Connect with us

ঢালিউড

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা শাখায় ‘পেয়ারার সুবাস’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: চরকি)

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হয়েছে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। আগামী ২৬ এপ্রিল উৎসবে এর আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। 

জয়া আহসানের প্রথম সিনেমা ‘ডুবসাঁতার’ পরিচালনা করেন নূরুল আলম আতিক। ২০১০ সালের ১৭ নভেম্বর মুক্তি পায় এটি। আবারও তারা একসঙ্গে কাজ করলেন।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘নূরুল আলম আতিকের সঙ্গে কাজ করাটা বরাবরই উপভোগ করি। এর মাধ্যমে অন্যরকম অভিজ্ঞতা হয়। এবারের কাজটির বেলায়ও একই রকম উচ্ছ্বসিত ছিলাম। আমরা আর দশজন যে দৃষ্টিভঙ্গি দিয়ে সিনেমা কিংবা কোনো কাজ দেখি, আতিক সেখানে ব্যতিক্রম ও নতুনভাবে, নতুন কিছু দেখতে শেখায় এবং দেখায়।’

‘পেয়ারার সুবাস’ সিনেমায় জয়া আহসান (ছবি: চরকি)

জয়া মনে করেন, ‘পেয়ারার সুবাস’-এর মতো পটভূমিতে এর আগে বাংলা সিনেমা হয়নি। তার কথায়, ‘আমারসহ প্রতিটি চরিত্র বেশ বলিষ্ঠ ও ভীষণ আবেগী। পুরো সিনেমায় অন্যরকম একটা ভাষা আছে।’

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পেয়ারার সুবাস’ জায়গা করে নেওয়ায় স্বাভাবিকভাবে খুশি জয়া। তিনি বলেন, ‘সিনেমাটির কাজ আমরা বেশ আগেই শেষ করেছি। এখন আমি ভীষণ খুশি। দারুণ কিছু সিনেমার সঙ্গে আমাদের কাজ প্রতিযোগিতা শাখায় থাকছে। এটি খুব আনন্দের ব্যাপার।’

নূরুল আলম আতিক (ছবি: চরকি)

একই অনুভূতি পরিচালক নূরুল আলম আতিকের, ‘মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া নিঃসন্দেহে আনন্দের খবর। একইসঙ্গে সম্মানের বিষয়। মস্কোতে সিনেমাটির প্রিমিয়ার হতে যাচ্ছে। এজন্য প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সব শিল্পী, কলাকুশলীকে অভিনন্দন জানাই।’

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আলফা-আই থেকে নির্মিত একটি সিনেমা আন্তর্জাতিক একটি ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় রয়েছে, এটা আমার জন্য গর্বের। একইসঙ্গে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি দারুণ মুহূর্ত।’

‘পেয়ারার সুবাস’ সিনেমার পোস্টারে জয়া আহসান (ছবি: চরকি)

আলফা আই প্রযোজিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার সহ-প্রযোজক হিসেবে আছে চরকি। দেশীয় এই ওটিটি প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পাওয়া বাংলাদেশের জন্য অনেক বড় খবর। চরকি এই সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত। কারণ এর সঙ্গে দেশের গুণী নির্মাতা ও অভিনয়শিল্পীরা যুক্ত আছেন।’

‘পেয়ারার সুবাস’ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহানসহ অনেকে। সিনেমাটির ইংরেজি নাম রাখা হয়েছে ‘দ্য সেন্ট অব সিন’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ