Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

মা-বাবাকে ১৫০ কোটির বাড়ি উপহার দিলেন ধানুশ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ধানুশ (ছবি: টুইটার)

ভারতের তামিল সিনেমার সেনসেশন ধানুশ ‘ভাতি’ মুক্তির পর থেকেই খবরের শিরোনামে আছেন। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। একইসঙ্গে সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। শুধু এজন্যই নয়, আরেকটি কাণে ৩৯ বছর বয়সী এই তারকাকে অভিনন্দন জানানো যায়।

সম্প্রতি চেন্নাইয়ের পোয়েস গার্ডেন এলাকায় একটি বিলাসবহুল নতুন বাড়ি তৈরি করেছেন ধানুশ। এটি বাবা-মাকে উপহার দিয়েছেন তিনি। চমকপ্রদ ব্যাপার হলো, ভবনটির মূল্য ১৫০ কোটি রুপি। কাকতালীয়ভাবে একই এলাকায় তার শ্বশুর সুপারস্টার রজনীকান্ত থাকেন।

ধানুশ (ছবি: টুইটার)

মা-বাবার নবগৃহে প্রবেশ উপলক্ষে বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করে ভোজের আয়োজন করেন ধানুশ। অনুষ্ঠানের তোলা ছবিতে দেখা গেছে, গালভর্তি দাড়ি তার। পূজার জন্য নীল রঙের কুর্তা-পাজামা পরেছিলেন তিনি। ছবি দেখে বোঝা যাচ্ছে, এটি ডুপ্লেক্স বাড়ি। কারণ ঘরের ভেতর বিশাল সিঁড়ি রয়েছে।

পরিচালক সুব্রমনিয়াম শিবার সোশ্যাল মিডিয়ায় ধানুশের নতুন বাড়িতে তোলা দুটি ছবি শেয়ার করেছেন। এরপরই নেটিজেনরা মন্তব্যের ঢেউ তুলেছে। এর ক্যাপশনে তামিল ভাষায় তিনি লিখেছেন, ‘আমার ছোট ভাই ধানুশের নতুন বাড়িতে মন্দিরের অনুভূতি পাচ্ছি। নিজের জীবদ্দশায় মা-বাবাকে স্বর্গের মতো একটি বাড়ি করে দিয়েছে সে। তার জীবনে আরো সাফল্য ও অর্জন ধরা দিক।’

ধানুশকে উদ্দেশ করে সুব্রমনিয়াম শিবা বলেন, ‘তুমি দীর্ঘজীবী হও এবং পিতামাতাকে সম্মান জানানোর ক্ষেত্রে নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকো।’

২০০৩ সালে সুব্রমনিয়াম শিবা পরিচালিত প্রথম সিনেমা ‘তিরুদা তিরুদি’র নায়ক ছিলেন ধানুশ। ‘ডঙ্গা ডঙ্গাদি’ (২০০৪) ও ‘সিদান’ (২০১১) সিনেমা দুটিতেও একসঙ্গে কাজ করেন তারা।

ধানুশ (ছবি: টুইটার)

এদিকে ধানুশ এখন নিজের আগামী সিনেমা ‘ক্যাপ্টেন মিলার’-এর শুটিংয়ে ব্যস্ত। অরুণ মাথেশ্বরমের পরিচালনায় এতে অন্য দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা আরুল মোহন ও শিব রাজকুমার।

ধানুশ (ছবি: টুইটার)

সম্প্রতি শেখর কাম্মুলা পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ধানুশ। গত বছর এর শুটিং শুরু হয়।

এছাড়া শিগগিরই নিজের পরবর্তী পরিচালিত সিনেমার কাজ শুরু করবেন ধানুশ। এর প্রাথমিক নাম রাখা হয়েছে ‘ডিফিফটি’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ