টালিউড
অমিতাভ-শাহরুখের সঙ্গে একমঞ্চে চঞ্চল
কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। তখন মঞ্চে ছিলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও বলিউড সুপারস্টার শাহরুখ খান। এছাড়া দেখা গেছে অমিতাভ-পত্নী জয়া বচ্চন এবং বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে। তারা মঞ্চে প্রথম সারিতে বসেছিলেন।
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসব উদ্বোধনের আগে আমন্ত্রিতদের সম্মান জানানো হয়। অমিতাভ-জয়ার সামনেই চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেন ও ক্রেস্ট প্রদান করেন টালিগঞ্জের অভিনেতা আবির চট্টোপাধ্যায়। শাহরুখকে উত্তরীয় পরিয়ে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। অমিতাভকে উত্তরীয় পরিয়ে দেন অভিনেতা দেব। রানিকে উত্তরীয় পরিয়ে দিয়েছেন প্রসেনজিৎ।
প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। তখন তার দুই পাশে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, নির্মাতা মহেশ ভাট, কণ্ঠশিল্পী কুমার শানু, জয়া বচ্চন, শাহরুখ, রানি, চঞ্চল, সৌরভ গাঙ্গুলী ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র।
মঞ্চে আরও ছিলেন অরিজিৎ সিং, টালিগঞ্জের তারকা সোহম চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, শতাব্দী রায়, কৌশিক গাঙ্গুলী, অরিন্দম শীল, পণ্ডিত অজয় চক্রবর্তী, বাবুল সুপ্রিয়সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের গভর্নর সি. ভি. আনন্দ বোস, কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারপারসন রাজ চক্রবর্তী। শুরুতে সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী জুন মালিয়া ও অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।
উদ্বোধনী আয়োজন শেষে শাহরুখের সঙ্গে সেলফি তুলেছেন চঞ্চল চৌধুরী। এছাড়া সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং অরিজিৎ সিংয়ের সঙ্গে নিজেকে মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেছেন তিনি।
‘বিশ্ব মেলে ছবির মেলায়’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে এবারের কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এর আয়োজন করেছে। তাদের আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন চঞ্চল।
অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে তার ও জয়া বচ্চন অভিনীত ‘অভিমান’ (১৯৭৩)।
এবারের আসরে বাংলাদেশের তিনটি সিনেমা রয়েছে। এরমধ্যে একটি চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’। আজ (১৬ ডিসেম্বর) কলকাতাসহ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমনের সিনেমাটি।
২৮তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের অন্য দুটি সিনেমা হলো মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’। এছাড়া জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিচালক তানভীর মোকাম্মেল।
সপ্তাহব্যাপী কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সমাপনী অনুষ্ঠান হবে রবীন্দ্র সদনে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস