সিনেমা হল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবার ‘পরাণ’ ও ‘হাওয়া’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আবার বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘পরাণ’ ও ‘হাওয়া’। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকাসহ চট্টগ্রাম ও রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দেখা যাবে গত বছরের ব্যবসাসফল এই দুই সিনেমা।
স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার (মিডিয়া অ্যান্ড মার্কেটিং) মেসবাহ উদ্দিন আহমেদ জানান– ২১ ফেব্রুয়ারি রায়হান রাফীর ‘পরাণ’ এবং মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’র মোট ১৩টি করে প্রদর্শনী হবে। তাদের আশা, প্রতিটিতেই দর্শকদের ভিড় দেখা যাবে।
‘হাওয়া’ চলবে বসুন্ধরা সিটি শাখায় দুপুর ১টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিট, সীমান্ত সম্ভার শাখায় দুপুর ১টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিট, এসকেএস টাওয়ার শাখায় সকাল ১১টা ১০ মিনিট ও বিকেল ৪টা ৪০ মিনিট, সনি স্কয়ার শাখায় সকাল ১১টা ১৫ মিনিট ও বিকেল ৪টা ৪৫ মিনিট, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর শাখায় দুপুর ১টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিট, চট্টগ্রামের বালি আর্কেড শাখায় সকাল ১১টা ও বিকেল ৪টা ৩০ মিনিট এবং রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে বিকেল ৪টা ৩০ মিনিটে।
অন্যদিকে ‘পরাণ’ সিনেমার প্রদর্শনী হবে বসুন্ধরা সিটি শাখায় সকাল ১০টা ৫০ মিনিট ও বিকেল ৪টা ৩০ মিনিট, সীমান্ত সম্ভার শাখায় সকাল ১১টা ১০ মিনিট ও বিকেল ৪টা ৩০ মিনিট, এসকেএস টাওয়ার শাখায় দুপুর ১টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিট, সনি স্কয়ার শাখায় দুপুর ১টা ৫০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিট, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর শাখায় সকাল ১০টা ৫০ মিনিট ও বিকেল ৪টা ২৫ মিনিট, চট্টগ্রামের বালি আর্কেড শাখায় দুপুর ১টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিট, এবং রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে সকাল ১১টায়।
২০২২ সালের ২৯ জুলাই মুক্তির পর অভাবনীয় সাফল্য পেয়েছে ‘হাওয়া’। এরপর বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে এর প্রদর্শনী হয়েছে। গত ১৬ ডিসেম্বর কলকাতা ও পশ্চিম বাংলায় এবং ৩০ ডিসেম্বর ভারতের অন্যান্য রাজ্যে মুক্তি পায় সিনেমাটি। এর নির্মাণ, চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সাউন্ড ডিজাইন, সংগীত, খুলনার আঞ্চলিক ভাষার সংলাপ, অভিনয়, রঙসহ সবই উপভোগ করেছেন দেশ-বিদেশের দর্শকরা। ৯৫তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য সিনেমা শাখায় বাংলাদেশ থেকে মনোনীত হয় সিনেমাটি।
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’র গল্প সাজানো হয়েছে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া আট জেলে এবং রহস্যময় বেদেনী গুলতিকে কেন্দ্র করে। মেয়েটির আগমনে জেলেদের মধ্যে সন্দেহ, দ্বন্দ্ব ও ভয় বাড়ে। মাছ ধরার বড় নৌকা ‘নয়নতারা’র সরদার চাঁন মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। জেলে ইব্রাহীম চরিত্রে আছেন শরিফুল রাজ। গুলতি রূপে রয়েছেন নাজিফা তুষি। এছাড়াও অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান (নাগু), সুমন আনোয়ার (ইজা), সোহেল মণ্ডল (উরকেস), রিজভি রিজু (পারকেস), বাবলু বোস (ফনি) ও মাহমুদ আলম (মোরা)।
পরিচালনার পাশাপাশি ‘হাওয়া’র কাহিনী ও সংলাপ লিখেছেন মেজবাউর রহমান সুমন। তার সঙ্গে মিলে চিত্রনাট্য সাজিয়েছেন সুকর্ন সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। চিত্রগ্রহণে কামরুল হাসান খসরু। গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। আবহ সংগীতে রাশিদ শরীফ শোয়েব।
সিনেমাটির গান ‘সাদা সাদা কালা কালা’ ব্যাপক জনপ্রিয় হয়েছে। হাশিম মাহমুদের কথায় এটি গেয়েছেন আরফান মৃধা শিবলু। এতে আরও আছে বাসুদেব দাস বাউলের গাওয়া ‘আটটা বাজে দেরি করিস না’ গানটি। সংগীতায়োজনে ইমন চৌধুরী। এছাড়া সিনেমাটিকে কেন্দ্র করে মেঘদল ব্যান্ড দীর্ঘ বিরতির পর নতুন গান ‘এ হাওয়া’ নিয়ে হাজির হয়। পরিচালক মেজবাউর রহমান সুমন মেঘদল ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য।
গত বছরের ১০ জুলাই মুক্তি পাওয়ার পর অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে ‘পরাণ’। এরপর দেশের বাইরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, অস্ট্রেলিয়ার সিডনি, ফ্রান্সের রাজধানী প্যারিস এবং কানাডার ১০ শহরে প্রশংসিত হয়েছে লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটি।
বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার ছায়া অবলম্বনে ত্রিভুজ প্রেমের গল্পে সাজানো হয়েছে ‘পরাণ’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু।
‘পরাণ’ সিনেমায় অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া ‘চলো নিরালায়’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এটি লিখেছেন গীতিকবি জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস