ওয়ার্ল্ড সিনেমা
কানে ফিপরেস্কির বিচারক বিধান রিবেরু

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেস্কি) বিচারক হিসেবে কান উৎসবের ৭৫তম আসরে থাকবেন বাংলাদেশের সিনেমা বোদ্ধা বিধান রিবেরু। তিনি প্যারালাল শাখা ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে নির্বাচিত সিনেমা দেখে বিজয়ী নির্বাচন করবেন। তার সঙ্গে থাকবেন বিভিন্ন দেশের সিনেমা বোদ্ধারা।
ফিপরেস্কির প্রধান কার্যালয় জার্মানিতে। কান উৎসবের প্রতিযোগিতা শাখা, আঁ সাঁর্তে রিগা এবং ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকের মধ্য থেকে সেরা একটি করে সিনেমাকে পুরস্কার দিয়ে থাকে ফিপরেস্কি। গত বছর প্রতিযোগিতা শাখা থেকে ফিপরেস্কি বিজয়ী জাপানের রিয়ুসুকে হামাগুচির ‘ড্রাইভ মাই কার’ কয়েকদিন আগে অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছে।
ফিপরেস্কির পক্ষ থেকে গত জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে কাজ করেছেন বিধান রিবেরু। ফিপরেস্কি এবার তাকে আমন্ত্রণ জানিয়েছে কানসৈকতে।
ফিপরেস্কির আমন্ত্রণ পেয়ে আপ্লুত বিধান রিবেরু সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো অনুভূতিতে বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ফিপরেস্কি জুরি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য পরম পাওয়া। বলতে পারি আমার জীবনের সবচেয়ে বড় খবর।’
দক্ষিণ ফ্রান্সের উপকূলীয় শহর কানের পালে দে ফেস্টিভাল ভবনে আগামী ১৭ মে শুরু হবে উৎসবটি। মর্যাদাসম্পন্ন এই আয়োজনের পর্দা নামবে ২৮ মে।
তিন বছরের ব্যবধানে কান উৎসবে ফিপরেস্কির বিচারক হিসেবে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের দুই সিনেমা বোদ্ধা। ২০১৯ সালে সাদিয়া খালিদ রীতি ফিপরেস্কির বিচারক ছিলেন। বাংলাদেশের নারীদের মধ্যে তিনিই প্রথম ফিপরেস্কির বিচারক হন।
২০০২ সালের কান উৎসবে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক হিসেবে ফিপরেস্কির বিচারক হন আহমেদ মুজতবা জামাল। তখন প্যারালাল শাখা ডিরেক্টর’স ফোর্টনাইট থেকে প্রয়াত নির্মাতা তারেক মাসুদের ‘মাটির ময়না’ ফিপরেস্কি পুরস্কার জেতে। ২০০৫ ও ২০০৯ সালের কানেও ফিপরেস্কির বিচারক ছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক আহমেদ মুজতবা জামাল।
কান উৎসবে বাংলাদেশের সেরা অর্জন অফিসিয়াল সিলেকশনে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জায়গা পাওয়া। গত বছর আঁ সাঁর্তে রিগা শাখায় এর উদ্বোধনী প্রদর্শনী হয়। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস