রগ্রাহক ও ভিডিও নির্মাতা চন্দন রায় চৌধুরী।
চিত্রনায়ক জায়েদ খান পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করে বলেন, ‘অবশেষে আর্জেন্টিনা।’
সংগীতশিল্পী মিজান মাহমুদ রাজিব ও অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন। অভিনেতা শতাব্দী ওয়াদুদও অভিনন্দন জানিয়ে যোগ করেছেন, ‘সেমিফাইনাল নিশ্চিত হলো। লিও মেসি, বিশ্বকাপ জয়ের জন্য এগিয়ে যাও!’
টাইব্রেকারে ডাচদের দুটি পেনাল্টি শট ঠেকিয়ে দেওয়ায় আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ভূয়সী প্রশংসা করছেন সবাই। তার একটি ছবি শেয়ার করে চিত্রনায়ক নিরব হোসেনের মন্তব্য, ‘আর্জেন্টিনার নায়ক।’
লিওনেল মেসিকে বুকে জড়িয়ে নেওয়া এমিলিয়ানো মার্টিনেজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের অনুভূতি, ‘মাথা থেকে যায় না এই মুহূর্তটা!’
একই ছবি শেয়ার করে উপস্থাপক-মডেল শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘কত শান্তি!’ আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘এগিয়ে যাও আর্জেন্টিনা। ভালোবাসি মেসিকে। ভালোবাসি মার্টিনেজকে।’
মলিনাকে দৃষ্টিনন্দন পাস দিয়ে গোল করানো ও পেনাল্টি থেকে গোল করার পর মেসির নাম লিখে হৃদয় আকৃতির ইমোজি দিয়েছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন।
রেফারি ১৮টি হলুদ কার্ড দেখানোর কারণে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। নাট্যকার মাসুম রেজা খোঁচা দিয়েছেন এভাবে, ‘এক খেলায় এতোবার ব্রাজিলকে স্মরণ করালো কেন রেফারি! অভিনন্দন আর্জেন্টিনা।’
প্রথমে ২ গোল করে আলবিসেলেস্তেরা এগিয়ে থাকলেও নেদারল্যান্ডস শেষ কয়েক মিনিটে সমতা ফেরায়। এরপর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও নিষ্পত্তি হয়নি। তখনকার উত্তেজনায় অনেকের পক্ষে নিজেকে সামাল দেওয়া ছিলো কঠিন। এজন্য তারা ঘুমিয়ে পড়েছিলেন! চিত্রনায়িকা নূতন যেমন বলেছেন, ‘কাল রাতে পেনাল্টি দেখার মতো সাহস বা মানসিক শক্তি কোনোটাই আমার ছিলো না। তবে বিশ্বাস ছিলো সকালটা আমার জন্য ভালো সংবাদ বহন করবে। করেছেও। আর্জেন্টিনা বিশ্বকাপ পাবে, অন্তত মেসির জন্য পাওয়া উচিত। ভালোবাসা আর্জেন্টিনার প্রতি।’
কেয়া পায়েল
অভিনেত্রী কেয়া পায়েলের চোখে, ‘কী দারুণ ম্যাচ আর্জেন্টিনা।’
সংগীত পরিচালক আরমান খানের দৃষ্টিতে, ‘ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ দেখলো বিশ্ব। অভিনন্দন আর্জেন্টিনা।’
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস