Connect with us

বলিউড

‘পাঠান’: চার দিনে ৪০০ কোটির রেকর্ড

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’ দিনে অন্তত ১০০ কোটি রুপি আয় করে যাচ্ছে। হিন্দি সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম তিন দিনে ৩০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে এটি। এছাড়া দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করা প্রথম হিন্দি সিনেমা এটাই। প্রথম তিন দিনে বিশ্বব্যাপী এর আয় হয়েছে ৩১৩ কোটি রুপি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ চার দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৪২৯ কোটি রুপি। এরমধ্যে ভারতে আয় হয়েছে ২৬৫ কোটি ৩৮ লাখ রুপি। আর অন্যান্য দেশে আয়ের পরিমাণ ১৬৩ কোটি ৬৩ লাখ রুপি। বহির্বিশ্বে প্রথম দিন ৩৬ কোটি ৬৮ লাখ রুপি, দ্বিতীয় দিন ৩০ কোটি ৯৭ লাখ রুপি, তৃতীয় দিন ৪৩ কোটি ২০ লাখ রুপি ও চতুর্থ দিন ৫২ কোটি ৯৮ লাখ রুপি আয় করেছে ‘পাঠান’।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান (ছবি: টুইটার)

গত ২৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ‘পাঠান’-এর হিন্দি সংস্করণ আয় করেছে যথাক্রমে ৫৭ কোটি রুপি, ৭০ কোটি ৫০ লাখ রুপি, ৩৯ কোটি ২৫ লাখ রুপি এবং ৫১ কোটি ৫০ লাখ রুপি।

বলিউডের ইতিহাসে আগের ২০০ কোটি রুপি ও ৩০০ কোটি রুপি আয় করা সিনেমাগুলোর রেকর্ড চার দিনেই ভেঙে এগিয়ে যাচ্ছে ‘পাঠান’। বাণিজ্য বিশ্লেষকদের দৃষ্টিতে, এমন সাফল্য অবিশ্বাস্য!

দক্ষিণী সিনেমাগুলোর হিন্দি সংস্করণের আয়ের রেকর্ডও টপকে গেছে ‘পাঠান’। দ্রুততম সময়ে ডাবল সেঞ্চুরির ক্লাবে থাকা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ পাঁচ দিনে ২১৯ কোটি ৫৬ লাখ রুপি এবং ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ছয় দিনে আয় করেছিলো ২২৪ কোটি ২৫ লাখ রুপি। হিন্দি সিনেমার ক্ষেত্রে সাতদিনে ‘সঞ্জু’ ২০২ কোটি ৫১ লাখ রুপি, ‘টাইগার জিন্দা হ্যায়’ ২০৬ কোটি ৪ লাখ রুপি এবং ‘ওয়ার’ ২১৬ কোটি ৬৫ লাখ রুপি আয় করেছিলো।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ মনে করেন, সাম্প্রতিক সময়ে বলিউডের আর কোনো সিনেমা এতো উন্মাদনা সৃষ্টি করতে পারেনি। সময় গড়ানোর সঙ্গে এর মাত্রা বেড়েছে। সর্বশেষ দক্ষিণী সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র (২০২২) ক্ষেত্রে এমন চিত্র দেখা গেছে।

জয়পুরের এন্টারটেইনমেন্ট প্যারাডাইসের স্বত্বাধিকারী রাজ বানসালের দৃষ্টিতে, বিশেষ দিবস ছাড়া মুক্তি পাওয়া সিনেমার মধ্যে ‘বাহুবলী টু’র আয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে ‘পাঠান’।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)

যশরাজ ফিল্মসের প্রযোজনা ও পরিবেশনায় ভারতের ৫ হাজার ৫০০টি এবং অন্যান্য দেশের ২ হাজার ৫০০টি মিলিয়ে ৮ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতের বাইরে ১০০টিরও বেশি দেশে চলছে এটি।

বাতাসে হাত বাড়িয়ে একপাশে ঝুঁকে দাঁড়ানো চিরচেনা পোজে শাহরুখ খানকে দেখা যায়নি ‘পাঠান’ সিনেমায়। এবার তিনি মারকাটারি অ্যাকশনে দর্শক মাতাচ্ছেন। তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ৮ বছরেরও বেশি সময় পর আবার একফ্রেমে এলেন তারা।

দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান (ছবি: যশরাজ ফিল্মস)

‘পাঠান’ সিনেমায় খলচরিত্রে দেখা গেছে জন আব্রাহামকে। এছাড়াও অভিনয় করেছেন আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়া, নিখাত খান হেগড়ে। অতিথি চরিত্রে আছেন বলিউডের আরেক সুপারস্টার সালমান খান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ