বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এখন মালদ্বীপে ছুটির মেজাজে আছেন। আরাম-আয়েশে দিন কাটছে তার। মন ভরে সমুদ্রের নীল জলরাশি উপভোগ করছেন তিনি। এমনিতেই ঘুরে বেড়াতে ভালো লাগে তার। ভ্রমণের আনন্দ ফলোয়ারদের মধ্যে ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশকিছু ছবি শেয়ার করেছেন তিনি।
সোনাক্ষী সিনহা ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘সমুদ্রপরীকে দেখছি। মালদ্বীপের প্রতি আমার ভালোবাসা প্রতিবারই বেড়াতে এলে আরও বেড়ে যায়।’ (ছবি: ইনস্টাগ্রাম)
সাগরবেলায় উত্তাপ ছড়িয়ে সোনাক্ষী সিনহার জলকেলি (ছবি: ইনস্টাগ্রাম)
নান্দনিক একটি রিসোর্টের সুইমিং পুলে পা ভেজানো সোনাক্ষী সিনহার ফিনফিনে টপের মূল্য ৪ হাজার ৯০০ রুপি (ছবি: ইনস্টাগ্রাম)
দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা জালের বিছানায় সোনাক্ষী সিনহার সূর্যস্নান (ছবি: ইনস্টাগ্রাম)
চোখে আরাম এনে দেওয়া ছবিটি শেয়ার করে সোনাক্ষী সিনহা লিখেছেন, ‘যেখানে নীল সেখানে সবুজ।’ (ছবি: ইনস্টাগ্রাম)
শ্বেতশুভ্র বালিময় সৈকতে সাগরের জল ছুঁয়ে অপরূপা সোনাক্ষী সিনহা (ছবি: ইনস্টাগ্রাম)
সোনাক্ষী সিনহায় আলোকিত এই এক সেট পোশাকের মূল্য ১০ হাজার ৫০০ রুপি (ছবি: ইনস্টাগ্রাম)
খোলা চুলে ও হালকা মেকআপে রূপবতী সোনাক্ষী সিনহা যেন নীল-সবুজে রঙে ভরিয়ে দিলেন সমুদ্রতীর (ছবি: ইনস্টাগ্রাম)
সোনাক্ষী সিনহার হাতে এখন আছে দুটি সিনেমা। এরমধ্যে শারীরিক ওজন নিয়ে তিরস্কারের শিকার হওয়া নারীদের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘ডাবল এক্সএল’। আর ‘কাকুডা’ ভৌতিক-কমেডি সিনেমা। (ছবি: ইনস্টাগ্রাম)