Connect with us

বলিউড

অস্কার মঞ্চে যাচ্ছেন দীপিকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

হলিউডের ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমায় অভিনয়ের সুবাদে পশ্চিমা দুনিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় তার সৌন্দর্য নিয়মিত দ্যুতি ছড়ায়। গত বছর কানে প্রতিযোগিতা শাখার বিচারকদের একজন ছিলেন তিনি। এবার আরেকটি বৈশ্বিক আয়োজনে দেখা যাবে তাকে।

অস্কার অনুষ্ঠানে থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ৩৭ বছর বয়সী এই তারকা একটি আয়োজনে অংশ নিতে মঞ্চে হাজির হবেন। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই ঘোষণা দিয়েছে।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কার তুলে দেওয়া এবং বিভিন্ন আয়োজনে অংশ নেবেন নামিদামি তারকারা। সেই তালিকায় থাকা দীপিকার পাশাপাশি হলিউডের বেশ কয়েকজন তারকার নাম ঘোষণা করেছে অস্কার কর্তৃপক্ষ। তারা হলেন অভিনেতা রিজ আহমেদ, স্যামুয়েল এল. জ্যাকসন, ডোয়ায়েন জনসন, মাইকেল বি. জর্ডান, জনাথান মেজরস, হংকংয়ের ডনি ইয়েন, অভিনেত্রী জোয়ি স্যালডানা, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, জেনিফার কনেলি, মেলিসা ম্যাককার্থি, সংগীতশিল্পী জানেল মনো, কোয়েস্টলাভ।

এছাড়া ৯৪তম অস্কারের সেরা পার্শ্ব অভিনেত্রী আরিয়ানা ডিবোজ এবং সেরা পার্শ্ব অভিনেতা ট্রয় কটসার পুরস্কার তুলে দিতে মঞ্চে আসবেন।

দীপিকা পাড়ুকোন (ছবি: ইনস্টাগ্রাম)

এবারের অস্কারে সেরা মৌলিক গান শাখায় মনোনীতরা সংগীত পরিবেশন করবেন। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার’ সিনেমার ‘লিফট মি আপ’ গেয়ে শোনাবেন রিয়ানা। ভারতের তেলুগু ভাষার সিনেমা ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গাইবেন কালা ভৈরবা ও রাহুল সিপলিগুঞ্জ। ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর ‘দিস ইজ অ্যা লাইফ’ পরিবেশন করবেন স্টেফানি সু, ডেভিড বায়ার্ন ও সান লাক্স ব্যান্ডের সদস্যরা। ‘টেল ইট লাইক অ্যা ওম্যান’ সিনেমার ‘অ্যাপ্লজ’ গাইবেন ডায়েন ওয়ারেন ও সোফিয়া কারসন।

দীপিকা পাড়ুকোন

‘বেশরম রঙ’ গানে দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

আমেরিকান তারকা জিমি কিমেলের সঞ্চালনায় আগামী ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখা যাবে এই আয়োজন।

‘পাঠান’ সিনেমায় দীপিকা পাড়ুকোন (ছবি: যশরাজ ফিল্মস)

এদিকে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকে দারুণ ব্যবসা করে যাচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের তথ্যানুযায়ী, এটি এখন পর্যন্ত ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে ১ হাজার ২০ কোটি রুপির বেশি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘পাঠান’-এর মাধ্যমে আট বছরেরও বেশি সময় পর আবার শাহরুখ খানের সঙ্গে অভিনয় করলেন দীপিকা। তারা এর আগে ‘ওম শান্তি ওম’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমা দুটিতে জুটি বেঁধেছেন।

দীপিকার হাতে এখন আছে তিনটি সিনেমা। এগুলো হলো হৃতিক রোশনের বিপরীতে ‘ফাইটার’ এবং প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ