Connect with us

হলিউড

‘অ্যাভাটার টু’র আয় ছাড়িয়েছে ২১ হাজার ২৩৬ কোটি টাকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর। এর মধ্য দিয়ে ১৩ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে।

অস্কারজয়ী কানাডিয়ান পরিচালক জেমস ক্যামেরন জানিয়ে রেখেছিলেন, বিশাল বাজেটে নির্মিত ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার খরচ তুলে আনতে কমপক্ষে ২০০ কোটি মার্কিন ডলার (২১ হাজার ২৩৬ কোটি ৫৬ লাখ টাকা) আয় করতে হবে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েলটি আসতে ১৩ বছর লাগলেও তিনি ব্যবসায়িক সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তার আশা পূরণ হয়ে গেছে।

বিশ্বব্যাপী ২০০ কোটি ডলার আয়ের মাইলফলক পেরিয়ে গেছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। ফলে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির ঘরে আরেকটি ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজির জায়গা পাকাপোক্ত হলো। ২০১৯ সালে ৭১০ কোটি মার্কিন ডলারে (৭ লাখ ৫৩ হাজার ৮৯৭ কোটি ৮৮ হাজার টাকা) টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের কাছ থেকে ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজি কিনে নেয় ডিজনি। সেটাই এখন হয়ে উঠেছে রত্ন!

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

ডিজনির তথ্যানুযায়ী, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এখন পর্যন্ত আয় করেছে ২১ হাজার ৪৯১ কোটি ৩৯ লাখ টাকা। এরমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে অন্যান্য দেশ থেকে এসেছে ১৪ হাজার ৮৬৫ কোটি ৫৯ লাখ টাকা। সিনেমাটির দারুণ সাফল্যের সুবাদে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের প্যান্ডোরা অংশে ভিড় বেড়েছে।

তবে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার বাজেট ও বিপণন খরচের অংক জানায়নি ডিজনি। হলিউড রিপোর্টারের দৃষ্টিতে, সিক্যুয়েলটি তৈরিতে কমপক্ষে ৩৫ কোটি মার্কিন ডলার (৩ হাজার ৭১৬ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা) ব্যয় হয়েছে।

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভাটার’ সিনেমার গল্পে দেখানো হয়েছে, পৃথিবীর একদল লোভী অধিবাসী ‘প্যান্ডোরা’ গ্রহের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় প্যান্ডোরার অধিবাসী না’ভিরা। জ্যাক সালির চোখ দিয়ে গল্পটি তুলে ধরা হয়। সে না’ভি তরুণী নেইতিরির প্রেমে পড়ে এবং প্যান্ডোরার জীববৈচিত্র্যের গুরুত্ব বুঝতে পারে।

‘অ্যাভাটার’ যেখানে শেষ হয়েছিলো, সেখান থেকে ১০ বছর পর নতুন সিনেমার গল্প শুরু হয়। সিক্যুয়েলে জ্যাক সালি ও নেইতিরি দম্পতি পাঁচ সন্তানের বাবা-মা। প্যান্ডোরাকে পৃথিবীর অধিবাসীদের আরেকটি আক্রমণ থেকে রক্ষার জন্য জলজ জীবনযাপন বেছে নেয় তারা।

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

জ্যাক সালি ও নেইতিরি চরিত্রে অভিনয় করেছেন যথারীতি স্যাম ওয়ার্থিংটন ও জোয়ি স্যালডানা। আগের পর্বের অন্য অভিনয়শিল্পীদের মধ্যে ফিরেছেন সিগোর্নি উইভার, স্টিফেন ল্যাং, ম্যাট জেরাল্ড, জোয়েল ডেভিড মুর, দিলীপ রাও।

সিক্যুয়েলে নতুন যুক্ত হয়েছেন কেট উইন্সলেট, এডি ফালকাও, মিশেল ইও, ভিন ডিজেল, জিমেইন ক্লেমেন্ট, জিওভানি রিবিসি এবং ওনা চ্যাপলিন। ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট ২৫ বছর পর আবার জেমস ক্যামেরনের পরিচালনায় অভিনয় করলেন। মেটকাইনা বংশের মেয়ে রোনাল চরিত্রে দেখা যাবে তাকে। এজন্য পানির ২০ ফুট গভীরে সাত মিনিট পর্যন্ত দম ধরে রেখে ডুবে থাকার কৌশল রপ্ত করেন তিনি।

কেট উইন্সলেট অভিনীত রোনাল চরিত্রটি।

৩ ঘণ্টা ১২ মিনিট ব্যাপ্তির ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার চিত্রনাট্য যৌথভাবে সাজিয়েছেন জেমস ক্যামেরন এবং রিক জাফা ও আমান্ডা সিলভার দম্পতি। তাদের সঙ্গে মিলে গল্পটি যৌথভাবে লিখেছেন জশ ফ্রিডম্যান ও শেন স্যালেরনো। এটি সম্পাদনা করেছেন জেমস ক্যামেরন, স্টিফেন ই. রিভকিন, ডেভিড ব্রেনার, জন রিফুয়া। প্রযোজনায় জেমস ক্যামেরন ও জন ল্যান্ডাউ।

‘অ্যাভাটার’-এর আরো তিনটি সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এগুলো মুক্তি পাবে ২০২৪, ২০২৬ ও ২০২৮ সালের ডিসেম্বরে। এরমধ্যে শিশুশিল্পীদের বয়স একই দেখাতে তৃতীয় পর্বের শুটিং ইতোমধ্যে হয়ে গেছে।

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

নয়নাভিরাম ‘প্যান্ডোরা’ গ্রহ নিয়ে সাজানো ‘অ্যাভাটার’ ২০০৯ সালে বিশ্বব্যাপী দর্শকদের কাছে বিস্ময় হয়ে ধরা দিয়েছিলো। সিনেমা হলে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিলো এটি। এতে ত্রিমাত্রিক প্রযুক্তির ভার্চুয়াল ক্যামেরা, সর্বাধুনিক সিনেম্যাটিক গ্রাফিক্স এবং স্টোরিওস্কোপিক সাউন্ড সিস্টেম প্রথম ব্যবহার হয়। ২০০৯ সালে মুক্তির পর হইচই ফেলে বিশ্বজুড়ে ২৯০ কোটি মার্কিন ডলার (৩০ হাজার ৭৯৩ কোটি ১২ লাখ টাকা) আয় করে এটি। সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটাই। তিনটি শাখায় অস্কারে জিতেছে এটি।

গত বছরের ১৬ ডিসেম্বর মুক্তি পায় ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। ছয় সপ্তাহ পর এসে সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় ছয় নম্বরে রয়েছে এটি। ছয়টির মধ্যে তিনটিই পরিচালনা করেছেন জেমস ক্যামেরন। অন্য দুটি হলো ‘অ্যাভাটার’ এবং ‘টাইটানিক’ (১৯৯৭)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ