ওয়ার্ল্ড সিনেমা
অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ২১ বছর পর ভারত, প্রথমবার পাকিস্তান
৯৫তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলো ভারত ও পাকিস্তান। সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’-এর মাধ্যমে প্রথমবার কোনো পাকিস্তানি সিনেমা অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে। ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের আঁ সাঁর্তে রিগায় জুরি প্রাইজ জিতেছে ‘জয়ল্যান্ড’।
অন্যদিকে ভারতের গুজরাটি ভাষায় নির্মিত পান নালিনের ‘লাস্ট ফিল্ম শো’ রয়েছে এবারের অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখার সংক্ষিপ্ত তালিকায়। ২০২১ সালের জুনে ২০তম ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে এর প্রিমিয়ার হয়। সবশেষ ২০০১ সালে আমির খানের ‘লগান’-এর সুবাদে অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলো ভারত।
‘লাস্ট ফিল্ম শো’র গল্প প্রত্যন্ত গ্রামের ৯ বছর বয়সী এক বালকে ঘিরে। সিনেমা হলে সিনেমা দেখে সময় কাটে তার। একপর্যায়ে ফিল্মমেকার হওয়ার স্বপ্ন বাসা বাঁধে তার মনে। গত অক্টোবরে সিনেমা হলে মুক্তির পর নেটফ্লিক্সে এসেছে এটি।
৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে আঁ সাঁর্তে রিগা শাখায় জুরি প্রাইজ জিতেছে সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’। কানে পাকিস্তানের প্রথম অফিসিয়াল সিলেকশনের ঘটনা এটাই।
অস্কারের ৯৫তম আসরের সংক্ষিপ্ত তালিকায় ভারতের আরেক সিনেমা আছে। তবে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখায় নয়। সেরা মৌলিক গান শাখায় রয়েছে এসএস রাজামৌলির ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’। এর আগে গোল্ডেন গ্লোব ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গান শাখায় মনোনীত হয়েছে গানটি।
অস্কারের প্রামাণ্যচিত্র শাখার সংক্ষিপ্ত তালিকায় ১৫টির মধ্যে আছে ভারতের ‘অল দ্যাট ব্রিদস’। গত জানুয়ারিতে সানড্যান্স ফিল্ম ফেস্ট্যিভালে ওয়ার্ল্ড সিনেমা ডকুমেন্টারি কম্পিটিশনে গ্র্যান্ড জুরি প্রাইজ জেতে এটি। পরিবেশের সুরক্ষার বক্তব্যধর্মী প্রামাণ্যচিত্রটি ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালের স্পেশাল স্ক্রিনিং শাখায় দেখানো হয়। কানে সেরা প্রামাণ্যচিত্র হিসেবে গোল্ডেন আই পুরস্কার পায় এটি।
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র শাখায় রয়েছে ভারতের তামিল ভাষায় নির্মিত ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’। কার্তিকি গঞ্জালভেস পরিচালিত এই প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয়েছে দুটি হাতি ও তাদের কেয়ারটেকারের অটুট বন্ধন। এটি প্রযোজনা করেছেন অস্কারজয়ী গুনিত মঙ্গা।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমার সংক্ষিপ্ত তালিকা
* অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)
* আর্জেন্টিনা, নাইনটিন এইটি ফাইভ (আর্জেন্টিনা)
* ইও (পোল্যান্ড)
* কায়রো কন্সপিরেসি (সুইডেন)
* কোরসাজ (অস্ট্রিয়া)
* ক্লোজ (বেলজিয়াম)
* জয়ল্যান্ড (পাকিস্তান)
* বার্ডো, ফলস ক্রনিকল অব অ্যা হ্যান্ডফুল অব ট্রুথস (মেক্সিকো)
* ডিসিশন টু লিভ (দক্ষিণ কোরিয়া)
* দ্য কোয়ায়েট গার্ল (আয়ারল্যান্ড)
* দ্য ব্লু কাফতান (মরক্কো)
* রিটার্ন টু সিউল (কম্বোডিয়া)
* লাস্ট ফিল্ম শো (ভারত)
* সেন্ট ওমের (ফ্রান্স)
* হলি স্পাইডার (ডেনমার্ক)
মৌলিক গান শাখার সংক্ষিপ্ত তালিকা
টাইম (আমস্টারডাম)
নাথিং ইজ লস্ট-ইউ গিভ মি স্ট্রেংথ (অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার)
লিফট মি আপ (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার)
দিস ইজ অ্যা লাইফ (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
চাও পাপা (গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও)
টিল ইউ আর হোম (অ্যা ম্যান কল্ড ওটো)
নাটু নাটু (আরআরআর)
মাই মাইন্ড অ্যান্ড মি (সেলেনা গোমেজ: মাই মাইন্ড অ্যান্ড মি)
গুড আফটারনুন (স্পিরিটেড)
অ্যাপ্লজ (টেল ইট লাইক অ্যা ওম্যান)
স্ট্যান্ড আপ (টিল)
হোল্ড মাই হ্যান্ড (টপ গান: ম্যাভেরিক)
ডাস্ট অ্যান্ড অ্যাশ (দ্য ভয়েস অব ডাস্ট অ্যান্ড অ্যাশ)
ক্যারোলাইনা (হোয়্যার দ্য ক্রড্যাডস সিং)
নিউ বডি রাম্বা (হোয়াইট নয়েজ)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস