Connect with us

বলিউড

সালমানের নিরাপত্তা জোরদার, থানায় মামলা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সালমান খান

সালমান খান (ছবি: ফেসবুক)

বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা জোরদার করেছে ভারতের মুম্বাই পুলিশ। তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কড়া পাহারা দিচ্ছে।

সালমানের ম্যানেজার প্রশান্ত গুঞ্জালকার জানান, সল্লুর অফিসে হুমকির ইমেইল পাঠানো হয়েছে। এ কারণে মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়, গোল্ডি ব্রার এবং হুমকি প্রদানকারী ব্যক্তি রোহিত গর্গের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়েছে।

সালমান খান (ছবি: টুইটার)

সালমান খানকে হুমকির ইমেইল পাঠানোর অভিযোগে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে গত ১৮ মার্চ মামলা করেছে মুম্বাই পুলিশ।

রোহিত গর্গ ইমেইলে উল্লেখ করেন, সালমান খানের সঙ্গে কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার ব্যক্তিগতভাবে দেখা করতে চেয়েছেন।

সালমান খান

সালমান খান (ছবি: ইনস্টাগ্রাম)

সালমান খানের বিরুদ্ধে ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে বিরল প্রজাতির কৃষ্ণহরিণ শিকারের অভিযোগ রয়েছে। যদিও ৫৭ বছর বয়সী এই অভিনেতা সেটি অস্বীকার করেছেন। কিন্তু লরেন্স বিষ্ণয়ের দাবি, সালমান কৃষ্ণহরিণ শিকার করেছেন। এ কারণে ক্ষমা চাইতে বলেছেন তিনি। কারণ কৃষ্ণহরিণকে তার সম্প্রদায় পবিত্র মনে করে। লরেন্সের হুমকির বিষয়টি সুরাহা করতে গোল্ডি ব্রারের সঙ্গে দেখা করতে হবে বলে ইমেইলে জানানো হয়েছে।

পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যার দায়ে বর্তমানে তিহার কারাগারে বন্দি আছেন লরেন্স বিষ্ণয়। সালমানকে হত্যা করাই তার জীবনের লক্ষ্য। তিনি বলেন, ‘সালমান খানকে নিয়ে সমাজে ক্ষোভ রয়েছে। তিনি আমার সমাজকে অপমান করেছেন। তার বিরুদ্ধে মামলা হলেও তিনি ক্ষমা চাননি। তিনি যদি ক্ষমা না চান তাহলে পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকুন। আমি অন্য কারো ওপর নির্ভর করবো না। আজ হোক কিংবা কাল হোক, তার অহংকার ভেঙে যাবে। তার উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি ক্ষমা করে তাহলে আমি কিছু বলবো না।’

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় পূজা হেগড়ে ও সালমান খান (ছবি: টুইটার)

এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২১ এপ্রিল মুক্তি পাবে সালমান খানের নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। আগামীকাল (২১ মার্চ) প্রকাশ হবে এর নতুন গান ‘জি রাহে থে হাম (ফলিং ইন লাভ)’। এটি গেয়েছেন সালমান নিজেই। ফরহাদ সামজির পরিচালনায় সিনেমাটিতে আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, পলক তিওয়ারি, শেহনাজ গিল, ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, ভাগ্যাশ্রী। একটি গানে দেখা যাবে দক্ষিণী তারকা রামচরণকে।

চলতি বছরের ১০ নভেম্বর সালমান অভিনীত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অতিথি চরিত্রে দেখা যাবে আরেক সুপারস্টার শাহরুখ খানকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ