টেলিভিশন
ঈদের ‘ইত্যাদি’তে অর্ধশতাধিক বিদেশিদের নিয়ে চমক
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দুই যুগ ধরে বিদেশিদের বাংলা ভাষায় গ্রামীণ মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, খেলাধুলা ইত্যাদি। ঢাকায় বসবাসরত বিদেশিদের অংশগ্রহণে আসন্ন ঈদে থাকছে তেমন একটি আয়োজন।
বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে মানুষের দৈনন্দিন জীবন অনেকটা স্মার্টফোন নির্ভর। যার ছোঁয়া এখন গ্রামীণ জনপদে পৌঁছে গেছে। সবার হাতে হাতে স্মার্টফোন। গ্রামীণ জনপদে এর ব্যবহার ও অপব্যবহারের ওপর করা হয়েছে বিদেশিদের পর্বটি। পাশাপাশি রয়েছে তাদের নাচ।
ঈদের ‘ইত্যাদি’তে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, জাপান, কোরিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক। তারা ঢাকায় বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। শত ব্যস্ততার মধ্যেও বিদেশিরা ছুটির দিনগুলোতে মহড়া করেছেন।
ঈদের ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা অপেশাদার, তবে পেশাদার শিল্পীদেরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা ও আন্তরিকতায় আমি মুগ্ধ। যেহেতু দর্শকরা বিদেশিদের নিয়ে সাজানো পর্ব পছন্দ করেন, তাই অনেক যত্ন নিয়ে কাজ করার চেষ্টা থাকে আমাদের। আশা করি, এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’
নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, ঈদের ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন তারকারা। দর্শকদের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষি। বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের দেশাত্মবোধক গানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রিকেট দলের মেয়েরা। এছাড়া থাকছে নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার বিষয়ভিত্তিক ত্রিমাত্রিক নাচ।
ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে অনুষ্ঠানটি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস