Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতলো ‘আরআরআর’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস হাতে এসএস রাজামৌলি (ছবি: টুইটার)

এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের ২৮তম আসরে দুটি পুরস্কার জিতলো। সেরা বিদেশি ভাষার সিনেমা স্বীকৃতির পাশাপাশি সেরা মৌলিক গান (নাটু নাটু) পুরস্কার পেয়েছে ভারতের দুনিয়া কাঁপানো সিনেমাটি।

গত সপ্তাহে ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতে ইতিহাস গড়ে ‘নাটু নাটু’। এবার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস পেলো গানটি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফেয়ারমন্ট সেঞ্চুরি প্লাজা হোটেলে ১৫ জানুয়ারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেরিকান কমেডিয়ান চেলসি হ্যান্ডলার।

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস হাতে এম.এম. কিরাবানি (ছবি: টুইটার)

২৮তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা সিনেমা
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা
ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)

সেরা অভিনেত্রী
কেট ব্ল্যানচেট (টার)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস হাতে ব্রেন্ডন ফ্রেজার ও কেট ব্ল্যানচেট (ছবি: টুইটার)

সেরা পার্শ্ব অভিনেতা
কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যাঞ্জেলা ব্যাসেট (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস হাতে অ্যাঞ্জেলা ব্যাসেট (ছবি: টুইটার)

সেরা পরিচালক
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা নবীন অভিনয়শিল্পী
গ্যাব্রিয়েল লাবেল (দ্য ফ্যাবলম্যানস)

সেরা সম্মিলিত অভিনয়
গ্লাস ওনিয়ন: অ্যা নাইভস আউট মিস্টেরি

সেরা চিত্রনাট্য
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
সারাহ পলি (উইমেন টকিং)

সেরা চিত্রগ্রহণ
ক্লদিও মিরান্ডা (টপ গান: ম্যাভেরিক)

সেরা সম্পাদনা
পল রজার্স (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পোশাক পরিকল্পনা
রুথ ই. কার্টার (ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার)

সেরা শিল্প নির্দেশনা
ফ্লোরেন্সিয়া মার্টিন ও অ্যান্থনি কারলিনো (ব্যাবিলন)

সেরা মৌলিক সুর
টার (হিলদুর গুনাডটির)

সেরা মৌলিক গান
নাটু নাটু (আরআরআর)

সেরা চুল ও রূপসজ্জা
এলভিস

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

সেরা অ্যানিমেটেড সিনেমা
গুইয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স)

সেরা কমেডি সিনেমা
গ্লাস ওনিয়ন: অ্যা নাইভস আউট মিস্টেরি

সেরা বিদেশি ভাষার সিনেমা
আরআরআর (ভারত)

আজীবন সম্মাননা
জেফ ব্রিজেস

সিহার হ্যাশট্যাগ অ্যাওয়ার্ড
জানেল মোনো

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ