Connect with us

টেলিভিশন

বছরের শেষ দিনে নায়িকারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শেষ হয়ে এলো আরেকটি বছর। ২০২২ সালকে বিদায় জানিয়েছেন তারকারা। আজ (৩১ ডিসেম্বর) দিনভর সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে ও নিজেদের অনুভূতি লিখেছেন তারা।

বিদ্যা সিনহা মিম (ছবি: ফেসবুক)

অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নিজের ছয়টি স্মরণীয় ঘটনার একটি করে ছবি শেয়ার করে লিখেছেন, ‘২০২২ আমার জীবনের স্মরণীয় একটি বছর। গল্পটা এই বছরকে নিয়েই। গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো, ইউনিসেফের শুভেচ্ছাদূত হলাম, বছরের সেরা ব্লকবাস্টার হিট ফিল্ম হলো আমার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি,  মুক্তি পাওয়া অন্য সিনেমা ‘দামাল’-এর জন্য দর্শক ও বোদ্ধাদের এতো এতো প্রশংসা আমার বড় অর্জন, বড় প্রাপ্তি। ব্যক্তিজীবন ও কর্মজীবনে ২০২২ আমাকে দিলো সেরা সাফল্যগুলো। আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে, বাবা-মা ও ছোট বোনের কাছে, আমার সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী থেকে আমার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে। আমি ধন্যবাদ জানাই, আমার ভক্তদের যাদের সহায়তা না পেলে আজ সবার মিম হতে পারতাম না। আগামীর পথচলায় সবসময় তাদের পাশে চাই। সবশেষে আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দিয়ে সবার মনে ভালোবাসা বাড়াতে সবার কাছে দোয়া চাই।’

রুনা খান (ছবি: ফেসবুক)

অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘বাইশ, মনে এতো আনন্দ এবং এতো আঘাত একইসঙ্গে আর কেউ কখনো আনতে পারেনি আগে আমার জীবনে, তোমার মতন করে। ভুলবো না কখনো তোমাকে।’

নুসরাত ফারিয়া (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ভক্তদের কাছে জানতে চেয়েছেন এভাবে, ‘কার কী পরিকল্পনা?’

আশনা হাবিব ভাবনা (ছবি: ফেসবুক)

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ২০২২ সালের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ২০টি ছবি একসঙ্গে শেয়ার করেছেন। এরমধ্যে আছে তার নিজের আঁকা চিত্রকর্ম, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবরের স্ক্রিনশট, নিজের অভিনীত সিনেমার মহরতের ছবি ইত্যাদি।

শানারেই দেবী শানু (ছবি: ফেসবুক)

অভিনেত্রী শানারেই দেবী শানু লিখেছেন, ‘জীবন বহতা নদীর মতো। সময়ের স্রোতে ভেসে যায় মূহূর্তগুলো। প্রিয় মানুষ কখনও সরে যায় সময়ের সঙ্গে। স্মৃতিতেই শুধু থেকে যায় স্মৃতির ঘ্রাণ। তাই প্রতি মূহূর্তে প্রিয়জনেরা জীবনের সমস্ত আনন্দ, প্রাপ্তির মূহূর্তে পাশে থাকুক, সঙ্গে থাকাটাই জরুরি। এটুকুই প্রত্যাশা নতুন আগামী সময়ের কাছে। যা কিছু প্রাপ্তি এই বছরে, জীবন তোমায় ধন্যবাদ। যা কিছু অপ্রাপ্তি উঠানো থাক, নতুন বছরে প্রাপ্তির খাতায় যোগ করার প্রচেষ্টা থাক অবিরত। এ বছরের উপলব্ধিগুলো আগামী দিনের পথের শক্তি হয়ে থাক। স্নেহভাজন মানুষগুলোর স্নেহ-মায়ার পরশ বছরের পর বছর এমনই বটবৃক্ষের ছায়ার মতো থাকুক। না পাওয়ার অশ্রুগুলো বাষ্প হয়ে সরে যাওয়া মেঘের মত উড়ে যাক। জড়িয়ে থাকা সত্যি মেঘ হৃদয়ে জড়িয়ে থাক। বছরের শেষ দিনটিতে এসে বিগত বছরের সব ভালো কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ, প্রকৃতিকে ধন্যবাদ। বিদায় দিলাম পুরনো সব না পাওয়া ব্যথা, অভিমান, অভিযোগ। নতুন সময়ে নতুন স্বপ্ন, সম্ভাবনা, প্রত্যাশাকে আগলে সামনে এগিয়ে যাওয়ার জন্য। সত্যি ভালোবাসার লাল নীল মায়া জড়িয়ে থাক। প্রিয়জন ভালোবাসার মানুষ সবাই ভালো থাকুক।’

ফারিয়া শাহরিন (ছবি: ফেসবুক)

অভিনয়শিল্পী ফারিয়া শাহরিন বছরের শেষ দিনটি শুটিং করে কাটিয়েছেন। মেকআপ রুমে তোলা কয়েকটি সেলফি শেয়ার করেছেন তিনি।

জাহারা মিতু (ছবি: ফেসবুক)

চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘জীবনকে পরিচ্ছন্ন রাখা খুব প্রয়োজন। মা-বাবার অবাধ্য হইনি কখনো। আমার জন্য অন্য কেউ কষ্ট পাক এমনটি করতে চাইনি কখনো। পড়ালেখা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, যেকোনো প্রতিযোগিতা, চাকরি জীবন সব জায়গায় প্রথম হয়েছি। তবুও ছোটখাটো ভুল করেছি। ঠকেছি কিছু মানুষকে বিশ্বাস করে। তবে যে ক্ষতিটুকু হয়েছে তার পরিমাণ ছিলো স্বল্প। ‘আমার জন্য ক্ষতিকারক কোনো কিছুই আমার সঙ্গে রাখি না’- এই মন্ত্রবলে হয়তো স্বল্প ক্ষতি হতেই সরে এসেছি সেসব জায়গা থেকে। আমার উপেক্ষা করার ক্ষমতা প্রবল। আর এই ক্ষমতাই আমাকে শান্তিতে রাখে। আজ একটি বছরের শেষ দিন। সব ভুল ফেলে দিয়ে সঠিকভাবে চলাই হোক সকলের মূলমন্ত্র। সকলের জীবন হোক পরিষ্কার-পরিচ্ছন্ন। বছরের শেষ দিনের শুভেচ্ছা।’

ফারজানা ছবি (ছবি: ফেসবুক)

অভিনেত্রী ফারজানা ছবি স্কুটি চালানোর কয়েকটি ছবি শেয়ার করে পুরনো বছরকে বিদায় জানিয়েছেন।

পুতুল সাজিয়া সুলতানা (ছবি: ফেসবুক)

সংগীতশিল্পী পুতুল সাজিয়া সুলতানা লিখেছেন, ‘২০২২ এতোটা বিশেষ হয়ে থাকবে জীবনে তা অনুমান করতে পারলেও উপলব্ধি করতে পারিনি গত বছর। গীতলীনা এলো পৃথিবীতে, মা হওয়ার সৌভাগ্য হলো বছরের ঠিক মাঝামাঝি। পুতুলগান এলো। আমার অন্তঃস্বত্তাকালীন সময়ে সৃষ্টি করলাম চারটি গান। এগুলো প্রকাশিত হলো আমার ইউটিউব চ্যানেল পুতুলগান-এ। বছরজুড়ে লিখলাম ২০২৩-এ প্রকাশিতব্য উপন্যাস। মাতৃত্বকালীন বিরতি ভেঙে ফিরলাম আবার আপন ছন্দে। মঞ্চে টেলিভিশনে ব্যস্ততা ফিরলো আগের মতো। গীতলীনা অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলো। স্বপ্নের মতো একটা বছর কেটেছে আমার। না পাওয়া নেই কোনো। পাওয়া দিয়ে পূর্ণ হয়ে রইলাম কানায় কানায়। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে অকৃপণভাবে ভালোবাসেন। শেষ কথা, প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ পেলো। এটাও দারুণ আনন্দের।’

শ্রাবণ্য তৌহিদা (ছবি: ফেসবুক)

বছরের শেষ দিন প্রিয় কর্মস্থল ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে দায়িত্ব পালন করেছেন শ্রাবণ্য তৌহিদা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ