Connect with us

টালিউড

প্রসেনজিতের প্রশংসায় উচ্ছ্বসিত তাসনিয়া ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

প্রসেনজিতের সঙ্গে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ এখন কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন। নিজের প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’র প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি। এরমধ্যে একদিন ভারতের বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিতের সঙ্গে তার দেখা হয়ে গেলো। তিনি তাসনিয়া ফারিণের প্রশংসা করেছেন। তাই জনপ্রিয় এই তারকা উচ্ছ্বসিত।

প্রসেনজিতের সঙ্গে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘আপনার আশীর্বাদের জন্য ধন্যবাদ। এর মূল্য অনেক।’

কলকাতায় তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ছবি দুটি দেখে যোগাযোগ করলে তাসনিয়া ফারিণ সিনেমাওয়ালা নিউজকে বলেন, ‘বুম্বাদা জানালেন, আমার কাজ দেখেছেন। আরো বললেন, আমি অনেক ভালো কাজ করছি।’

(বাঁ থেকে) কৌশিক গাঙ্গুলি, তাসনিয়া ফারিণ, প্রসেনজিৎ ও অতনু ঘোষ (ছবি: ফেসবুক)

গত ২৪ জানুয়ারি কলকাতায় ‘আরো এক পৃথিবী’র সংবাদ সম্মেলনে অংশ নেন তাসনিয়া ফারিণ। সেদিন সংবাদকর্মীদের সব আলো ছিলো তাকে ঘিরেই।

‘আরো এক পৃথিবী’র সংবাদ সম্মেলনে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’। এটি তার ১০ নম্বর সিনেমা। ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণকে দেখে ‘আরো এক পৃথিবী’র জন্য নির্বাচন করেন তিনি।

কলকাতায় তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

প্রথম সিনেমায় তাসনিয়া ফারিণকে দেখা যাবে প্রতীক্ষা চরিত্রে। তার ১১ বছর বয়স থেকে মাথার ওপর বিশ্বস্ত কোনো ছাদ নেই। সেই ছাদের খোঁজে এক সম্পর্কের জেরে মেয়েটি লন্ডন পাড়ি দেয়। কিন্তু সেখানে পৌঁছেও তার মুশকিল আসান হয় না। এসকে মুভিজের প্রযোজনায় সিনেমাটির শুটিং হয়েছে লন্ডনে।

কলকাতায় তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ট্যামসেন কোর্টনের লেখা ‘ফোর ফিট আন্ডার’ নামের একটি বই পড়ে ‘আরো এক পৃথিবী’র গল্পের সূত্র পান অতনু ঘোষ। সিনেমাটির গল্প চারটি চরিত্রকে ঘিরে, যাদের মাথার ওপর ছাদ নেই। অর্থাৎ স্বস্তি বোধ করা ও শান্তি পাওয়ার মতো নিজস্ব কোনো আশ্রয় নেই। শেষে কীভাবে তারা একসুতায় বাঁধা পড়ে তা নিয়েই কাহিনি।

‘আরো এক পৃথিবী’র পরিচালক ও অভিনয়শিল্পীদের সঙ্গে তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

অন্য তিনটি চরিত্রের মধ্যে শ্রীকান্তের ভূমিকায় কৌশিক গাঙ্গুলি, অরিত্র চরিত্রে সাহেব ভট্টাচার্য এবং আয়েষা হিসেবে থাকছেন অনিন্দিতা বসু। এছাড়াও অভিনয় করেছেন সৌমিত্র চক্রবর্তী, স্বাতী মুখার্জি, ঐসিকি বোস, অভিজিৎ মুখার্জি। সংগীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। গান লিখেছেন অনির্বাণ মুখোপাধ্যায়। গান গেয়েছেন পোর্শিয়া সেন ও সামন্তক সিনহা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ