Connect with us

বিশ্বসংগীত

গ্র্যামি ২০২৩: বিয়ন্সের ইতিহাস, অ্যাডেল-লিজোর জয়

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বিয়ন্সে (ছবি: টুইটার)

বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরে সামনের সারির পুরস্কার জিতেছেন অ্যাডেল, লিজো ও হ্যারি স্টাইলস। চারটি পুরস্কার পাওয়ার মাধ্যমে গ্র্যামির সবচেয়ে বেশি ৩২টি ট্রফি জিতে ইতিহাস গড়েছেন বিয়ন্সে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ক্রিপ্টো ডটকম এরেনায় ৫ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় সোমবার সকাল) জমকালো অনুষ্ঠানে বিভিন্ন শাখায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। ট্রফি বিতরণের ফাঁকে ফাঁকে ছিল তারকাদের পরিবেশনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ আফ্রিকান উপস্থাপক ট্রেভর নোয়া।

ন্যাশনাল অ্যাকাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ১৯৫৯ সালের ৪ মে অনুষ্ঠিত হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এবার ২০২১ সালের ১ অক্টোবর থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত গান ও সংগীতের মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করা হয়েছে।

(বাঁ থেকে) অ্যাডেল, বিয়ন্সে ও লিজো (ছবি: টুইটার)

৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

অ্যালবাম অব দ্য ইয়ার
হ্যারি’স হাউজ (হ্যারি স্টাইলস)

রেকর্ড অব দ্য ইয়ার
অ্যাবাউট ড্যাম টাইম (লিজো)

সং অব দ্য ইয়ার
জাস্ট লাইক দ্যাট (বনি রেইট)

বেস্ট নিউ আর্টিস্ট
সামারা জয় (যুক্তরাষ্ট্র)

বেস্ট পপ ভোকাল পারফরম্যান্স
ইজি অন মি (অ্যাডেল)

কিম পেট্রাস ও স্যাম স্মিথ (ছবি: টুইটার)

বেস্ট পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স
আনহোলি (স্যাম স্মিথ ও কিম পেট্রাস)

বেস্ট পপ ভোকাল অ্যালবাম
হ্যারি’স হাউজ (হ্যারি স্টাইলস)

বেস্ট আরঅ্যান্ডবি সং
কাফ ইট (বিয়ন্সে)

বেস্ট আরঅ্যান্ডবি পারফরম্যান্স
আওয়ার্স অ্যান্ড আওয়ার্স (মুনি লং)

বেস্ট ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স
প্লাস্টিক অফ দ্য সোফা (বিয়ন্সে)

বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম
ব্ল্যাক রেডিও থ্রি (রবার্ট গ্ল্যাসপার)

বেস্ট র‌্যাপ সং
দ্য হার্ট পার্ট ফাইভ (কেন্ড্রিক ল্যামার)

বেস্ট র‌্যাপ পারফরম্যান্স
দ্য হার্ট পার্ট ফাইভ (কেন্ড্রিক ল্যামার)

বেস্ট মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স
ওয়েট ফর ইউ (ফিউচার ফিচারিং ড্রেক ও টেমস)

বেস্ট র‌্যাপ অ্যালবাম
মিস্টার মোরাল অ্যান্ড দ্য বিগ স্টেপারস (কেন্ড্রিক ল্যামার)

বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং
ব্রেক মাই সোল (বিয়ন্সে)

বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম
রেনেসাঁ (বিয়ন্সে)

বেস্ট রক পারফরম্যান্স
ব্রোকেন হর্সেস (ব্র্যান্ডি কার্লাইল)

বেস্ট রক অ্যালবাম
প্যাশেন্ট নম্বর নাইন (ওজি ওসবোর্ন)

বেস্ট মেটাল পারফরম্যান্স
ডেগ্রাডেশন রুলস (ওজি ওসবোর্ন ও টনি লোম্মি)

বেস্ট অল্টারনেটিভ অ্যালবাম
ওয়েট লেগ (ওয়েট লেগ)

বেস্ট অল্টারনেটিভ পারফরম্যান্স
শেইজ লাউঞ্জ (ওয়েট লেগ)

বেস্ট কান্ট্রি অ্যালবাম
অ্যা বিউটিফুল টাইম (উইলি নেলসন)

বেস্ট কান্ট্রি সলো পারফরম্যান্স
লিভ ফরেভার (উইলি নেলসন)

বেস্ট কান্ট্রি সং
টিল ইউ কান্ট (কোডি জনসন)

বেস্ট কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স
নেভার ওয়ান্টেড টু বি দ্যাট গার্ল (কার্লি পিয়ার্স ও অ্যাশলি ম্যাকব্রাইড)

বেস্ট আমেরিকান রুটস পারফরম্যান্স
স্টম্পিং গ্রাউন্ড (অ্যারন নেভিল উইথ দ্য ডার্টি ডজন ব্রাস ব্যান্ড)

বেস্ট আমেরিকানা পারফরম্যান্স
মেড আপ মাইন্ড (বনি রেইট)

বেস্ট আমেরিকান রুটস সং
জাস্ট লাইক দ্যাট (বনি রেইট)

বেস্ট আমেরিকানা অ্যালবাম
ইন দিস সাইলেন্ট ডেজ (ব্র্যান্ডি কার্লাইল)

বেস্ট মিউজিকা আরবানা অ্যালবাম
ইন ভেরানো সিন তি (ব্যাড বানি)

বেস্ট ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম
হাইয়ার (মাইকেল বাবল)

বেস্ট মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম
ইন্টু দ্য উডস-২০২২ ব্রডওয়ে কাস্ট রেকর্ডিং

বেস্ট ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম, নন-ক্ল্যাসিকাল
হ্যারি’স হাউজ (হ্যারি স্টাইলস)

প্রডিউসার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল
জ্যাক অ্যান্টোনফ (টেলর সুইফট, ফ্লোরেন্স প্লাস দ্য মেশিন, দ্য নাইনটিন সেভেন্টি ফাইভ, ডায়ানা রস)

বেস্ট রিমিক্সড রেকর্ডিং, নন-ক্ল্যাসিকাল
অ্যাবাউট ড্যাম টাইম (পারপল ডিস্কো মেশিন রিমিক্স)

সংরাইটার অব দ্য ইয়ার, নন-ক্লাসিক্যাল
টোবিয়াস জেসো জুনিয়র (হ্যারি স্টাইলস, অ্যাডেল, এফকেএ টুইগস)

বেস্ট মিউজিক ভিডিও
অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম (টেলর সুইফট)

বেস্ট সং রাইটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া
উই ডোন্ট টক অ্যাবাউট ব্রুনো (এনকান্টো, লিন ম্যানুয়েল মিরান্ডা)

ভায়োলা ডেভিস (ছবি: টুইটার)

বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং
ফাইন্ডিং মি (ভায়োলা ডেভিস)

বেস্ট ভিডিও গেম সংগীত
অ্যাসাসিন’স ক্রিড ভালহালা: ডন অব র্যাগনারক (স্টেফানি ইকোনোমু)

বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম
সাকুরা (মাসা তাকুমি, জাপান)

বেস্ট কন্টেমপোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম
এম্পায়ার সেন্ট্রাল (স্নার্কি পাপ্পি)

বেস্ট প্রগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম
জেমিনি রাইটস (স্টিভ লেসি)

বেস্ট জ্যাজ ভোকাল অ্যালবাম
লিঙ্গার অ্যাহোয়াইল (সামারা জয়)

বেস্ট ল্যাটিন রক/অল্টারনেটিভ অ্যালবাম
মোতোমামি (রোজালিয়া)

বেস্ট কন্টেমপোরারি ব্লুজ অ্যালবাম
ব্রাদার জনি (এডগার উইন্টার)

বেস্ট ফোক অ্যালবাম
রিভিলার (ম্যাডিসন কানিংহ্যাম)

বেস্ট র‌্যাগে অ্যালবাম
দ্য ক্যালিং (কাবাকা পিরামিড)

বেস্ট চিলড্রেনস অ্যালবাম
দ্য মুভমেন্ট (অ্যালফাবেট রকারস)

বেস্ট স্পোকেন ওয়ার্ড পয়েট্রি অ্যালবাম
দ্য পয়েট হু স্যাট বাই দ্য ডোর (জে. আইভি)

বেস্ট কমপাইলেশন সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া)
এনক্যান্টো

বেস্ট স্কোর সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া)
এনক্যান্টো (জার্মেইন ফ্রাঙ্কো)

বেস্ট মিউজিক ফিল্ম
জ্যাজ ফেস্ট: অ্যা নিউ অরলিন্স স্টোরি

* এছাড়া বিভিন্ন শাখায় আরো অনেক পুরস্কার দেওয়া হয়েছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ