Connect with us

বলিউড

বিয়ের প্রথম ছবি শেয়ার করে কী লিখলেন সিদ্ধার্থ-কিয়ারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউডের ‘শেরশাহ’ জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি সাত পাকে বাঁধা পড়লেন। দুই বছর চুটিয়ে প্রেমের পর গতকাল (৭ ফেব্রুয়ারি) গাঁটছড়া বাঁধলেন তারা। ভারতের রাজস্থান রাজ্যের জয়সালমার শহরের সূর্যগড় প্যালেসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের সদস্য ও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা অনুষ্ঠানে ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় বিয়ের প্রথম ছবি শেয়ার করেছেন নবদম্পতি। দুইজনই লিখেছেন, ‘আমাদের স্থায়ী বুকিং হয়ে গেলো। আমাদের সামনের পথচলায় আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই।’

ইনস্টাগ্রামে কিয়ারা আদভানির পোস্টে লাইক পড়েছে প্রায় ৬৪ লাখ। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার পোস্টে লাইকের সংখ্যা প্রায় ৪৮ লাখ।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: ইনস্টাগ্রাম)

সূর্যগড় প্যালেসে প্রতি রাতের ভাড়া ২০ হাজার রুপি থেকে শুরু। বিলাসবহুল হোটেলটির কিছু কক্ষের ভাড়া প্রতি রাতে ১ লাখ ১০ হাজার ৫০০ রুপি। অনুষ্ঠানে দিল্লি ও পাঞ্জাব থেকে আসা অতিথিদের মোবাইল ফোন ব্যবহারে বিধিনিষেধ ছিলো।

মনীশ মালহোত্রার ডিজাইন করা ফ্যাকাশে গোলাপি রঙের লেহেঙ্গা পরেছেন কিয়ারা আদভানি। সিকুইন ও কাচ অলঙ্কৃত করা লেহেঙ্গা ছাড়া গলায় হীরার নেকলেসসহ হীরা-পান্নার অলঙ্কার গায়ে জড়িয়েছেন তিনি। চুলে গুজেছিলেন গাঢ় গোলাপি ফুল। তার পরা অলঙ্কার কালিরে ডিজাইন করেছেন মৃণালিনী চন্দ্রা। এতে ছিলো চাঁদ, তারা ও প্রজাপতির আদল। অন্যদিকে মনীশ মালহোত্রার ডিজাইন করা সোনালি এমব্রয়ডারি অলঙ্কৃত শেরওয়ানি বেছে নেন সিদ্ধার্থ মালহোত্রা। মাথায় ছিলো পালকযুক্ত সোনালি পাগড়ি।

বিয়ের আগে মেহেদি অনুষ্ঠানে বেজেছে দুই তারকার সিনেমার কিছু গান। কিয়ারার ভাই র‌্যাপার মিশাল আদভানি বিশেষ একটি গান পরিবেশন করেছেন। নবদম্পতির জন্য তিনি বিশেষভাবে সাজিয়েছেন এটি। গত বছরের নভেম্বর প্রকাশিত হয় তার প্রথম গান ‘নো মাই নেম’। মেহেদি অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন ডিজে গনেশ ও হরি-সুখমনি।

১০ দেশের শতাধিক খাবার পরিবেশন করা হয়েছে বিয়েতে। এরমধ্যে উল্লেখযোগ্য ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, দক্ষিণ ভারতীয়, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি ও গুজরাটি পদ। মিষ্টির মধ্যে ছিলো জয়সালমারের ঘোতওয়ান লাড্ডু।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি (ছবি: ইনস্টাগ্রাম)

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়েতে বলিউড তারকাদের মধ্যে ছিলেন শহিদ কাপুর ও মিরা রাজপুত দম্পতি, জুহি চাওলা, অভিনেতা পৃথ্বিরাজ সুকুমারন ও তার স্ত্রী সুপ্রিয়া মেনন, নির্মাতা করণ জোহর, ডিজাইনার মনীশ মালহোত্রা। ২০১৯ সালের ব্লকবাস্টার হিট ‘কবির সিং’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন শহিদ ও কিয়ারা। করণ জোহরের প্রযোজনায় নেটফ্লিক্সের ‘গিল্টি’ (২০২০), ‘গুড নিউজ’ (২০১৯), ‘শেরশাহ’ (২০২১), ‘যুগ যুগ জিও’ (২০২২) সিনেমায় দেখা গেছে কিয়ারাকে।

গত বছর করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে কিয়ারা আদভানি জানান, ২০১৮ সালে নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিস’ সিনেমার শুটিং শেষের পার্টিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার প্রথম দেখা হয়। সেই সাক্ষাতেই তারা একে অপরের প্রেমে পড়েন। সিনেমাটির প্রযোজক ছিলেন করণ জোহর।

কিয়ারা আদভানি বলেন, “আমরা একে অপরকে ‘শেরশাহ’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে থেকেই জানতাম। এক বন্ধুর বাড়িতে দেখা হওয়ার পর আমাদের মধ্যে আলাদা অনুভূতি কাজ করতে থাকে।”

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা (ছবি: ইনস্টাগ্রাম)

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের আরেকটি পর্বে সিদ্ধার্থ মালহোত্রার কাছে সঞ্চালক করণ জোহর প্রশ্ন করেন, ‘শেরশাহ’ সিনেমার সহশিল্পী ও প্রেমিকা কিয়ারা আদভানিকে বিয়ের পরিকল্পনা আছে কিনা। সিদ্ধার্থ প্রশ্নটি এড়িয়ে যেতে বলেন, ‘আমি একটি সুখী ও উজ্জ্বল ভবিষ্যত দেখছি।’

তারপর করণ জোহর প্রশ্ন করেন, ‘কিয়ারার সঙ্গে?’ সিদ্ধার্থ মুখে হাসি রেখে উত্তর দেন, ‘যদি সেই ভবিষ্যত সে হয়ে থাকে তাহলে দারুণ হবে।’

এদিকে কিয়ারা আদভানিকে সর্বশেষ করণ জোহর প্রযোজিত ও শশাঙ্ক খৈতান পরিচালিত ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায় দেখা গেছে। এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। ৩০ বছর বয়সী এই অভিনেত্রীর হাতে এখন আছে কার্তিক আরিয়ানের বিপরীতে ‘সত্যপ্রেম কি কথা’ এবং দক্ষিণী সুপারস্টার রামচরণের বিপরীতে নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা।

অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার সর্বশেষ সিনেমা শান্তনু বাগচি পরিচালিত ‘মিশন মজনু’ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এতে তার বিপরীতে দেখা গেছে রাশ্মিকা মান্দানাকে। ৩৮ বছর বয়সী এই তারকার হাতে এখন আছে রোহিত শেঠি পরিচালিত অ্যামাজন প্রাইম ভিডিওর ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ এবং ‘যোধা’ (রাশি খান্না ও দিশা পাটানি)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ