Connect with us

ঢালিউড

‘ফারাজ’ মুক্তির দিনে এলো তিশার ‘বীরকন্যা প্রীতিলতা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মনে নিশ্চয়ই মিশ্র অনুভূতি! ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে বলিউডে আজ (৩ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে ‘ফারাজ’। একই ঘটনার অনুপ্রেরণা নিয়ে সাজানো ‘শনিবার বিকেল’ সেন্সর বোর্ডের বাধা না থাকলে আজ মুক্তি পেতে পারতো। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে আজ তার নতুন সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তি পেয়েছে। তাতে কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মিটেছে।

প্রদীপ ঘোষ পরিচালিত ‘বীরকন্যা প্রীতিলতা’ হলো চার বছর পর তিশার নতুন সিনেমা। সর্বশেষ ২০১৯ সালে অরুণ চৌধুরীর ‘মায়াবতী’র মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে তাকে। মাঝে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।

নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত ‘বীরকন্যা প্রীতিলতা’য় বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। নিজের নতুন সিনেমার জন্য গত কিছুদিন বিভিন্ন প্রচারণামূলক আয়োজনে অংশ নিয়েছেন তিনি।

নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

গত ২৭ জানুয়ারি স্বরস্বতী পূজায় ঢাকার শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমার প্রচারণায় গিয়েছিলেন তিশা। এর আগে ইউনিভার্সিটি অব স্কলারসে গিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এসব স্থানে তোলা ছবি শেয়ার করেছেন এই তারকা। তাকে শুভকামনা জানিয়েছেন অভিনেতা মোশাররফ করিম।

নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

গত ১ ফেব্রুয়ারি ঢাকার একটি সিনেপ্লেক্সে ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে একটি বিপ্লবী দলে যোগ দেন প্রীতিলতা। ১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণে ১৫ জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দেন তিনি। যুদ্ধে একজন নিহত ও ১১ জন আহত হয়। বিপ্লবীরা ক্লাবে অগ্নিসংযোগ করে এবং পরে ঔপনিবেশিক পুলিশের হাতে ধরা পড়ে। গ্রেফতার এড়াতে প্রীতিলতা আত্মহত্যা করেন।

নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

ইউরোপিয়ান ক্লাব, পাহাড়তলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকার আরমানিটোলা, ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের মতো প্রীতিলতার স্মৃতিবিবর্জিত কিছু জায়গায় সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। এতে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তাপু, ইন্দ্রানী ঘটক। কিশোরী প্রীতিলতার চরিত্রে আছেন মৃন্ময়ী রূপকথা। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এতে গান গেয়েছেন এলিটা করিম, দিলশাদ নাহার কনা।

নুসরাত ইমরোজ তিশা (ছবি: ফেসবুক)

গত ৯ জানুয়ারি তিশা সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘ক্যামেরার সামনে আমি সবচেয়ে আনন্দে থাকি। অনেক দিন, সপ্তাহ, মাস ক্যামেরার সামনে থাকা মিস করেছি। আস্তে আস্তে ইলহাম বড় হচ্ছে! আমি কাজে বের হলে সে বাবার সঙ্গে থাকতে পারে! সেজন্য আবার কাজ শুরু করেছি! অল্প অল্প করে। প্রথমে কয়েকটা বিজ্ঞাপনের কাজ দিয়ে! কিছুদিনের মধ্যে বড় কিছু কাজের খবর পাবেন। সবাইকে ভালোবাসি!’

এরপর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজেসের পণ্য চপস্টিক নুডলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেওয়ার খবর ভাগাভাগি করেন তিশা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ