Connect with us

ঢালিউড

আজ থেকে কানাডার ১০ শহরে ‘পরাণ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পরাণ

‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফীর (সর্ববাঁয়ে) সঙ্গে প্রধান তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

উত্তর আমেরিকার দেশ কানাডায় আজ (৩ ফেব্রুয়ারি) মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। দেশটির ছয় প্রদেশের ১২টি সিনেমা হলে উপভোগ করা যাবে এটি। পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস এই তথ্য জানিয়েছে।

কানাডার অন্টারিও প্রদেশের বিভিন্ন শহরের ছয়টি সিনেমা হলে চলবে ‘পরাণ’। এগুলো হলো অটোয়ার সিনেপ্লেক্স সাউথ কিস সিনেমাস ও ল্যান্ডমার্ক সিনেমাস কানাটা, টরন্টোর এগলিন্টন টাউন সেন্টার সিক্সটিন, মিসিসাগার সিনেপ্লেক্স সিনেমাস কুর্টনি পার্ক, হুইটবির ল্যান্ডমার্ক সিনেমাস টোয়েন্টিফোর হুইটবি এবং কিচেনারের ল্যান্ডমার্ক সিনেমাস টুয়েলভ কিচেনার।

শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান

‘পরাণ’ সিনেমার তিন অভিনয়শিল্পী শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

এছাড়া নোভা স্কটিয়া প্রদেশের হ্যালিফ্যাক্স শহরের স্কটিয়াব্যাংক থিয়েটার, কুইবেক প্রদেশের মন্ট্রিল শহরের সিনেপ্লেক্স সিনেমাস ফোরাম, মানিটোবা প্রদেশের উইনিপেগ শহরের সিনেমা সিটি নর্থগেট, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরের গ্র্যান্ড স্ট্রবেরি হিল টুয়েলভ, আলবার্টা প্রদেশের ক্যালগারি শহরের সিনেপ্লেক্স ওডিয়ন সানরিজ স্পেক্ট্রাম সিনেমাস ও ল্যান্ডমার্ক সিনেমাস কান্ট্রি হিলসে দেখা যাবে ‘পরাণ’।

পরাণ

‘পরাণ’ সিনেমায় বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান (ছবি: লাইভ টেকনোলজিস)

গত বছরের ১০ জুলাই মুক্তি পাওয়ার পর অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে ‘পরাণ’। এরপর দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, অস্ট্রেলিয়ার সিডনি এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রশংসিত হয়েছে লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটি।

শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

বরগুনার আলোচিত একটি সত্যি ঘটনার ছায়া অবলম্বনে ত্রিভুজ প্রেমের গল্পে সাজানো হয়েছে ‘পরাণ’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু।

শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম

‘পরাণ’ সিনেমার দৃশ্যে শরিফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিম (ছবি: লাইভ টেকনোলজিস)

‘পরাণ’ সিনেমায় অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া ‘চলো নিরালায়’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এটি লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ