Connect with us

ঢালিউড

‘ফারাজ’ সিনেমার একদিন আগে ‘শনিবার বিকেল’ মুক্তির দাবি ফারুকীর

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ফারাজ’ সিনেমার পোস্টার (ছবি: টুইটার)

ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে বলিউডে নির্মিত ‘ফারাজ’ আগামী ৩ ফেব্রুয়ারি ভারতের সিনেমা হলে মুক্তি পাবে। তবে একই ঘটনার অনুপ্রেরণা নিয়ে সাজানো ‘শনিবার বিকেল’ চার বছর ধরে বাংলাদেশের সেন্সর বোর্ডে আটকে আছে। তাই আক্ষেপ করলেন সিনেমাটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি।

বাংলাদেশি তরুণ ফারাজ আইয়াজ হোসেনের বীরত্ব ও ত্যাগের গল্প তুলে ধরা হয়েছে ‘ফারাজ’ সিনেমায়। গতকাল (৯ জানুয়ারি) বিকালে সোশ্যাল মিডিয়ায় এর পোস্টার শেয়ার করে মুক্তির তারিখ জানান পরিচালক হাংসাল মেহতা। তিনি টুইটারে লিখেছেন, ‘ধর্মান্ধতার বিরুদ্ধে দাঁড়ানোই ধর্মান্ধতাকে পরাজিত করার একমাত্র পথ।’

এরপরই মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, “প্রিয় বাংলাদেশ, প্রিয় তথ্য মন্ত্রণালয়, গুলশানের হোলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজ চার বছর সেন্সরে আটকা। আমাদের সিনেমা আর্টিজানের ঘটনা পুনর্নির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনও চরিত্র পুনর্নির্মাণও করে নাই! তারপরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া? ধন্যবাদ সবকিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সবকিছু মনে রাখে।”

‘শনিবার বিকেল’ সিনেমার পোস্টার

‘শনিবার বিকেল’ সিনেমার পোস্টার (ছবি: ফেসবুক)

২০১৯ সালে সেন্সর বোর্ডের সনদ পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও এখনো আটকে আছে ‘শনিবার বিকেল’। অথচ সেন্সর বোর্ডের সদস্যরা এর ভূয়সী প্রশংসা করেছিলেন। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যালে সমালোচক পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছে এই সিনেমা। এছাড়া মিউনিখ, সিডনিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে এটি। দেশের ‘ভাবমূর্তি ক্ষুণ্ণ’ হতে পারে এমন আশঙ্কায় সিনেমাটির মুক্তি আটকে দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

আজ (১০ জানুয়ারি) বিকালে মোস্তফা সরয়ার ফারুকী ক্ষুব্ধ হয়ে দাবি জানিয়েছেন, “ফেব্রুয়ারির ২ তারিখের মধ্যে ‘শনিবার বিকেল’ বাংলাদেশের মানুষের সামনে হাজির করতে দিতে হবে। কথা আমাদের একটাই। এর আগে আমাদের আড়েঠাড়ে বলা হয়েছে, উনারা চান না বহির্বিশ্বের মানুষের কাছে ‘শনিবার বিকেল’ যাওয়ার মাধ্যমে ওই দুঃসহ স্মৃতি আবার ফিরে আসুক। আই মিন সিরিয়াসলি?”

ফারুকী উল্লেখ করেন, ‘ইউটিউবে হোলি আর্টিজানে হামলার বিষয়ে হাজার হাজার ভিডিও আছে। আর উনারা ভাবছেন একটা সিনেমা আটকাইয়া এই ঘটনা ধামাচাপা দেবেন। আর ‘শনিবার বিকেল’ তো বিদেশে দেখানোই হচ্ছে! কোথাও ভাবমূর্তি খসে পড়ার ঘটনা তো শুনি নাই। হলিউড রিপোর্টার তো তাদের রিভিউতে আপনাদের নিয়া হাসাহাসি করছে। তারা বলছে, এই ছবি দেইখা তারা বুঝে নাই ভাবমূর্তি কেমনে খসবে! তাদের মনে হইছে, ভাবমূর্তির যদি কিছু হয় এই ছবির ফলে সেটা হইতে পারে ভাবমূর্তি বৃদ্ধি!”

মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি-ফেসবুক)

নিজের ফেসবুক স্ট্যাটাসের শেষ দিকে তিনটি প্রশ্ন তুলেছেন ফারুকী, “এখন আমার প্রশ্ন, জনাব; ১. ফেব্রুয়ারির ৩ তারিখ যে ‘ফারাজ’ মুক্তি পাবে! এখন আপনি কীভাবে ওইটা ধামাচাপা দেবেন? ২. ‘শনিবার বিকেল’-এর প্রথম সেন্সর প্রদর্শনীর পর বোর্ডের সদস্যরা প্রশংসা করে বলেছেন দ্রুত সার্টিফিকেট দেবেন। কার ইশারায় এর দ্বিতীয় প্রদর্শনী হলো, সেই তদন্ত কি কোনোদিন হবে না? ৩. বিদেশি কলাকুশলী আনার জন্য শুটিংয়ের আগে আমাদের তথ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হয়েছিলো। সেখানে আমাদের স্ক্রিপ্ট জমা দিতে হয়েছিলো। স্ক্রিপ্ট পড়ে সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে আমাদের অনুমোদন দেওয়া হয়েছিলো, উৎসাহ দেওয়া হয়েছিলো। যেটা আজ অনুমোদন পায়, কাল সেটা নিষিদ্ধ হয় কিসের ভিত্তিতে?”

শনিবার বিকেল

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

‘শনিবার বিকেল’ সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তিনি আজ বিকেলে নিজের ফেসবুক পেজে লিখেছেন, “ভারতে ফেব্রয়ারির ৩ তারিখে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’ নামের একটি সিনেমা, যেটা হোলি আর্টিজান নিয়ে বানানো। চার বছর আগে একই ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা একটা সিনেমা বানিয়েছি ‘শনিবার বিকেল’ নামে, যেটা আমাদের সেন্সর বোর্ড এখনো আটকে রেখেছে। আমাদের চার বছর পর বানানো ‘ফারাজ’ আমাদের আগে মানুষ দেখবে, কি অবিশ্বাস্য না? সরকারের সংশ্লিষ্ট দফতরের কাছে জোর দাবি জানাই, ‘ফারাজ’ মুক্তির আগেই আমাদের নিজেদের সিনেমা ‘শনিবার বিকেল’-এর মুক্তি নিশ্চিত করতে হবে।”

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য

‘শনিবার বিকেল’ সিনেমার দৃশ্য (ছবি: ফেসবুক)

জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ‘শনিবার বিকেল’ সিনেমায় আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, মামুনুর রশীদ, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ইউরোপের এলি পুসো, সেলিনা ব্ল্যাক প্রমুখ।

‘ফারাজ’ সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর ও অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তাদের। এছাড়াও অভিনয় করেছেন জুহি বাব্বর, আমির আলি, পলক রালওয়ানি, শচিন লালওয়ানি, যতিন সারিন, নিনাদ ভাট, হারশাল পাওয়ার, রেশাম সাহানি প্রমুখ।

গত বছর বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ার হয়। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ, কাশ্যাপ কাপুর ও রাঘব কাক্কার। প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও টি-সিরিজের স্বত্বাধিকারী ভূষণ কুমার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ