Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বার্লিনে সর্বোচ্চ পুরস্কার জিতলো ভাসমান ডেকেয়ার সেন্টারের ডকুমেন্টারি

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গোল্ডেন বিয়ার পুরস্কার হাতে নিকোলাস ফিলিবার্ট (ছবি: টুইটার)

বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩তম আসর শেষ হলো। এবার সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন বিয়ার জিতেছে নিকোলাস ফিলিবার্ট পরিচালিত ডকুমেন্টারি ‘অন দি অ্যাডাম্যান্ট’। ফ্রান্সের রাজধানী প্যারিসে মানসিক রোগে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের জন্য একটি ভাসমান ডেকেয়ার সেন্টারকে ‍তুলে ধরা হয়েছে এতে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) ১১ দিনের এই আয়োজনের পর্দা নামলো। এবারের আসরে বিচারকদের প্রধান ছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

৭৩তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা শাখার বিজয়ীরা
গোল্ডেন বিয়ার: অন দি অ্যাডাম্যান্ট
সেরা অভিনয়শিল্পী: সোফিয়া ওতেরো (টোয়েন্টি থাউজেন্ড স্পেসিস অব বিজ)
গ্র্যান্ড জুরি প্রাইজ: অ্যাফায়ার (ক্রিশ্চিয়ান পেটজল্ড)
জুরি প্রাইজ: ব্যাড লিভিং (জোয়াও ক্যানিজো)
সেরা পরিচালক: ফিলিপ গারেল (দ্য প্লাও)
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী: থিয়া ইয়ারা (টিল দ্য এন্ড অব দ্য নাইট)
সেরা চিত্রনাট্য: মিউজিক (আঙ্গেলা শানিলেক)
সেরা চিত্রগ্রাহক: ইলেন লুভার্ত (ডিস্কো বয়)

সিনেমাওয়ালা প্রচ্ছদ