বলিউড
৫ দিনে ৫৩৫ কোটি, মান্নতের ব্যালকনিতে এসে শাহরুখের ধন্যবাদ
‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রধান নায়কের চরিত্রে চার বছরের বেশি সময় ফিরে আলোড়ন সৃষ্টি করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। একের পর এক রেকর্ড লণ্ডভণ্ড করে দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে সিনেমাটি।
মুক্তির পঞ্চম দিনে ভারতে ৬২ কোটি রুপি আয় করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এ নিয়ে শুধু ভারতে ২৮২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এর মাধ্যমে পাঁচটি সিনেমাকে টপকে দ্রুততম সময়ে ২৫০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ‘পাঠান’।
‘কেজিএফ: চ্যাপ্টার টু’র হিন্দি সংস্করণ সাতদিনে, ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ সিনেমার হিন্দি সংস্করণ আট দিনে এবং ‘দঙ্গল’, ‘সঞ্জু’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ১০ দিনে ২৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছিলো।
যশরাজ ফিল্মসের প্রযোজনা ও পরিবেশনায় ভারতের ৫ হাজার ৫০০টি এবং অন্যান্য দেশের ২ হাজার ৫০০টি মিলিয়ে ৮ হাজার সিনেমা হলে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে ‘পাঠান’। ভারতের বাইরে ১০০টিরও বেশি দেশে চলছে এটি।
‘পাঠান’ সিনেমায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ৮ বছরেরও বেশি সময় পর আবার একফ্রেমে এলেন তারা।
বলিউড অভিনেতা জন আব্রাহাম ‘পাঠান’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন। এছাড়া আছেন আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়া ও নিখাত খান হেগড়ে। অতিথি চরিত্রে ১৫ মিনিট পর্দা মাতিয়েছেন বলিউডের আরেক সুপারস্টার সালমান খান।
‘পাঠান’ সিনেমার দিন হিসেবে আয়
২৫ জানুয়ারি (বুধবার): ৫৭ কোটি রুপি
২৬ জানুয়ারি (বৃহস্পতিবার): ৭০ কোটি ৫০ লাখ রুপি
২৭ জানুয়ারি (শুক্রবার): ৩৯ কোটি ২৫ লাখ রুপি
২৮ জানুয়ারি (শনিবার): ৫৩ কোটি ২৫ লাখ রুপি
২৯ জানুয়ারি (রবিবার): ৬২ কোটি রুপি
‘পাঠান’ সিনেমার বিশ্বব্যাপী মোট আয়
ভারত বক্স অফিস (টিকিট বিক্রি): ৩৪০ কোটি ১৭ লাখ রুপি
ভারত বক্স অফিস (আয়): ২৮২ কোটি রুপি
বহির্বিশ্বের বক্স অফিস (টিকিট বিক্রি): ১৯৫ কোটি ৩৮ লাখ রুপি
বিশ্বব্যাপী বক্স অফিস (টিকিট বিক্রি): ৫৩৫ কোটি ৫৫ লাখ রুপি
মান্নতের সামনে জনসমুদ্র
শুধু ভারতেই প্রায় ৩০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁই ছুঁই করছে। এ উপলক্ষে গতকাল (২৯ জানুয়ারি) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়ি মান্নতের সামনে জড়ো হওয়া হাজার হাজার ভক্তকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। তাকে দেখে উল্লাসে ফেটে পড়ে ভক্তরা। তিনি উড়ন্ত চুম্বনে তাদের সাড়া দিয়েছেন। সেই সঙ্গে বাতাসে হাত বাড়িয়ে একপাশে ঝুঁকে চিরচেনা ভঙ্গিতে দাঁড়িয়েছেন।
মান্নতের সামনে ভক্তদের জনসমুদ্রের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘পাঠান-এর ঘরের সামনে মেহমানরা। আমার দিনটি এতো ভালোবাসায় পূর্ণ করে দেওয়ায় সমস্ত মেহমানকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ, খুশি।’
মুক্তির পর প্রচারণা
অত্যধিক প্রচারণা না করা, ট্রলের আতঙ্ক, বয়কটের হুমকিসহ সবকিছুই ভ্রান্ত প্রমাণ করেছে ‘পাঠান’। বিপণন কৌশল হিসেবে সিনেমা মুক্তির আগে প্রধান নায়ক-নায়িকা ও ভিলেন সংবাদ সম্মেলনে অংশ নেওয়া কিংবা গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া প্রভৃতি প্রচারণা করেনি ‘পাঠান’ টিম। সিনেমা মুক্তির পর এসব কার্যক্রমে থাকার পরিকল্পনা ছিলো আগেই। আজ (৩০ জানুয়ারি) মুম্বাইয়ে ‘পাঠান’ সিনেমার প্রথম মিডিয়া ইভেন্ট হওয়ার কথা রয়েছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস