Connect with us

ছবি ও কথা

‘রক্ত দিয়ে অর্জন করা বাংলা ভাষা আমার অহংকার’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে। জাতি আজ শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছে। বিনোদন অঙ্গনের তারকারা সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এসো প্রাণের ভাষায় কথা বলি প্রাণ খুলে!’

চিত্রনায়ক শাকিব খান শহীদ মিনারের ছবি সংবলিত একটি কার্ড পোস্ট করেছেন ফেসবুকে। এতে লেখা, ‘অমর একুশে, রক্ত দিয়ে অর্জন করা বাংলা ভাষা আমার অহংকার।’

চিত্রনায়িকা শবনম বুবলী ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।’

চিত্রনায়ক ফেরদৌস একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘২১ আমার অহংকার।’

কক্সবাজার থেকে বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘আমার বর্ণমালা, আমার বাংলা, আমার ভাষা, আমার বাংলাদেশ।’

বাংলা বর্ণমালা, শহীদ মিনার, পুষ্পস্তবক, ভাষা আন্দোলনের স্লোগান ও শান্তির পায়রা সংবলিত ইলাস্ট্রেশন শেয়ার করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি লিখেছেন, ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।’ তিনি একুশের প্রভাতফেরির গানের দুই লাইন শেয়ার করেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ সেইসঙ্গে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তিনি।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। তিনি লিখেছেন, ‘আজ সাভার থেকে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে হঠাৎ মনে হলো ছোটবেলায় যেমন একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে ফুল দিতাম, তেমনি আজ যাওয়া যায় কিনা। চলে গেলাম আমার গ্রুপের সবাইকে নিয়ে। খুব ভালো লাগলো। আমরা আসলেই অনেক ভাগ্যবান নিজের দেশে নিজের ভাষায় কথা বলতে পারি। আবারো অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ভাষা শহীদদের প্রতি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল একুশের প্রথম প্রহরে শহীদ মিনারকে স্যালুট দেওয়ার এবং বুকে হাত রেখে তোলা দুটি ছবি শেয়ার করেছেন।

কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা লিখেছেন, ‘ভাষার জন্য যাঁরা দিয়ে গেলো প্রাণ, ভুলিনি আমরা। বিনম্র শ্রদ্ধা সকল ভাষা শহীদদের প্রতি।’

কালো ক্যানভাসে লাল রঙে শহীদ মিনারের স্কেচ শেয়ার করে চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা!’

অভিনেতা শতাব্দী ওয়াদুদ একুশের প্রথম প্রভাতফেরির একটি ছবি শেয়ার করে ভাষা শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, এটি ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি তোলা।

অভিনেতা সাজু খাদেম নিজের অভিনীত ‘ভোর’ নাটকের শুটিংয়ে তোলা ছবির ওপর ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান লিখে প্রভাতফেরির গানের প্রথম লাইন জুড়ে দিয়েছেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।’

অভিনেতা ফজলুর রহমান বাবু অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা শহিদুল আলম সাচ্চু লিখেছেন, ‘মা তোমার ভাষা অপরিবর্তিত।’

অভিনয়শিল্পী তানহা তাসনিয়া ইসলাম সাদাকালো শাড়ি পরা ছবি শেয়ার করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘মাতৃভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন সেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

বাংলা বর্ণমালার ছবি শেয়ার করে নাট্যকার জিনাত হাকিম লিখেছেন, ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা। সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ