বলিউড
‘পাঠান’: দুই দিনে আয় ছাড়িয়েছে সোয়া ২০০ কোটি
অভাবনীয়! অবিশ্বাস্য! অভূতপূর্ব! অপ্রতিরোধ্য! বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সাফল্যে এসব বিশেষণ শোনা যাচ্ছে। বলিউড বক্স অফিসের সব রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে এটি!
মুক্তির দ্বিতীয় দিনেও ইতিহাস অব্যাহত রেখেছে ‘পাঠান’। হিন্দি কোনো সিনেমা প্রথমবার একদিনে ৭০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। এরমধ্যে হিন্দি সংস্করণ থেকে ৬৮ কোটি রুপি এবং তামিল ও তেলুগু সংস্করণ থেকে এসেছে ২ কোটি ৫০ লাখ রুপি।
গত ২৫ জানুয়ারি ছুটি দিন ছাড়া মুক্তি পেয়ে হিন্দি সংস্করণ থেকে সিনেমাটি আয় করে ৫৫ কোটি রুপি। দুই দিনে এর হিন্দি সংস্করণের আয়ের পরিমাণ দাঁড়ালো ১২৩ কোটি রুপি।
প্রথম দিন তামিল ও তেলুগু সংস্করণ থেকে আসে ২ কোটি রুপি। দুই দিনে সংখ্যাটা দাঁড়ালো ৪ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে ভারতে ‘পাঠান’ আয় করেছে ১২৭ কোটি ৫০ লাখ রুপি।
ভারতসহ অন্যান্য দেশ মিলিয়ে দ্বিতীয় দিনে আয় হয়েছে ১১৩ কোটি ৬০ লাখ রুপি। প্রথম দিন সারাবিশ্বে আয়ের পরিমাণ ছিলো ১০৬ কোটি রুপি। দুই দিনে সিনেমাটি ঘরে তুলেছে মোট ২১৯ কোটি ৬০ লাখ রুপি।
যশরাজ ফিল্মসের প্রযোজনা ও পরিবেশনায় ভারতের ৫ হাজার ৫০০টি এবং অন্যান্য দেশের ২ হাজার ৫০০টি মিলিয়ে ৮ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতের বাইরে ১০০টিরও বেশি দেশে চলছে এটি।
শাহরুখের প্রতিক্রিয়া
চার বছরেরও বেশি সময় পর বড় পর্দায় প্রধান চরিত্রে শাহরুখের প্রত্যাবর্তনটা হয়েছে স্বপ্নের মতো। সবাই তার ফিরে আসা উদযাপন করছে। দুর্দান্ত সাড়া পড়ে যাওয়ায় তার প্রতিক্রিয়া জানার কৌতূহল ছিলো অনেকের। অবশেষে মুখ খুলেছেন বলিউড বাদশা।
৫৭ বছর বয়সী এই অভিনেতা ‘পাঠান’কে নিজের প্রত্যাবর্তনের সিনেমা মনে করেন না! নিজের অন্যতম প্রিয় সিনেমা ‘গাট্টাকা’র (১৯৯৭) একটি সংলাপ শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘উল্টো সাঁতার কাটার জন্য দম ধরে রাখিনি। আমার মনে হয়, জীবন কিছুটা এমন… পরিকল্পনা করে প্রত্যাবর্তন করা যায় না। জীবন মানে এগিয়ে চলা। এখানে ফিরে আসা যায় না। যে কাজ শুরু করা হয় সেটি শেষ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। ৫৭ বছর বয়সী একজনের পরামর্শ মাত্র।’
৩২ বছর পর কাশ্মিরে সিনেমা হল হাউসফুল
যশরাজ ফিল্মস প্রযোজিত গোয়েন্দা অ্যাকশন থ্রিলার ‘পাঠান’কে কেন্দ্র করে উন্মাদনা অভূতপূর্ব। এর সুবাদে কাশ্মিরে আইনক্স থিয়েটার ৩২ বছর পর হাউসফুল হয়েছে। গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ছুটিতে দেখা গেছে এই ব্যানার। মাল্টিপ্লেক্সটি টুইটারে সুখবরটি শেয়ার করেছে। কাশ্মীর উপত্যকায় হাউসফুল নিদর্শন ফিরিয়ে আনায় শাহরুখ খানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি!
শাহরুখ-দীপিকার রসায়নের জাদু
বলিউডের নায়িকাদের মধ্যে দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখ খানের রসায়ন জাদু দেখিয়েছে বরাবরই। ‘পাঠান’ আরেকবার প্রমাণ করেছে তারা সবচেয়ে জনপ্রিয় পর্দা জুটির মধ্যে অন্যতম। এর আগে ‘ওম শান্তি ওম’ (২০০৭), ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩) ও ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। ৮ বছরেরও বেশি সময় পর আবার তাদের একফ্রেমে দেখা গেলো। শাহরুখের সবশেষ ব্যবসাসফল সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এর নায়িকা তিনিই।
‘পাঠান’ সিনেমায় খলচরিত্রে দেখা গেছে জন আব্রাহামকে। এছাড়াও অভিনয় করেছেন আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়া, নিখাত খান হেগড়ে।
১৫ মিনিট সালমান খান
২ ঘণ্টা ২৬ মিনিট ব্যাপ্তির সিনেমাটির বিরতির আগের দৈর্ঘ্য ১ ঘণ্টা ১০ মিনিট। বাকি ১ ঘণ্টা ১৬ মিনিট দেখা যায় বিরতির পর। বলিউডের আরেক সুপারস্টার সালমান খানকে বিরতির পর ১৫ মিনিট ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন। যশরাজ ফিল্মসের গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘পাঠান’। আগের তিনটি হলো ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭) এবং ‘ওয়ার’ (২০১৯)। সেজন্য সালমানকে টাইগার হিসেবে অতিথি চরিত্রে দেখা গেছে।
একঝলকে সিদ্ধার্থ আনন্দের সাফল্য
পরিচালক সিদ্ধার্থ আনন্দের তিনটি সিনেমা ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকলো। ২০১৪ সালে হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ জুটির ‘ব্যাং ব্যাং’ চার দিনে ১০৯ কোটি ৪৯ লাখ রুপি আয় করে। ২০১৯ সালে হৃতিক রোশন ও টাইগার শ্রফের ‘ওয়ার’ চার দিনে আয় করেছে ১০৬ কোটি ৮৫ লাখ রুপি। এবার ‘পাঠান’ দুই দিনেই ১২৩ কোটি রুপি আয় করে ফেললো।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস