ঢালিউড
‘ওয়ান ইলেভেন’ এবং আফজাল হোসেন
নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন দেশবরেণ্য অভিনেতা আফজাল হোসেন। এর নাম রাখা হয়েছে ‘ওয়ান ইলেভেন’। থ্রিলার ধাঁচের সিনেমাটি পরিচালনা করবেন কামরুল ইসলাম রিফাত।
ওয়ান/ইলেভেন তথা ১/১১ বললে সামনে চলে আসে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশজুড়ে জারি করা জরুরি অবস্থার ঘটনা। বিএনপি-জামায়াত জোট সরকারের একতরফা সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তাল হওয়ার পরিপ্রেক্ষিতে সেনানিয়ন্ত্রিত ‘অন্তর্বর্তীকালীন সরকার’ গঠনের ঘটনাই ‘ওয়ান ইলেভেন’ আখ্যা পায়।
সিনেমাটির নামকরণে বাস্তবের সেই ঘটনা অনুপ্রেরণা জুগিয়েছে সন্দেহ নেই। তবে বিষয়বস্তু কি সেটাই? পরিচালক এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ।
হুমায়ুন কবির বিশ্বাসের লেখা গল্পটিতে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম এবং কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর পাওয়া যাবে।
জানা গেছে, আগামী এপ্রিল কিংবা মে মাসে ‘ওয়ান ইলেভেন’ সিনেমার শুটিং শুরু হবে। তার আগে ঘোষণা করা হবে অন্যান্য অভিনয়শিল্পীর নাম।
সিনেমাটির সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু দম্পতি।
কিছুদিন আগে হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় ‘যাপিত জীবন’ নামের একটি সিনেমার শুটিং করেছেন আফজাল হোসেন। ৪৭–এর দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে সরকারি অনুদানে সাজানো হচ্ছে এটি। সেলিনা হোসেনের উপন্যাস থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। এতে আরও অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, রওনক হাসান প্রমুখ।
সম্প্রতি সৈয়দ সালাহউদ্দিন জাকীর পরিচালনায় ‘অপরাজেয়’ নামের একটি সিনেমায় কাজ করেছেন একুশে পদক প্রাপ্ত আফজাল হোসেন। এছাড়া প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনি নিয়ে লেখা আনজীর লিটনের কিশোর উপন্যাস অবলম্বনে ‘মানিকের লাল কাঁকড়া’ নামের একটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও সোহানা সাবা।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস