ওটিটি
যে বিল্ডিংয়ে মেয়ে নিষেধ, সেখানে শিরিন আক্তার শীলা!

ভৌতিক ঘরানার চারটি গল্প নিয়ে সাজানো ওটিটি প্ল্যাটফর্ম চরকির সিরিজ ‘ষ’র প্রচার শুরু হচ্ছে। এর প্রথম পর্বের নাম ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’। প্রচলিত লোককথা ‘মাছ রাঁধলে পেত্নী আসে’ অবলম্বনে তৈরি হয়েছে এটি।
পর্বটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল ও শিরিন আক্তার শীলা।

শিরিন আক্তার শীলা (ছবি: ইনস্টাগ্রাম)
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরিন আক্তার শীলার কথায়, ‘কাজটি করতে পেরে আমি অনেক খুশি। এ চরিত্রের জন্য আমার আই-ব্রো পুরো শেভ করে ফেলেছিলাম। দুই মাস আই-ব্রো ছাড়া ছিলাম। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। ভাবতাম আমাকে দিয়ে বোধহয় অভিনয় হবে না! আমার এই চিন্তা দূর করতেই ওটিটি সিরিজটিতে কাজ করা।’

শিরিন আক্তার শীলা (ছবি ফেসবুক)
অভিনেতা সোহেল মন্ডল উল্লেখ করেন, শিরিনের মেক-আপের জন্য প্রায় তিন-চার ঘণ্টা লাগতো। পুরো পর্বে তার কোনও সংলাপ নেই, কিন্তু সবটা জুড়েই তাকে দেখা যাবে।
সোহেল মন্ডল যোগ করেছেন, ‘নুহাশ বরাবরই কৌতূহল জাগানিয়া কাজ করতে চায়। আমরা দারুণ মজা নিয়ে কাজটি করেছি, তবে কষ্টও করতে হয়েছে।’

‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’-এর দৃশ্যে সোহেল মন্ডল
গল্পে দেখা যাবে, একাকী এক তরুণ একদিন বাসায় মাছ রান্না করতে গিয়ে আবিষ্কার করে এক রহস্যময়ী আগন্তুককে। কিন্তু ছেলেটি যে ভবনে থাকে সেখানে মেয়ে নিষেধ। তাহলে কোত্থেকে এলো মেয়েটি? আজ (৭ এপ্রিল) রাত ১০টা ৫৯ মিনিট থেকে চরকির পর্দায় দেখা যাবে ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’।
পরিচালক নুহাশ হুমায়ূনের প্রথম ওয়েব সিরিজ ‘ষ’। তিনি মনে করেন, ‘মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার এবং লোককথার প্রেক্ষাপটে কিছু বাংলা ভূতের গল্প আমাদের সবার শোনা। এসব ধ্রুপদি বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এগুলোকে উপলব্ধি করার সময় এসেছে। পেটকাটা ‘ষ’তে সেই গল্পগুলো নতুনভাবে উপস্থাপন করেছি।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, “এটাই আমাদের ভৌতিক ঘরানার প্রথম কনটেন্ট। চরকির পর্দায় এর আগে দর্শকরা ভৌতিক কনটেন্ট দেখেনি। আশা করছি, ‘ষ’ সিরিজটি দর্শকরা উপভোগ করবেন।”
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস