Connect with us

হলিউড

গোল্ডেন গ্লোবসে যাওয়ার পর করোনায় আক্রান্ত হলিউড তারকারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে কলিন ফ্যারেল (ছবি: টুুইটার)

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে অংশ নেওয়া বেশ কয়েকজন তারকার মধ্যে করোনা ধরা পড়েছে। আইরিশ অভিনেতা কলিন ফ্যারেল, ব্রেন্ডন গ্লিসন, আমেরিকান অভিনেত্রী জেমি লি কার্টিস ও মিশেল পাইফার পুরস্কার বিতরণ অনুষ্ঠানটির পর করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ঘটনায় গত ১৫ জানুয়ারি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়। তাই কয়েকজন তারকা অনুষ্ঠানটিতে না যেতে পারে সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ জানিয়েছেন।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মিশেল পাইফার (ছবি: টুুইটার)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে অভিনেতা জেফ ব্রিজেসের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়ার কথা ছিলো মিশেল পাইফারের। কিন্তু ৬৪ বছর বয়সী এই অভিনেত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস মিস করতে হচ্ছে বলে আমি দুঃখিত। কোভিড।’

ইনস্টাগ্রামেই জেমি লি কার্টিস লিখেছেন, ‘দুঃখের বিষয়, বন্ধু ও সহকর্মীদের জন্য উল্লাস করার সুযোগ এবার হলো না।’

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জেমি লি কার্টিস (ছবি: টুুইটার)

জেমি লি কার্টিসের সহশিল্পী ও পরিচালকরা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য সেরা ফিল্মসহ পাঁচটি পুরস্কার জিতেছেন।

দি হলিউড রিপোর্টারের তথ্যানুযায়ী, গোল্ডেন গ্লোবস ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসসহ এবারের পুরস্কার মৌসুমে করোনা পরীক্ষা, টিকা সনদ ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখার বিষয়ে উদাসীনতা দেখা যাচ্ছে। এ কারণে হলিউড তারকাদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা মোটেই অবাক হননি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মন্তব্য, একই জায়গায় জনসমাগম হলে প্রচুর ভাইরাস সঞ্চালিত হয়। এমন পরিস্থিতিতে মাস্ক ব্যবহার না করলে ভাইরাস সক্রিয় হতে পারে অনায়াসে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ