মঞ্চ-শিল্প
নিউইয়র্কের মঞ্চে তৌকীরের ‘তীর্থযাত্রী’

‘তীর্থযাত্রী’ নাটকের দৃশ্য (ছবি: ফেসবুক)
অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ দীর্ঘ বিরতির পর মঞ্চনাটক নির্দেশনা দিলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটারে গত ১৮ মার্চ ছিলো ‘তীর্থযাত্রী’ নামের এই প্রযোজনার উদ্বোধনী প্রদর্শনী। হুমায়ূন কবির রচিত ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ গ্রন্থ অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন তৌকীর নিজেই।
বাংলা সংস্কৃতিকেন্দ্র ও স্বাধীন শিল্পচর্চা ক্ষেত্র নক্ষত্রের যৌথ প্রয়াস ‘তীর্থযাত্রী’। নিউইয়র্কের বসবাসরত বিভিন্ন দলের মঞ্চকর্মীরা এই নাটকে অভিনয় করেছেন। তারা হলেন কামাল হোসেন, জাকির হোসেন, আহমেদ নাসিম, শুক্লা রায়, মিল্টন আহমেদ, লায়লা ফারজানা, হীরা চৌধুরী, মমিনুল বসুনিয়া, প্রতিমা সুমি, মিলাদুন নাহার, শরীফ হোসেন, হৃদয় অনির্বাণ ও মার্জিয়া স্মৃতি।

‘তীর্থযাত্রী’ নাটকের দৃশ্য (ছবি: ফেসবুক)
তৌকীর আহমেদ জানান, ছয় সপ্তাহ মহড়ার পর মঞ্চে এসেছে ‘তীর্থযাত্রী’ । এতে পাঁচজনের একটি দল যাত্রাপালার মতো আবহ সংগীত পরিবেশন করেছে। সংগীতায়োজনে পিন্টু ঘোষ।
দেশের বাইরে এর আগেও মঞ্চনাটকে যুক্ত হয়েছেন তৌকীর আহমেদ। ২০০২ সালে নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ার সময় বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার (বিটিএ) সঙ্গে ‘ইচ্ছামৃত্যু’তে কাজ করেন তিনি।

‘তীর্থযাত্রী’ নাটকের দৃশ্য (ছবি: ফেসবুক)
তৌকীর আহমেদ বেশ কিছুদিন থেকেই যুক্তরাষ্ট্রপ্রবাসী। মডেল, অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত এবং দুই সন্তানকে নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন তিনি।
ঢাকার নাট্যদল নাট্যকেন্দ্রের জন্য ২০২০ সালে ‘অজ্ঞাতনামা’ নামে একটি মঞ্চনাটকের কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু করোনা মহামারির প্রকোপে থমকে যায় কাজটি। পরে ‘অজ্ঞাতনামা’ বই আকারে প্রকাশিত হয়। এরপর এটি রূপ নেয় সিনেমায়। তার পরিচালিত অন্য সিনেমাগুলো হলো ‘জয়যাত্রা’ (২০০৪), ‘রূপকথার গল্প’ (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), ‘হালদা’ (২০১৭), ‘ফাগুন হাওয়ায়’ (২০১৯) এবং ‘স্ফুলিঙ্গ (২০২১)।

তৌকীর আহমেদ (ছবি: ফেসবুক)
তৌকীর আহমেদ অভিনীত প্রথম মঞ্চনাটক ১৯৮৬ সালে থিয়েটার প্রযোজিত ‘যুদ্ধ এবং যুদ্ধ’। এটি রচনা করেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। ১৯৮৭ সালে আব্দুল্লাহ আল মামুনের ‘তোমরাই’ নাটকে অভিনয় করেন তিনি। এরপর নাট্যকেন্দ্রের ‘বিচ্ছু’, ‘তুঘলক’, ‘সুখ-জেরা’, ‘হয়বদন’, ‘ক্রুসিবল’ এবং ‘প্রতিসরণ’ নাটকে কাজ করেছেন। এর বাইরে গাজী রাকায়েতের নির্দেশনায় বিজয় টেন্ডুলকারের ‘কন্যাদান’, মামুনুর রশীদের ‘আদিম’ এবং শিল্পকলায় ‘শেষ নবাব’ কিংবা বটতলার ‘হায়দার’-এর ইংরেজি প্রযোজনা ‘যমুনা’য় দেখা গেছে তাকে। এসব প্রযোজনায় কখনও অভিনয়, মঞ্চ পরিকল্পনা, নির্দেশনা কিংবা রচনার কাজ করেছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস